গত ২৩ জানুয়ারি ঘোষণা করা হয় ৯৭তম অস্কারের মনোনয়নপ্রাপ্তদের তালিকা। সেরা সিনেমা বিভাগে মনোনয়ন পায় ১০টি সিনেমা। এগুলো হলো— ‘আনোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, ‘কনক্লেভ’, ‘ডুন: পার্ট টু’, ‘এমিলিয়া পেরেজ’, ‘আই এম স্টিল হেয়ার’, ‘নিকেল বয়েজ’, ‘দ্য সাবস্ট্যান্স’, ‘উইকেড’।
বাংলাদেশ সময় ৩ মার্চ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল এবারের অস্কার আসর। সেরা সিনেমার পুরস্কার কার বরাতে, তা নিয়ে ছিল নানা জল্পনা। চূড়ান্ত আসর বসার আগেও ভবিষ্যদ্বাণী করেছেন চলচ্চিত্র সমালোচকরা। তারা মনোনয়ন পাওয়া ১০টি থেকে ৪টি সিনেমা চূড়ান্ত করেন। তাদের অনুমান ছিল— ‘আনোরা’, ‘কনক্লেভ’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘এমিলিয়া পেরেজ’। এই চার সিনেমার মধ্যে থেকে একটি জিতবে সেরার পুরস্কার। সর্বশেষ ঝলমলে সন্ধ্যায় সবাইকে পেছনে ফেলে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় ‘আনোরা’।
‘আনোরা’ সিনেমা পরিচালনা করেছেন শন বেকার। এ সিনেমার জন্যই সেরা পরিচালক হিসেবে অস্কার পেয়েছেন শন, মাইকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী। সেরা মৌলিক চলচ্চিত্রের পুরস্কারও সিনেমাটির দখলে। চিত্রনাট্য রচনা করেছেন শন বেকার। সেরা সম্পাদনার পুরস্কারও পেয়েছে সিনেমাটি।
আরো পড়ুন:
অস্কারে বাজিমাত করলেন যারা
সস্ত্রীক অস্কারজয়ী অভিনেতার মরদেহ উদ্ধার
কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে একজন স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। তারপর দুজন বিয়ে করেন। কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প বলেছেন শন। সিনেমাটিতে স্ট্রিপ ড্যান্সারের চরিত্র রূপায়ন করেছেন মাইকি ম্যাডিসন।
গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতে নেয় ‘আনোরা’। মূলত, সেই সময় থেকেই আলোচনায় রোমান্টিক-কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমা।
শন বেকারের সঙ্গে ‘আনোরা’ প্রযোজনা করেছেন নির্মাতার স্ত্রী সামান্থা কোয়ান। ২০২৩ সালে নিউ ইয়র্কে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়। ২০২৪ সালের ২১ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। প্রদর্শনীর পর ১০ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায় এটি।
গত বছরের ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘আনোরা’। দর্শকরা সিনেমাটি দেখতে চাইলে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে দেখতে পারবেন। আগামী ১৭ মার্চ থেকে জিও হটস্টারে সিনেমাটি দেখতে পাবেন দর্শকরা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চলচ চ ত র কর ছ ন
এছাড়াও পড়ুন:
পূজাকে ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।
সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য।
সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।
এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।
তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।
এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।