রাষ্ট্র পুনর্গঠনে পিছিয়ে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে: তারেক রহমান
Published: 1st, February 2025 GMT
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘আগামী দিনে সংসদ কীভাবে পরিচালিত হবে, সংসদের মেয়াদ কতদিন হবে, একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন— এমন বিভিন্ন বিষয় আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। এগুলো নিয়ে মাত্রাতিরিক্ত আলোচনা করলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে পড়ব। আর রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’’
তিনি আরো বলেন, ‘‘আমরা যদি শুধু নিজেদের স্বার্থের জন্য তর্কে লিপ্ত থাকি, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে পালিয়ে যাওয়া স্বৈরাচার।’’
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভারচ্যুয়ালি যুক্ত হতে বক্তব্য রাখেন।
আরো পড়ুন:
নঙ্গলকোটে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
ফেব্রুয়ারি মাসজুড়ে মাঠে থাকবে বিএনপি: ওয়াহাব আকন্দ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘বিগত ১৫ বছর জনগণের ভোট দেওয়ার উপায় ছিল না। জনগণের ভোট দেওয়ার ক্ষমতা অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়। অস্ত্র দিয়ে আমরা দেখেছি কখনো ডামি নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন। সে কারণেই আমরা দেখেছি, উন্নয়নের নাম করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে। কোনোরকম জবাবদিহিতা ছিল না বলেই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘নির্বাচন অথবা বিচার ব্যবস্থা, প্রত্যেকটি ব্যবস্থাকে আবারো পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া যত দ্রুত শুরু করা যাবে, দেশ তত দ্রুত আমরা উন্নত করতে পারব। বিএনপি একমাত্র দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে।’’ এ সময় দেশ পুনর্গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।
জেলা বিএনপির আহ্বায়ক এম এ মান্নানের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু ও অর্থনীতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া, সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।
ঢাকা/রুবেল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন ত র ক রহম ন ব এনপ র
এছাড়াও পড়ুন:
‘জামায়াত ক্ষমতায় গেলে দেশ দুর্নীতিমুক্ত হবে’
জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত, সুখী-সমৃদ্ধ দেশ হবে বলে মন্তব্য করেছেন দলের সুরা সদস্য ও ঢাকা জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
আজ শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত খাড়াকান্দি এলাকায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন:
নির্বাচন বিশেষজ্ঞ ও নারীদের সঙ্গে সংলাপে বসবে ইসি
ফাঁকা ক্যাম্পাসে পশু-পাখিদের পাশে রাকসুর ছাত্রদল সমর্থীত প্রার্থী
ঢাকা জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘‘জামায়াতকে দেশি-বিদেশি ষড়যন্ত্র করে নিষিদ্ধ করার চেষ্টা হয়েছিল। সেই জামায়াত সারা দেশে প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনি কার্যক্রম শুরু করেছে। যা অন্য কোনো দল এখনো পারেনি।’’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘জনগণ দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে তাদের খেদমত করার সুযোগ করে দেবে। জনগণের খেদমত করার জন্য জামায়াতে ইসলামী সর্বদা প্রস্তুত।’’
মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন ঢাকা-২ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানকে ভোট দেওয়ার জন্য কেরানীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।
প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, ‘‘জামায়াতে ইসলামীতে কোনো চাঁদাবাজ পাবেন না। কোনো দুর্নীতিবাজ পাবেন না।’’ আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
জনসভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুর রহিম মজুমদার, সাভার থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল কাদির প্রমুখ।
ঢাকা/শিপন/বকুল