রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারীশিক্ষার্থীকে উচ্চশিক্ষায় সহায়তায় ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি চালু করেছে ব্র্যাক ব্যাংক। ৩০০ নারীশিক্ষার্থী পাবেন এই শিক্ষাবৃত্তি। গত রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এ–সংক্রান্ত চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব ও ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন।

ব্র্যাক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপাচার্য বলেন, ‘ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ আমাদের নারীশিক্ষার্থীদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এই বৃত্তি আর্থিক সহায়তার চেয়ে বেশি কিছু। এটি আমাদের শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে, তাঁদের আরও বড় স্বপ্ন দেখতে শেখাবে এবং তাঁদের শিক্ষা ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

শিক্ষাবৃত্তি সম্পর্কে সাব্বির হোসেন বলেন, ‘ব্র্যাক ব্যাংকে আমরা এটা মনেপ্রাণে বিশ্বাস করি যে নারী শিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। “অপরাজেয় তারা” শিক্ষাবৃত্তির মাধ্যমে আমরা শিক্ষাব্যবস্থায় বিদ্যমান জেন্ডার–বৈষম্য দূর করার পাশাপাশি আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যাতে পিছিয়ে না পড়েন, সেটিও নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুনহার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ’র সুযোগ বাংলাদেশিদের ১৭ ফেব্রুয়ারি ২০২৫

‘অপরাজেয় তারা’ হলো নারীশিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রায় ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া এই শিক্ষাবৃত্তি চালু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। ২০১১ সাল থেকে প্রথম আলো ট্রাস্টের সঙ্গে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক। বর্তমানে এই শিক্ষাবৃত্তির সুবিধাভোগীর সংখ্যা দুই হাজারের বেশি। বিজ্ঞপ্তি

আরও পড়ুনরোমানিয়ায় বৃত্তি নিয়ে পড়াশোনা, সুযোগ-সুবিধা ও আবেদনের পদ্ধতি জেনে নিন৮ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই শ ক ষ ব ত ত অপর জ

এছাড়াও পড়ুন:

অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ