ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্যোগ নিয়েছে শাখা ছাত্রদল।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর এলাকায় কর্মসূচির প্রথমদিনে পরিচ্ছন্নতার অভিযান শুরু করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ প্রমুখ।

কর্মসূচির ‍শুরুতে তারা শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন। পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা ক্যাম্পাসের ঝাল চত্বর, মুক্ত বাংলা, প্রধান ফটক, ডায়না চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ করেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “নিরাপদ ক্যম্পাসই ছাত্রদলের অঙ্গীকার। নিজেকে ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। এতে ছাত্রদলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আমরা দুই দিনব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছি। ভবিষ্যতেও আমরা ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।”

তিনি বলেন, “পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে ডাস্টবিন ব্যবহার করতে দিয়েছেন, আমরা সবাই যেন তার যথাযথ ব্যবহার করি। খুব শীঘ্রই আমরা ছাত্রদলের পক্ষ থেকেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করব।

ঢাকা/তানিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’

লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।

উপকরণ

ঠান্ডা পানি: ৫০০ মিলি

ভাজা শুকনা মরিচ: ২টি

লেবু: ১টি (রস করে নেওয়া)

সরিষার তেল: ১ টেবিল চামচ

রসুন কুচি: ১ চা চামচ

লবণ: স্বাদমতো

প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর  হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।

দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।

সূত্র: শিউলি কিচেন

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ