জাতিসংঘের ভোটাভুটিতে রাশিয়াকে দোষারোপে রাজি হয়নি যুক্তরাষ্ট্র, ইউরোপীয়দের সঙ্গে বিভক্তি
Published: 25th, February 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নাটকীয় রকমের পরিবর্তন এসেছে। এর অংশ হিসেবে গতকাল ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে উত্থাপিত তিনটি প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভক্তি দেখা গেছে।
ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়াকে দায়ী করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। আর এ নিয়েই ইউরোপীয় মিত্রদের সঙ্গে তাদের বিভক্তি দেখা দিয়েছে।
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার পর এমন বিভাজন বাড়ছে। গত সপ্তাহে প্রাথমিক আলোচনা থেকে বাদ রাখায় ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা হতাশ হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে ইউরোপ–সমর্থিত ইউক্রেনীয় প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে মস্কোর আগ্রাসন বন্ধ এবং অবিলম্বে রুশ সেনাদের প্রত্যাহারের দাবিতে ওই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রও সে কাতারে যোগ দিয়েছে।
এরপর যুক্তরাষ্ট্র আরেকটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে। রাশিয়াকে আগ্রাসী উল্লেখ করে ফ্রান্সের নেতৃত্বে সংশোধনী প্রস্তাবটি আনা হয়েছিল। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে এ প্রস্তাব উত্থাপন করা হয়। এ নিয়ে ভোটাভুটি চলার সময় ওয়াশিংটনে অবস্থান করছিলেন মাখোঁ।
১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘে ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। জাতিসংঘের সিদ্ধান্ত মেনে চলাটা বিশ্ব সম্প্রদায়ের জন্য আইনত বাধ্যতামূলক নয়। তবে একে বিশ্ব মতামতের ব্যারোমিটার হিসেবে দেখা হয়।
গতকাল সোমবার// জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র তার মূল খসড়াতে ভোটাভুটির জন্য উপস্থাপন করে। নিরাপত্তা পরিষদ অপেক্ষাকৃত ক্ষমতাধর। সেখানে পাস হওয়া প্রস্তাবগুলো আইনত বাধ্যতামূলক এবং রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের এ ক্ষেত্রে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। ১৫ সদস্যের পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১০টি। ৫টি ইউরোপীয় দেশ ভোটদানে বিরত ছিল। এ পাঁচ দেশ হলো যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া।
বিরোধপূর্ণ প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উদ্ভূত উত্তেজনাকেও প্রতিফলিত করছে। যুদ্ধ চলাকালে ইউক্রেনে নির্বাচনের আয়োজন না করায় ট্রাম্প ক্রমাগত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে যাচ্ছেন। তিন বছরের ওই যুদ্ধ শুরুর জন্য কিয়েভকে দায়ী করে মিথ্যা অভিযোগও তুলেছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, সংঘাত অবসানে আলোচনার জন্য তাঁকেই দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে তিনি মনে করেন। না হলে নেতৃত্ব না থাকাজনিত ঝুঁকি থেকে যায়। জবাবে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার ছড়ানো অপতথ্যের জগতে বসবাস করছেন।’
কূটনৈতিক এ টানাপোড়েন চলার মধ্যে যুক্তরাষ্ট্র সফরে আছেন মাখোঁ। আগামী বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্র সফরে যাবেন। এ দুই দেশই যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। এক মাস আগেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মতৈক্য ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘে এখন তাদের অবস্থান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
গতকাল সাধারণ অধিবেশনে উত্থাপিত ইউক্রেনীয় প্রস্তাবের পক্ষে ৯৩টি ভোট পড়েছে। আর বিপক্ষে ভোট পড়েছে ১৮টি। ৬৫ জন ভোটদানে বিরত ছিলেন। ফলাফলে দেখা গেছে, ইউক্রেনের প্রতি সমর্থন কিছুটা কমেছে। কারণ, গতবার পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটির সময় ১৪০টির বেশি দেশ রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছিল এবং অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছিল।
এরপর পরিষদে মার্কিন খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। রাশিয়া-ইউক্রেন সংঘাতে প্রাণহানির কথা স্বীকার এবং সংঘাতের দ্রুত সমাপ্তি চেয়ে প্রস্তাবটি আনা হয়েছে। পরিষদে ফ্রান্স তিনটি সংশোধনী প্রস্তাব করেছে।
সব কটি সংশোধনী অনুমোদিত হয়েছে। আর প্রস্তাবটি ৯৩-৮ ভোটে পাস হয়েছে। ৭৩ জন ভোটদানে বিরত ছিলেন। প্রস্তাবে ইউক্রেন ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল এবং রাশিয়া ‘না’ ভোট দিয়েছে।
জাতিসংঘের দুটো পরিষদেই উত্থাপিত প্রস্তাবগুলোতে ইউরোপীয় দেশের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও মেক্সিকো সমর্থন দিয়েছে। এ দেশগুলো যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত, তবে হাঙ্গেরি এ কাতারে শামিল হয়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউর প য় ইউক র ন র জন য
এছাড়াও পড়ুন:
রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
আগের দিন রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১১ রানের ইনিংস খেলেই ভারতের সাবেক অধিনায়ককে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন বাবর। পাকিস্তানের সাবেক অধিনায়ক আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে কেড়েছেন আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির রেকর্ড। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের এটি ৪০তম ৫০ ছোঁয়া ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন বাবরের সঙ্গে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি পাওয়া বাবরের ইনিংসে ভর করেই লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিটা ৪ উইকেট জিতেছে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটা পাকিস্তান জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েই সিরিজ জিতল পাকিস্তান।
টসে হেরে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করে ১৩৯ রান। রানটা ৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।
রান তাড়ায় ইনিংসের ১১তম বলে ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাবর ব্যাটিংয়ে নামেন এরপরই। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে ৩৬ রান জুটি গড়া বাবর তৃতীয় উইকেটে সালমান আগাকে নিয়ে ৫২ বলে যোগ করেন আরও ৭৬ রান। ২৬ বলে ৩৩ রান করে পাকিস্তান অধিনায়ক সালমান যখন ফেরেন ২৭ বলে ২০ রান দরকার পাকিস্তানের।
৫ রান যোগ হওয়ার পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বাবর ৪৭ বলে ৯ চারে ৬৮ রান করা বাবর ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১৫ রানের প্রয়োজন মেটাতে গিয়ে আরও ২ উইকেট হারিয়ে জয়ের অপেক্ষা একটু লম্বা করেছে পাকিস্তান।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৩৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস। এ ছাড়া অধিনায়ক ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও অলরাউন্ডার করবিন বশ ২৩ বলে করেন ৩০ রান। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
দুই দল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার ফয়সালাবাদে।
সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৩৯/৯ (হেনড্রিকস ৩৪, বশ ৩০*, ফেরেইরা ২৯, ব্রেভিস ২১; আফ্রিদি ৩/২৬, তারিক ২/২৬, ফাহিম ২/২৮)।পাকিস্তান: ১৯ ওভারে ১৪০/৬ (বাবর ৬৮, সালমান ৩৩, ফারহান ১৯; বশ ২/২৪, উইলিয়ামস ২/২৬)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।