সিলেটে কয়েক দিন আগে পতিত স্বৈরাচার সরকারের ঘনিষ্ঠ সাবেক এক কাউন্সিলর একটি আদালতে একই দিনে পাঁচ মামলায় জামিন পেয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিজমের দোসররা যেভাবে একের পর এক জামিন পাচ্ছেন, তা সত্যিই দুঃখজনক। এতে গণহত্যাকারী এবং তাদের দোসরদের যথাযথ বিচার হবে কি না, এ নিয়ে মানুষের মনে সংশয় তৈরি হয়েছে।

আজ সোমবার বেলা তিনটার দিকে নগরের কুমারপাড়া এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এমন অভিযোগ করেন। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের বিভিন্ন স্থানের মতো সম্প্রতি সিলেটেও কিছু স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিএনপি কিংবা সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ জানুয়ারি সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঁচটি মামলায় সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রেজওয়ান আহমদ ও তাঁর ভাই কামরান আহমদ জামিন পান। এ খবর জানাজানি হলে আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক সংক্ষুব্ধ জনতা জড়ো হন। বিক্ষুব্ধরা পাঁচটি মামলায় জামিনের প্রতিবাদ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় আইনজীবী সহকারী সমিতির নির্বাচন পরিদর্শনে থাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী সংক্ষুব্ধ জনগণকে শান্ত করার চেষ্টা করেন।

রেজাউল হাসান ও এমরান আহমদ সেদিন আদালতে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলে লিখিত বক্তব্যে বিএনপি নেতারা দাবি করেন। তাঁরা আরও জানান, বিএনপির এই দুই নেতা যদি সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতেন, তাহলে আদালত প্রাঙ্গণে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। সেটা হলে সিলেটের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হতো। অথচ পরবর্তী সময়ে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ঘটনার ভুল ব্যাখ্যা দিয়ে উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা করেন।

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম, আশরাফ আলী ও রহিম মল্লিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ পাটোয়ারী, সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন ও মামুনুর রশীদ, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াহিদ ও নাদির খান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক সাঈদ আহমদ, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরপর দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িয়ে পড়ায় সিলেট বিএনপির ১০ জনকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। লিখিত বক্তব্যে বিএনপি জানায়, যদি দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীর দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, তাঁর বিরুদ্ধে দল তাৎক্ষণিক সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নগরে অবৈধ অস্ত্রের মহড়া দিয়েছিলেন। সেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। দোষীরাও গ্রেপ্তার হয়নি। এসব অবৈধ অস্ত্র এখন চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হচ্ছে। ডেভিল হান্টের মাধ্যমে এসব অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র স ন আহমদ

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর সমাধান আলোচনার টেবিলেই সম্ভব।’’

তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই সমাধান এলে যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়া ঠেকানো যাবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আগামী নির্বাচনকে যদি অনিশ্চিত করা হয় বা বিলম্বিত করা হয়, তাহলে তার সুযোগ নেবে ফ্যাসিবাদী বা অসাংবিধানিক শক্তি। এর পরিণতি জাতি অতীতে বহুবার ভোগ করেছে। আমরা আবার সে পরিস্থিতি চাই না।’’

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে পৃথক এক প্রশ্নে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রপতির রেফারেন্সে দেওয়া সেই মতামত এখনো বহাল আছে। এর বিপরীতে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই এ বিষয়ে প্রশ্ন তোলা আসলে রাজনৈতিক বক্তব্য, এর কোনো আইনি ভিত্তি নেই।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘যেকোনো সাংবিধানিক আদেশ জারি হলে তা আগামীকাল বা পরশু চ্যালেঞ্জ হতে পারে। আমরা এমন খারাপ নজির জাতির সামনে আনতে চাই না। তাই সমাধানের বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি। সবাইকে বিবেচনায় নিতে আহ্বান জানাচ্ছি।’’

পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘‘রাজনৈতিক দলের আন্দোলনের অধিকার আছে। তবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার বিষয় নয়, শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে।’’

তিনি সতর্ক করে বলেন, ‘‘পিআর পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্টের ঝুঁকি থেকে যায়। তাতে রাষ্ট্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হয় না। আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারি না।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘জনগণই হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং বারবার গণতন্ত্রকে সংকট থেকে উদ্ধার করেছে।’’

আগামী সংসদে কিছু মৌলিক বিষয়ে সংশোধনের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি বলেন, ‘‘আমরা কিছু বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছি। তবে, ঐকমত্য কমিশনের সনদের ভেতরে যেসব পরিবর্তন হবে, সেগুলোতে অবশ্যই গণভোট নিতে হবে।’’

ঢাকা/আসাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • খাজা শরফুদ্দীন চিশতির মাজারে হাত দিলে পরিণাম হবে ভয়াবহ: আহলে সুন্
  • জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ
  • যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ চায়, তারা আদালতে অভিযোগ দিতে পারে: সালাহউদ্দিন আহমদ
  • প্রাথমিকে গানের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে
  • মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন 
  • পনেরো বছরে থেমে গেল শিশুশিল্পীর জীবন
  • পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৫ সেনা নিহত
  • আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি দেওয়া স্ববিরোধিতা মনে করছে বিএনপি