হামলায় জড়িতদের বিচার ও উপাচার্যের পদত্যাগের দাবি নিয়ে ঢাকায় কুয়েট শিক্ষার্থীরা
Published: 23rd, February 2025 GMT
হামলায় জড়িত ব্যক্তিদের বিচার, উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবি আদায়ে ঢাকায় এসেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। এসব দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছেন তাঁরা। আজ রোববার দুপুরে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেন। পরে শহীদ মিনারে গিয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শিক্ষার্থীরা।
এর আগে কুয়েট থেকে দুটি বাসে ৮২ জন শিক্ষার্থী আজ ঢাকায় আসেন। বিকেলে শহীদ মিনারে সমবেত হয়ে এই শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের ব্যর্থতার কারণে ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এই ব্যর্থতার দায়ে উপাচার্যকে পদত্যাগ করতে হবে। যত দিন ক্যাম্পাসকে তাঁরা নিরাপদ মনে করবেন না, তত দিন তাঁরা ক্যাম্পাসে ফিরবেন না।
১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে।
আজ শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলাকারীদের চিহ্নিত করে দেওয়ার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। হামলাকারীরা শনাক্ত হলেও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে প্রশাসন ঢালাও মামলা করেছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢালাও মামলাটি তাঁদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল
এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।
ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগেভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’
২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা