সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

যুক্তরাষ্ট্রে একের পর এক উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেই চলেছে। এবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেল মিউনিসিপ্যাল এয়ারপোর্টে অবতরণের সময় একটি বাণিজ্যিক জেট রানওয়ে থেকে ছিটকে পড়লে পার্ক করা আরেকটি উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। সোমবারের (১০ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনায় অন্তত একজন প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে স্কটসডেল দমকল বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও জানিয়েছেন, দুর্ঘটনায় আরও অন্তত চার ব্যক্তি আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মীরা তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন।

রয়টার্সের এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়, আহতদের মধ্যে একজন তখনও দুর্ঘটনার শিকার একটি উড়োজাহাজে আটকা পড়ে ছিলেন। বাকি তিনজনকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

ওই সংবাদ সম্মেলনে দুর্ঘটনার কারণ বা এ সংক্রান্ত আর কোনও তথ্য জানাননি ফোলিও।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে লিয়ারজেট ৩৫এ উড়োজাহাজটি আগে থেকেই পার্ক করে রাখা গালফস্ট্রিম ২০০ জেটের সঙ্গে সংঘর্ষ ঘটায়। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলমান আছে।

এই দুর্ঘটনায় মার্কিন বিমান নিরাপত্তা আবারও প্রশ্নবিদ্ধ হলো।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড বিগত কয়েক সপ্তাহে হয়ে যাওয়া কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত করছে। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী জেট ও সামরিক হেলিকপ্টারের মধ্য আকাশে সংঘর্ষ। ওই ঘটনায় ৬৭ জন নিহত হয়েছেন। এছাড়া, ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে একটি মেডিক্যাল জেট দুর্ঘটনায় সাত জন এবং আলাস্কায় আরেকটি উড়োজাহাজ দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।

এনজে

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: দ র ঘটন র দ র ঘটন য়

এছাড়াও পড়ুন:

সংগীতশিল্পী দীপ মারা গেছেন

র‍াস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। 

আরো পড়ুন:

৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।” 

দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।” 

তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” 

পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
  • গাজায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার: জাতিসংঘ
  • গ্রাহকের কাছে পেয়ারা খেতে চায় জনতা ব্যাংকের কর্মকর্তা
  • গল্পটা এই ক্লাসরুম থেকেই শুরু: ইরফান সাজ্জাদ
  • রাশিয়ায় এক বাঙালি বিপ্লবীর খোঁজে
  • আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
  • দুবাইয়ে বিকৃত যৌন ব্যবসা চক্রের প্রধানকে চিহ্নিত করল বিবিসির এক অনুসন্ধান
  • মহানবী (সা.)–এর ইন্তেকালের পরে শাসন নিয়ে যা ঘটেছে
  • কুবিতে নতুন ১৮ বিভাগ ও ৪ ইনস্টিটিউট চালুর সুপারিশ
  • সংগীতশিল্পী দীপ মারা গেছেন