লেজুড়বৃত্তির ছাত্র রাজনীতির পরিবর্তে ছাত্রদের কল্যাণে গঠনমূলক সুস্থ ধারার ছাত্র রাজনীতির প্রত্যাশা দীর্ঘদিনের। জুলাই-আগস্টে ছাত্রদের আন্দোলনে সেটি আরও জোরালোভাবে সামনে আসে। গণঅভ্যুত্থানের পর এটি বলা চলে, শিক্ষার্থীদের প্রধান দাবি হয়ে উঠেছে। বস্তুত, জুলাই-আগস্টের অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রায় সব ছাত্র সংগঠন অংশ নেয়। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র রাজনীতির দখল ও সন্ত্রাসবাদের পুরোনো ধারা পরিবর্তনে স্বাভাবিকভাবেই জনআকাঙ্ক্ষা তৈরি হয়। ফলে সবাই ভেবেছে, বিদ্যমান ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য তৈরি হবে; সবাই সহাবস্থানের রাজনীতি করবে এবং লেজুড়বৃত্তির পথ পরিহার করবে। কিন্তু দিন যত গড়িয়েছে, সেই প্রত্যাশা তত ক্ষীণ হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটের ১৮ ফেব্রুয়ারির এক ঘটনাই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির অনেক হিসাব পাল্টে দিয়েছে। 

কুয়েটের ঘটনার পর থেকে ছাত্র সংগঠনগুলোর ঐক্যে কেবল ফাটল ধরাই নয়, বরং পরস্পরকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে নানাভাবে ঘায়েল করার প্রতিযোগিতাও যেন শুরু হয়ে গেছে। ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের দূরত্ব এতটাই বেড়েছে, যার মাধ্যমে শিক্ষাঙ্গনে গত দেড় দশকের সন্ত্রাসবাদের চেহারা ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছে। আগে ক্যাম্পাসে দেখা যেত হেলমেট বাহিনী। ছাত্রদের আন্দোলনের সময় মধ্য-জুলাইয়েও দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহযোগী এই হেলমেট বাহিনী কীভাবে ছাত্রছাত্রীদের ওপর চড়াও হয়। মেয়েদের রক্তাক্ত চেহারা সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় তোলে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর সন্ত্রাসী ছাত্র সংগঠন হিসেবে নিষিদ্ধ হয় ছাত্রলীগ।    

কুয়েটের ঘটনার ভয়াবহ দিক হলো, প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার। সেদিন ছাত্রদল নেতাকর্মীর সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেন খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমান। তাঁকে অবশ্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আবার শিক্ষার্থীদের দাবির মুখে কুয়েটে ছাত্র রাজনীতিও বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার পরও শিক্ষার্থীদের প্রতিবাদ থামছে না। খুলনা থেকে রোববার সেখানকার ৮০ জন শিক্ষার্থী ঢাকায় এসেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে। তারা বলছেন, ক্যাম্পাসে এখনও নিরাপদ বোধ করছেন না। কারণ তাদের দাবি পূরণ হয়নি; শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কুয়েটের ঘটনার পর ছাত্র সংগঠনগুলোর মধ্যকার দ্বন্দ্ব ভালোভাবেই সামনে আসে। ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের সংঘাত কেবল কুয়েটেই সীমাবদ্ধ থাকেনি; ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধীরা পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করে। 
কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দিয়েছে। ছাত্রদল এই ছাত্র রাজনীতি বন্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবির এর পক্ষে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন করে যে ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছে, সেখানে তারা ছাত্র রাজনীতির কাঠামো পরিবর্তনের কথা বলছে। সেটা কেমন হবে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নতুন ছাত্র সংগঠনের শীর্ষ পর্যায়ের সম্ভাব্য নেতা আব্দুল কাদের সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘শিক্ষার্থীরা আবাসিক এরিয়া এবং একাডেমিক এরিয়ায় কোনো রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক কাঠামো চায় না। শিক্ষার্থীদের এই কনসার্নকে প্রায়োরিটি দিয়েই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত সাজানো হবে।’ তিনি বলেছেন, ছাত্রাবাস ও শিক্ষার্থীদের হলে রাজনীতি ফিরে গেলে আবারও দাসত্বের ‘কালচার’ ফিরে আসবে।

নতুন বন্দোবস্তের এ ছাত্র রাজনীতি কিংবা সুস্থ ধারার ছাত্র রাজনীতি চালু করার জন্য ছাত্র সংগঠনগুলোর সদিচ্ছা ও ঐক্য জরুরি। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রশিবিরসহ প্রতিটি ছাত্র সংগঠনকেই এটা অনুভব করতে হবে যে, প্রত্যেকের মূল চরিত্র ছাত্র এবং ছাত্রদের জন্যই তারা দল করছে। শিক্ষাঙ্গনে ছাত্রদের অধিকার ক্ষুণ্ন হলে সেখানে তারা অগ্রণী ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের সঙ্গে তারা দেনদরবার করবে। শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিয়ে কোনো আয়োজনে প্রশাসনকে ছাত্র সংগঠনগুলো সহায়তা করবে। পাশাপাশি দেশের স্বার্থেও তাদের কর্মসূচি থাকবে। শিক্ষাঙ্গনে ছাত্র সংগঠনগুলোর পরস্পরের মধ্যে বোঝাপড়া ও সহাবস্থান থাকবে। এর বাইরে লেজুড়বৃত্তি, সন্ত্রাস, চাঁদাবাজি, হল দখল, শিক্ষার্থী নির্যাতন, টেন্ডারবাজি ইত্যাদি ছাত্র সংগঠনের কাজ হতে পারে না। গত দেড় দশকে ছাত্রলীগ এ ধরনের অপরাধের কারণেই সন্ত্রাসী ছাত্র সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়েছে। নতুন করে সেই রাজনীতি শিক্ষাঙ্গনে কেউই দেখতে চায় না।   
সুস্থ ধারার রাজনীতি চালু করার জন্য জরুরি হলো বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র সংসদ চালু করা। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনেক দিন ধরেই আলাপ চলছে। কিন্তু সেখানেও এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। ১৮ ফেব্রুয়ারি সমকালের প্রথম পাতায় প্রকাশিত একটি খবর– ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদলে ‘আটকা’। ছাত্রদল সংস্কারের কথা বলে ছাত্র সংসদ নির্বাচনে আগ্রহ দেখাচ্ছে না। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের যে ধরনের জোর তৎপরতা দরকার, সেটাও অনুপস্থিত। 

অবশ্য সময় এখনও শেষ হয়ে যায়নি। অভ্যুত্থান- পরবর্তী শিক্ষাঙ্গনে নতুন পরিবেশ দেখা যাচ্ছে, যেখানে হলগুলো নিয়ন্ত্রণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল প্রশাসন তাদের নীতি অনুসারে শিক্ষার্থীদের আসন বরাদ্দ দিচ্ছে। এই ব্যবস্থাপনা অবশ্যই টিকিয়ে রাখতে হবে। অন্তর্বর্তী সরকার হওয়ার কারণে কোনো ছাত্র সংগঠন সেখানে নাক গলাতে পারছে না। কিন্তু ভয় হলো, রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাদের ছাত্র সংগঠন পুনরায় লেজুড়বৃত্তির ছাত্র রাজনীতি শুরু করে কিনা। এ ক্ষেত্রে বলার বিষয় হলো, সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ছাত্র সংগঠনগুলোকে বুঝতে হবে। রাজনৈতিক দলগুলোকেও এটি অনুধাবন করতে হবে। পাশাপাশি ছাত্র সংসদ এখনই সক্রিয় করে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়ার মাধ্যমেও লেজুড়বৃত্তির ছাত্র রাজনীতির পথ বন্ধ হতে পারে।

মাহফুজুর রহমান মানিক: 
জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল
mahfuz.

[email protected]

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত র স গঠনগ ল র র ছ ত র র জন ত র ছ ত র স গঠন র জন ত ক ছ ত রদল ন র পর বন দ ব আগস ট ধরন র সরক র

এছাড়াও পড়ুন:

যে পরিকল্পনায় এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো, প্রার্থী হিসেবে আলোচনায় যাঁরা

গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ছয় বছর আগে সর্বশেষ ডাকসু নির্বাচনে বেশির ভাগ পদে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) প্যানেল থেকে জয় পেলেও সহসভাপতির (ভিপি) পদে জয়ী হয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর।

সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই গত বছর বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসনের। এ আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের একটি অংশ এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃত্বে আছেন। তাই নতুন এই বাস্তবতায় ডাকসু নির্বাচনে কোন কোন ছাত্রসংগঠনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এবং কারা সম্ভাব্য প্রার্থী, তা নিয়ে ক্যাম্পাসের রাজনীতিসচেতন শিক্ষার্থীদের কৌতূহল রয়েছে।

গতকাল মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট। আর ভোট গ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।

থাকছে না বয়সের বাধা

সর্বশেষ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। ২৮ বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়স ছিল ৩০ বছর। তবে আসন্ন ডাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হলেই নির্বাচনে প্রার্থী হওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তমতে, এবারের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীরা। ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে, যিনি ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক, স্নাতকোত্তর বা এমফিলে অধ্যয়নরত এবং কোনো আবাসিক হলে অবস্থানরত বা সংযুক্ত।

এ ছাড়া সান্ধ্যকালীন কোর্সের পাশাপাশি পেশাদার বা এক্সিকিউটিভ মাস্টার্স, ডিপ্লোমা, সার্টিফিকেট ও ভাষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরাও ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। একইভাবে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও সংযুক্ত কলেজ বা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

তা ছাড়া ছাত্রত্ব না থাকলে ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। আইনি জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে ডাকসু নির্বাচন আয়োজনে গঠিত নির্বাচন কমিশন।

এবারের ডাকসু নির্বাচন সামনে রেখে ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি দাবি ছিল হলের বাইরে ভোটকেন্দ্র করা। সেই দাবি মেনে ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর বাইরে ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

কেন্দ্রগুলো হলো: এক. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল); ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। দুই. শারীরিক শিক্ষা কেন্দ্র; জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। তিন. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি); রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। চার. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র; বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। পাঁচ. সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিংরুম); স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। ছয়. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র; সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীমউদ্‌দীন হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

যে পরিকল্পনায় এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো

তফসিল ঘোষণার পর ছাত্রসংগঠনগুলোর নিজেদের মধ্যে প্রার্থী নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কাকে কোন পদে প্রার্থী করলে জয় ছিনিয়ে আনা যাবে, চলছে সেসব বিশ্লেষণ। তবে অধিকাংশ ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার দলীয় প্যানেলের চেয়ে সম্মিলিত সাধারণ শিক্ষার্থী প্যানেলের কথা ভাবছে সংগঠনগুলো। নিজ সংগঠনের বাইরে স্বচ্ছ ভাবমূর্তির অনেক প্রার্থীকে তাঁরা নিজেদের প্যানেলে রাখতে চাচ্ছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর হওয়া ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা অভ্যুত্থানে অবদান রাখা প্রার্থীদের কিছুটা এগিয়ে রাখবেন—এমনটা মনে করছে কিছু সংগঠন। এ ছাড়া নারী শিক্ষার্থী, বিজ্ঞান অনুষদগুলোর শিক্ষার্থী, আদিবাসী, সংখ্যালঘু ও অনাবাসিক শিক্ষার্থীদের ভোট প্রার্থীদের জিতে আসার জন্য বড় ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল কেমন হবে, তা দলীয় সিদ্ধান্তের আলোকেই ঠিক করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সম্মিলিত সাধারণ শিক্ষার্থীদের প্যানেল করবে, এমন আলোচনা চলছে। বাম ছাত্রসংগঠনগুলোর পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরও পৃথকভাবে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্যানেল দিতে পারে এমন আলোচনা হচ্ছে।

প্রার্থী হিসেবে আলোচনায় যাঁরা

ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদকসহ (এজিএস) এবার মোট ২৮টি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা। ছাত্রসংগঠনগুলোর দাবির মুখে এবার গবেষণা ও প্রকাশনা সম্পাদক; ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক নামে চারটি নতুন পদ তৈরি করা হয়েছে।

ছাত্রসংগঠনগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা এবং জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত কিছু মুখ সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর গঠিত হওয়া সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্যসচিব জাহিদ আহসান ও মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের প্রার্থী হতে পারেন। আলোচনায় রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদও।

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও বি এম কাওসার, কবি জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর বারী হামিম প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

বাম ছাত্রসংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু ও বিপ্লবী ছাত্রমৈত্রীর জাবির আহমেদের নাম আলোচনায় রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতিতে আসা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম ও বর্তমান সভাপতি এস এম ফরহাদ প্রার্থী হতে পারেন। এ ছাড়া ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লার নামও আলোচনায় রয়েছে।

কে কী বলছেন

নির্বাচন আয়োজনে কালক্ষেপণের অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এরপরও তফসিল ঘোষণায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা তড়িঘড়ি করেছে বলে মনে করছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

নাহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘অংশীজনদের সঙ্গে আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে এবং শিক্ষার্থী নির্যাতনের সঙ্গে জড়িত চিহ্নিত ছাত্রলীগ কর্মী ও ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার পর তফসিল ঘোষণা করা হবে। কিন্তু আমরা সেগুলোর কিছুই দেখিনি। ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের বিষয়েও কোনো প্রকার অগ্রগতি দেখিনি।’

শিক্ষার্থীদের সংস্কার প্রস্তাবের বেশির ভাগই উপেক্ষা করে আগের কাঠামোর মধ্যেই ডাকসু নির্বাচন আয়োজন করা হচ্ছে বলে অভিযোগ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের। সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার প্রথম আলোকে বলেন, ‘অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ডাকসু সংস্কারের প্রস্তাব দেয়। অপরাপর সংগঠনগুলোও সংস্কারের দাবি জানায়। কিন্তু আমরা দেখি, শিক্ষার্থীদের সংস্কার প্রস্তাবের বেশির ভাগই উপেক্ষা করে আগের কাঠামোর মধ্যেই ডাকসু নির্বাচন আয়োজন করা হলো।’

এরপরও ডাকসু নির্বাচনকে সাধুবাদ জানিয়ে শিমুল বলেন, প্রতিবছর নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন প্রত্যাশা করেন তাঁরা। ছাত্র ইউনিয়ন চায়, ডাকসু নির্বাচনে একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং চব্বিশের জুলাইয়ে যাঁরা গণহত্যার সঙ্গে যুক্ত, সেসব সংগঠন এই নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে বিতর্কিত না করুক।

ডাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনার সঞ্চার করেছে বলে মনে করছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের। তিনি বলেন, ‘এই উচ্ছ্বাস যেন আশাহত অবস্থায় রূপ না নেয়, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সচেষ্ট থাকতে হবে। কুচক্রী মহলের ডাকসু বানচালের পাঁয়তারায় প্রশাসনের মধ্যে যেন জুজুর ভয় সঞ্চারিত না হয়, সেটাই আমাদের আহ্বান থাকবে।’

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। তিনি বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা। আমাদের দাবি থাকবে, অনতিবিলম্বে প্রতিটি ক্যাম্পাসেই যেন ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের (সবার জন্য সমান সুযোগ) ওপর প্রশাসনের জোর দেওয়া উচিত বলে মনে করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিপুল অর্থ এবং পেশিশক্তির ব্যবহার করে যাতে কোনো গোষ্ঠী এই নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে, সে ব্যাপারে তাদের ভূমিকা রাখতে হবে। আমরা বিশ্বাস করি, একটা অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের যোগ্য নেতৃত্ব নির্বাচিত করবেন।’

আরও পড়ুনডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর১৭ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • যে পরিকল্পনায় এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো, প্রার্থী হিসেবে আলোচনায় যাঁরা