কুষ্টিয়ায় প্লাস্টিকের বস্তার ব্যাপক ব্যবহার
Published: 4th, March 2025 GMT
পরিবেশগত ঝুকি উপেক্ষা করে কুষ্টিয়ায় চাল বাণিজ্যে প্লাস্টিকের বস্তার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। ব্যবসায়ীরা এখন প্লাস্টিকের বস্তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। অথচ প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই।
সরেজমিনে দেখা যায়, জেলার বড় বড় মোকাম ও ব্যবসায়িক হাটগুলোতে প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেটজাত করা হচ্ছে। এ বস্তাগুলো ব্যবহারের পর যেখানে-সেখানে ফেলে দেওয়া হচ্ছে। যা মারাত্মক পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ব্যবস্থাপনার কঠোর বিধান থাকলেও কুষ্টিয়ায় তা কার্যকর হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের স্থানীয় দফতর থেকেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
আরো পড়ুন:
ভারত থেকে এলো ১৬ হাজার ৪০০ টন চাল
ভিয়েতনাম থেকে কেনা হচ্ছে এক লাখ মেট্রিক টন চাল
জেলার মিরপুর উপজেলার আমলা বাজারের চাল ব্যবসায়ী মামুনুল হক ডায়মন্ড বলেন, প্লাস্টিকের বস্তা তুলনামূলকভাবে সস্তা ও দীর্ঘস্থায়ী হওয়ায় তারা এটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। আরেক ব্যবসায়ী সুফী আল আসাদ বিপ্লব বলেন, “আমরা বিকল্প চটের বস্তা পেলে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করব। কিন্তু সরকার যদি সাশ্রয়ী মূল্যে বিকল্প ব্যবস্থা না করে তাহলে আমরা কীভাবে পরিবর্তন করব?’’
পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান বলেন, ‘‘আমরা বিষয়টি নজরে রেখেছি। শিগগিরই অভিযান পরিচালনা করে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’ তবে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায় না।
পরিবেশ বিশেষজ্ঞ গৌতম কুমার রায় বলেন, “চালের মতো খাদ্যপণ্য প্লাস্টিকের বস্তায় সংরক্ষণ করা হলে তা জনস্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য হিসেবে নদী-নালা ও জলাশয়ে জমা হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।’’
তিনি আরো বলেন, শুধু আইন প্রয়োগ করলে হবে না, পাশাপাশি ব্যবসায়ীদের জন্য সহজলভ্য ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি। এছাড়া জনসচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসন ও পরিবেশ সংরক্ষণ সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ দরকার।
কুষ্টিয়ার পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে প্লাস্টিক দূষণ মারাত্মক হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রশাসনের নিষ্ক্রীয়তার কারণে ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছেন, যা সামগ্রিকভাবে পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র ব যবস থ ব যবস য় ক র যকর পর ব শ
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত