শিক্ষাপ্রতিষ্ঠানের মানহীন সনদ শুধু বেকারত্ব বাড়াচ্ছে: আসাদুজ্জামান ফুয়াদ
Published: 10th, February 2025 GMT
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘বাংলাদেশে ৫৩ বছরে কোনো রাজনৈতিক দলই সমস্যা সমাধানের রাজনীতি করেনি। কারণ যে শিক্ষাব্যবস্থা আমাদের জাতিকে দক্ষ জনশক্তি করে উন্নত করে বিশ্বের বুকে তুলে ধরবে, সেই শিক্ষাব্যবস্থা এখন বেকার তৈরির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের যোগ্যতার সার্টিফিকেট এখন রাজনৈতিক দলের লিফলেটে পরিণত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মানহীন সনদ শুধু বেকারত্ব বাড়াচ্ছে।’
আজ সোমবার বিকেলে নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবি পার্টি নেত্রকোনা জেলা শাখা এ জনসভার আয়োজন করে।
সভায় আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একজন অনার্স-মাস্টার্স পাস শিক্ষার্থীর পেছনে সরকারের ৫ থেকে ৬০ লাখ টাকা খরচ করতে হয়। অথচ সেই নাগরিকেরা যখন বিদেশে যাওয়ার জন্য ইমিগ্রেশনে উপস্থিত হন, তখন তাঁকে প্রবাসী বলে অপমান করা হয়। এ জন্য শিক্ষাব্যবস্থাসহ সবকিছু সংস্কার করতে হবে। আর তৃতীয় ধারার রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করার রাজনীতি বিনির্মাণ প্রয়োজন।
নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, দেশে সবচেয়ে বড় নীরব সিন্ডিকেটের শিকার কৃষকেরা। কম দামে কৃষিপণ্য কিনে কোল্ড স্টোরেজের মালিকেরা চড়া দামে বিক্রি করছেন। এমনকি তাঁরা কোল্ড স্টোরেজের সংরক্ষণ চার্জও দ্বিগুণ করেছেন, যা ২৪–এর বৈষম্যবিরোধী আন্দোলনের স্বার্থবিরোধী।
ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ গত ১৬ বছরে দুর্নীতি-লুটপাট আর চাঁদাবাজির মাধ্যমে যে অপশাসন কায়েম করেছিল, সে রকম চিন্তা নিয়ে এখনো কেউ কেউ চাঁদাবাজি ও নানা ধরনের দুর্নীতি করছেন বলে মন্তব্য করেন আসাদুজ্জামান। তিনি বলেন, তারা যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেয়, তাদের পরিণতিও ফ্যাসিস্টদের মতোই হবে। এই নতুন স্বাধীন বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন, বৈষম্যহীন সমাজব্যবস্থা কায়েম ও দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য এবি পার্টি লড়াই-সংগ্রাম করে যাবে। এবি পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে পরিচ্ছন্ন রাজনীতিতে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বানও জানান তিনি।
এবি পার্টির নেত্রকোনা জেলার আহ্বায়ক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা আহ্বায়ক ছানোয়ার হোসেন, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, যুব পার্টির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আমানুল্লাহ রাসেল, নেত্রকোনা জেলার সদস্যসচিব মাহমুদুল হাসান চৌধুরী, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, যুব পার্টির আহ্বায়ক আবদুর জলিল, জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম, এবি যুব পার্টির আহ্বায়ক শিহাব ইসলাম প্রমুখ।
ছানোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, হাঁটি হাঁটি পা পা করে এবি পার্টি আজ বিভাগের প্রতিটি জেলায় তার বিস্তার তৈরি করছে, যা আওয়ামী ফ্যাসিবাদীদের আমলে কোনোভাবেই সম্ভব ছিল না। হত্যা, গুম, খুন গণহত্যা ও লুটপাটের যে রাজনীতি গত ১৬ বছর ধরে চলেছিল, তা শুধু দেশকেই ডোবায়নি বরং ফ্যাসিবাদীদেরও রাজনীতির কবর রচিত করেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস থ র জন ত র র জন
এছাড়াও পড়ুন:
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক
এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।
আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।