বরগুনার আমতলী উপজেলায় চাওড়া ও হলদিয়া ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে চলে চাওড়া নদীর ওপর নির্মিত সেতুটি গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভেঙে নদীতে পড়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের অন্তত ৩০ হাজার বাসিন্দা। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা দুইজন যাত্রী নিয়ে সেতু পার হচ্ছিল। সেসময় সেতুর দুই তৃতীয়াংশ ভেঙে অটোরিকশা ও যাত্রীসহ নদীতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

আহত অটোযাত্রী মিরাজ মিয়া বলেন, “গাড়িটি সেতুর মাঝ বরাবর পৌঁছালে সেতু ভেঙে নদীতে পড়ে যায়। আমরা কোনমতে প্রাণে বেঁচে ফিরেছি।” 

খোঁজ নিয়ে জানা যায়, ২০০৭-০৮ অর্থ বছরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত চাওড়া নদীর উপর চন্দ্রা আউয়াল নগর এলাকায় আয়রণ সেতু নির্মাণের দরপত্র আহ্বান করে। ওই সেতুর নির্মাণ কাজ পান হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। 

অভিযোগ রয়েছে, সেতুটি দায়সারাভাবে নির্মাণ করার পাঁচ বছরের মাথায় সেতুর মাঝের অবকাঠামো নড়বড়ে হয়ে যায়। গত ১৩ বছর ধরে ওই নড়বড়ে সেতু দিয়ে ঝুঁকি নিয়ে হলদিয়া ইউনিয়ন ও চাওড়াসহ উপজেলার অন্তত ৩০ হাজার মানুষ চলাচল করে আসছেন। 

স্থানীয় বাসিন্দা নাসির হাওলাদার বলেন, “রাতে চিৎকার ও শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি সেতু ভেঙে অটোগাড়ি নদীতে পড়ে গেছে। পরে অটোগাড়ি ও যাত্রীদের কিনারে তুলে আনি। সেতুটি নির্মাণের সময় ঠিকাদার অনিয়মের আশ্রয় নিয়ে নির্মাণ করেছে। ফলে অল্প দিনের মধ্যেই সেতু নড়বড়ে হয়ে পড়ে।”

আউয়াল নগর এলাকার বাসিন্দা মো.

সাগর জানান, এ সেতু কয়েকবার ছোট ছোট মেরামত করা হযেছে। কিন্তু কাজে আসেনি। আমরা এতদিন ঝুঁকি নিয়ে সেতু পার হয়েছি। এখন যোগাযোগ একেবারেই বন্ধ।

 সেতুর দুই তৃতীয়াংশ ভেঙে অটোরিকশা ও যাত্রীসহ নদীতে পড়ে যায়।

বরগুনায় তরমুজ চাষে বিখ্যাত চাওড়া ইউনিয়নের কৃষক মোজাম্মেল, জসিম উদ্দিন, আবুল কালাম, লাভলু মিয়াসহ একাধিক কৃষকরা বলেন, “রমজানে বাজার ধরার জন্য অগ্রিম তরমুজের চাষ করেছে এই এলাকার সব কৃষকরা। কিন্তু সেতুটি ভেঙে পড়ায় দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিকল্প পথে আমতলী মহাসড়কে যেতে চারগুণ পথ ঘুরতে হয়। এতে ভাড়া বেশি পড়ে, তরমুজের দামও বেড়ে যায়।”

কৃষকরা আরও বলেন, “২০২৪ সালের ২২ জুন হলদিয়াহাট সেতুর উপরে ১৬ জন বরযাত্রী নিয়ে মাইক্রোবাস সেতু ভেঙে নদীতে পড়ে যায়। ওই সময় ১০ জন যাত্রী নিহত হন। এই দুটি সেতু ছিল দুই ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম মাধ্যম। জরুরি ভিত্তিতে সেতু নির্মাণ না করলে চরম লোকসানে‌ পড়তে হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, সেতু না থাকায় দুই ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত স্থানটিতে গাডার সেতু নির্মাণের দাবি জানান তারা।

আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই সেতুটি ঝুকিপুর্ণ ছিল। আগেই গাড়ি পারাপারে সকর্তীকরণ নোটিস এবং পিলার দেয়া ছিল।” 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, “খবর পেয়ে উপজেলা প্রকৌশলীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তরমুজ চাষিদের বিষয়টি মাথায় রেখে আমরা পরিকল্পনা করছি।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান বলেন, “সেতু নির্মাণের সময় অনিয়ম থাকতে পারে বলে মনে হয়েছে। এত অল্প দিনের মধ্যেই সেতু ঝুঁকিপূর্ণ হওয়ার কথা নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।” 

তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি দ্রুত সমাধানের। কৃষকদের পাশাপাশি দুই ইউনিয়নের বাসিন্দারা ভোগান্তিতে পড়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

ঢাকা/ইমরান/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ ই ইউন য ন র ৩০ হ জ র তরম জ উপজ ল

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ