সেতু ভেঙে নদীতে, ৩০ হাজার মানুষের দুর্ভোগ
Published: 25th, February 2025 GMT
বরগুনার আমতলী উপজেলায় চাওড়া ও হলদিয়া ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে চলে চাওড়া নদীর ওপর নির্মিত সেতুটি গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভেঙে নদীতে পড়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের অন্তত ৩০ হাজার বাসিন্দা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা দুইজন যাত্রী নিয়ে সেতু পার হচ্ছিল। সেসময় সেতুর দুই তৃতীয়াংশ ভেঙে অটোরিকশা ও যাত্রীসহ নদীতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহত অটোযাত্রী মিরাজ মিয়া বলেন, “গাড়িটি সেতুর মাঝ বরাবর পৌঁছালে সেতু ভেঙে নদীতে পড়ে যায়। আমরা কোনমতে প্রাণে বেঁচে ফিরেছি।”
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৭-০৮ অর্থ বছরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত চাওড়া নদীর উপর চন্দ্রা আউয়াল নগর এলাকায় আয়রণ সেতু নির্মাণের দরপত্র আহ্বান করে। ওই সেতুর নির্মাণ কাজ পান হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা।
অভিযোগ রয়েছে, সেতুটি দায়সারাভাবে নির্মাণ করার পাঁচ বছরের মাথায় সেতুর মাঝের অবকাঠামো নড়বড়ে হয়ে যায়। গত ১৩ বছর ধরে ওই নড়বড়ে সেতু দিয়ে ঝুঁকি নিয়ে হলদিয়া ইউনিয়ন ও চাওড়াসহ উপজেলার অন্তত ৩০ হাজার মানুষ চলাচল করে আসছেন।
স্থানীয় বাসিন্দা নাসির হাওলাদার বলেন, “রাতে চিৎকার ও শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি সেতু ভেঙে অটোগাড়ি নদীতে পড়ে গেছে। পরে অটোগাড়ি ও যাত্রীদের কিনারে তুলে আনি। সেতুটি নির্মাণের সময় ঠিকাদার অনিয়মের আশ্রয় নিয়ে নির্মাণ করেছে। ফলে অল্প দিনের মধ্যেই সেতু নড়বড়ে হয়ে পড়ে।”
আউয়াল নগর এলাকার বাসিন্দা মো.
সেতুর দুই তৃতীয়াংশ ভেঙে অটোরিকশা ও যাত্রীসহ নদীতে পড়ে যায়।
বরগুনায় তরমুজ চাষে বিখ্যাত চাওড়া ইউনিয়নের কৃষক মোজাম্মেল, জসিম উদ্দিন, আবুল কালাম, লাভলু মিয়াসহ একাধিক কৃষকরা বলেন, “রমজানে বাজার ধরার জন্য অগ্রিম তরমুজের চাষ করেছে এই এলাকার সব কৃষকরা। কিন্তু সেতুটি ভেঙে পড়ায় দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিকল্প পথে আমতলী মহাসড়কে যেতে চারগুণ পথ ঘুরতে হয়। এতে ভাড়া বেশি পড়ে, তরমুজের দামও বেড়ে যায়।”
কৃষকরা আরও বলেন, “২০২৪ সালের ২২ জুন হলদিয়াহাট সেতুর উপরে ১৬ জন বরযাত্রী নিয়ে মাইক্রোবাস সেতু ভেঙে নদীতে পড়ে যায়। ওই সময় ১০ জন যাত্রী নিহত হন। এই দুটি সেতু ছিল দুই ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম মাধ্যম। জরুরি ভিত্তিতে সেতু নির্মাণ না করলে চরম লোকসানে পড়তে হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, সেতু না থাকায় দুই ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত স্থানটিতে গাডার সেতু নির্মাণের দাবি জানান তারা।
আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই সেতুটি ঝুকিপুর্ণ ছিল। আগেই গাড়ি পারাপারে সকর্তীকরণ নোটিস এবং পিলার দেয়া ছিল।”
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, “খবর পেয়ে উপজেলা প্রকৌশলীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তরমুজ চাষিদের বিষয়টি মাথায় রেখে আমরা পরিকল্পনা করছি।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান বলেন, “সেতু নির্মাণের সময় অনিয়ম থাকতে পারে বলে মনে হয়েছে। এত অল্প দিনের মধ্যেই সেতু ঝুঁকিপূর্ণ হওয়ার কথা নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি দ্রুত সমাধানের। কৃষকদের পাশাপাশি দুই ইউনিয়নের বাসিন্দারা ভোগান্তিতে পড়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
ঢাকা/ইমরান/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ ই ইউন য ন র ৩০ হ জ র তরম জ উপজ ল
এছাড়াও পড়ুন:
অস্ত্র দিয়ে ডাকাত তকমা, উদ্ধার করল নৌবাহিনী
নোয়াখালীর হাতিয়ায় ডাকাত তকমা দিয়ে দু’জনকে পিটিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। হাতে ধরিয়ে দেওয়া হয় দেশীয় অস্ত্র। ছবি তুলে ও ভিডিও করে ছেড়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। উত্তেজিত জনতা তাদের ঘিরে রাখে। যদিও অনেকেই জানতেন না, ঘটনাটি সাজানো। খবর পেয়ে নৌবাহিনীর একটি দল আহত দু’জনকে উদ্ধার করে। সোমবার রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী বাজারে এ ঘটনা ঘটে। রাতেই তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
উদ্ধার দু’জন হলেন জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চরহেয়ার এলাকার মজিবুল হকের ছেলে আরিফ হোসেন এবং একই ইউনিয়নের মোল্লাবাজার এলাকার মো. আশরাফের ছেলে মো. আসিফ। এদের মধ্যে আরিফ পেশায় রিকশাচালক।
স্থানীয়রা জানান, জাহাজমারা আমতলী বাজারের পশ্চিম পাশে রাস্তার চর দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এক পক্ষের নেতৃত্ব দেন জহির চেরাং, অন্য পক্ষের নেতৃত্ব দেন কাউসার। কাউসারপক্ষ অনেক দিন থেকে চরটির দখল নিয়ে আছে। ঘটনার দিন সোমবার বিকেলে জহির চেরাংয়ের লোকজন চরটির দখল নেওয়ার জন্য সংঘবদ্ধ হয়। পরে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে পালিয়ে গেলেও দু’জনকে ধরে তারা বাজারে নিয়ে আসে। পরে ওই দু’জনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পরিকল্পিতভাবে ডাকাত নাটক সাজানো হয়।
ছবি তুলে ও ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ায় সেখানে উৎসুক জনতা ভিড় করে। খবর পেয়ে নৌবাহিনীর একটি দল অবরুদ্ধ দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নৌবাহিনী ও পুলিশের দুটি গোয়েন্দা দলের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।
আসিফের বাবা আশরাফ জানান, তাঁর ছেলের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি পর্যন্ত নেই। অথচ তাঁকে ডাকাত বানানোর চেষ্টা করা হয়েছে। তাঁর ছেলে নিরপরাধ দাবি করেন তিনি।
আমতলী বাজার বণিক সমিতির সভাপতি মো. লিটন জানান, চরের আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দু’জনকে আটক করা হয়। পরে নৌবাহিনী এসে তাদের নিয়ে যায়। তারা ডাকাতির সঙ্গে জড়িত কিনা, তাঁর জানা নেই।
হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, উদ্ধার দু’জনের বিরুদ্ধে ডাকাতির সঙ্গে জড়িত থাকার যে তথ্য দেওয়া হয়েছে, তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।