হামলায় জড়িত ব্যক্তিদের বিচার, উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবি আদায়ে ঢাকায় এসেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। এসব দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছেন তাঁরা। আজ রোববার দুপুরে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেন। পরে শহীদ মিনারে গিয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শিক্ষার্থীরা।

এর আগে কুয়েট থেকে দুটি বাসে ৮২ জন শিক্ষার্থী আজ ঢাকায় আসেন। বিকেলে শহীদ মিনারে সমবেত হয়ে এই শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের ব্যর্থতার কারণে ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এই ব্যর্থতার দায়ে উপাচার্যকে পদত্যাগ করতে হবে। যত দিন ক্যাম্পাসকে তাঁরা নিরাপদ মনে করবেন না, তত দিন তাঁরা ক্যাম্পাসে ফিরবেন না।

১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে।

আজ শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলাকারীদের চিহ্নিত করে দেওয়ার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। হামলাকারীরা শনাক্ত হলেও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে প্রশাসন ঢালাও মামলা করেছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢালাও মামলাটি তাঁদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ