মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের নামে গত পাঁচ বছরে প্রায় ২৫০ কোটি টাকা লুটপাট ও ভাগাভাগি হয়েছে। চলতি অর্থবছরেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ধারাবাহিকতায় ভাগবাটোয়ারা হয়েছে প্রকল্পের ৪৮ কোটি টাকার কাজ। পার্থক্য হলো– আগে তিন জেলার আওয়ামী লীগের এমপি ও নেতারা ভাগাভাগি করলেও এবার বিএনপি, যুবদল নেতা ও সমন্বয়করা মিলে কাজের ভাগ নিয়েছেন।
জানা গেছে, এবার ভিন্ন প্রেক্ষাপটে কৌশলে ভাগাভাগি হয়েছে। আওয়ামী লীগ নেতাদের লাইসেন্সে কাজ নিয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদল থেকে শুরু করে সমন্বয়করা পর্যন্ত। কাজের বড় অংশ এবার বিএনপির লোকজন পেয়েছেন। এমনকি সমন্বয়কদের ম্যানেজ করে আওয়ামী লীগের 
নেতারা কাজ পেয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। সরকারি দপ্তরে চাকরি করেও কাজ পেয়েছেন কেউ কেউ।
কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সূত্র জানায়, সেচ প্রকল্পটি কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় বিস্তৃত। অনিয়ম-দুর্নীতির কারণে প্রকল্পের উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এরই মধ্যে দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জব্দ করা হয়েছে আগের 
কিছু নথিপত্র।   
বিএডিসির অধীন মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পটি ২০২০ সালে শুরু হয়। প্রকল্পে মোট বরাদ্দ দেওয়া হয় ২৪৮ কোটি টাকা। বিগত চার অর্থবছরে ২০০ কোটি টাকা খরচ দেখানো হয়েছে। আর চলতি বছর ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা। চলতি জুনে শেষ হবে প্রকল্পটি। কুষ্টিয়াসহ তিন জেলায় বিএডিসির তালিকাভুক্ত  তিন শতাধিক লাইসেন্স আছে। যার ৯৯ ভাগই আওয়ামী লীগ নেতাদের দখলে। 
শুরু থেকেই প্রকল্পটি ভাগাভাগির প্রকল্প হিসেবে পরিচিতি পায়। প্রকল্প পরিচালক (পিডি) ও নির্বাহী প্রকৌশলী হিসেবে মাহবুব আলমকে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। সে সময় কাজ ভাগ করে দিতেন পিডি মাহবুব। কুষ্টিয়া সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মাহবুবউল-আলম হানিফ ও তাঁর ভাই আতাউর রহমান আতা, মেহেরপুরে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও তাঁর ভাই সরফরাজ হোসেন মৃদুল এবং চুয়াডাঙ্গার সাবেক এমপি সেলুন জোয়ার্দ্দার ছাড়াও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ভাগ নিতেন।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কুষ্টিয়ার মিরপুরের ঠিকাদার লালু মিয়া। তিনি প্রতিবছর একাই বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৪০ থেকে ৫০টি করে কাজ নিয়েছেন। চলতি বছরেও ৩০ থেকে ৪০টি কাজ একাই করছেন। আরেক ঠিকাদার ঝিনাইদহের কামরান হোসেনও একই সুবিধা নিয়েছেন।
জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান পিডি আলী আশরাফ ৪৮ কোটি টাকার কাজ নিয়ে প্রথম দিকে কিছুটা বিপাকে পড়েন। তাঁর অফিস ঘেরাও করেন বিএনপি-যুবদল ও ছাত্রদলের কিছু নেতা। জামায়াতের নেতারাও দেখা করেন। ১৮০টি গ্রুপের কাজ টেন্ডারের জন্য দরপত্র আহ্বান করা হয়। পরে দেখা যায়, বেশির ভাগ কাজ নিয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতারা।
বর্তমান পিডি আলী আশরাফের বিরুদ্ধে কাজ ভাগাভাগি ছাড়াও নানা অনিয়মের অভিযোগ মিলেছে। জানা গেছে, পিডি অফিসিয়াল কাগজে-কলমে সব ঠিকঠাক করে একটি লাইসেন্সে সর্বনিম্ন দর দেখিয়ে কাজ দিচ্ছেন। আর অগ্রিম টাকা নিচ্ছেন ঠিকাদারদের কাছ থেকে। এভাবে দৃশ্যপটে হাজির হচ্ছেন আওয়ামী লীগ নেতারাও। 
জানা গেল, শহর আওয়ামী লীগ নেতা তাইজাল আলী খানের ছেলে রনি খানের প্রতিষ্ঠান খান ট্রেডার্স। এই প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে ছাত্রদল নেতা কাজ পেয়েছেন। এ ছাড়া ছাত্রদল নেতারা আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনের লাইসেন্সও ব্যবহার করেছেন। সাবেক সচিবের ভাগিনা মিন্টু একাধিক কাজ পেয়েছেন। সাবেক এমপি কামারুল আরেফিন ও হানিফের ভাই আতা ছাড়া বাকি আওয়ামী লীগ নেতাদের লাইসেন্স ব্যবহার করে কাজ নিয়েছেন বিএনপি নেতারা। কয়েকজন চরমপন্থি নেতাও কাজ পেয়েছেন।
আওয়ামী লীগ নেতাদের লাইসেন্সে কাজ নেওয়ার বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। আমরা চাই, প্রতিযোগিতামূলক কাজ হোক। অতীতে আওয়ামী লীগের লোকজন ইচ্ছামতো কাজ নিয়েছেন। তবে আমরা দলীয়ভাবে দরপত্র নিয়ন্ত্রণের বিপক্ষে। আমরা চাই, সাধারণ ঠিকাদাররা কাজ পান।
প্রকল্পের কাজের বিষয়ে অফিসে গিয়ে তথ্য চাইলে পিডি আলী আশরাফ সময় চেয়ে নেন। পরে আর তথ্য দেননি। পরে এ প্রতিবেদকের কাছে লোক পাঠিয়ে কাজ নেওয়ার প্রস্তাব দেন। পিডি বলেন, ‘ভাই এসব নিউজ করার দরকার নেই। আমার সঙ্গে কথা বলেন। আপনাদের নেতাদের সঙ্গে কথা হয়েছে। আসেন বসে ঠিক করে নিই।’
দুদক কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, ‘সেচ উন্নয়ন প্রকল্পের নামে অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেছে। আমরা নথিপত্র হাতে পেয়ে কাজ শুরু করেছি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ প রকল প র ন ব এনপ ছ ত রদল ৪৮ ক ট সমন ব আওয় ম য বদল সরক র

এছাড়াও পড়ুন:

অফিসে আপনি কি ১১ ঘণ্টার বেশি কাজ করেন

প্ল্যান ওয়ান জার্নালে প্রকাশিত একটি গবেষণা নিয়ে চলছে আলোচনা। সেখানে দুই হাজার ফুলটাইম কর্মজীবীর ওপর একটা জরিপ পরিচালনা করা হয়। পেশাগত কাজ বা চাপের সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে পরিচালিত গবেষণাটি থেকে পাওয়া গেছে চমকপ্রদ তথ্য।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যাঁরা কর্মক্ষেত্রে ১১ ঘণ্টা বা তার বেশি কাজ করেন, তাঁদের খাদ্যাভ্যাস তুলনামূলকভাবে অস্বাস্থ্যকর, তাঁরা অন্যদের তুলনায় মানসিক চাপে ভোগেন বেশি। ঠিকমতো পানি খাওয়ার প্রবণতা কম। পরিবার, প্রকৃতি ও পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানোর প্রবণতাও কম। কম ঘুমান। আর যেকোনো মানসিক আঘাত থেকে সেরে ওঠার পর্যাপ্ত সময় বা সুযোগ পান না। এই মানুষেরাই বেশি হতাশায় ভোগেন।

শুধু তা-ই নয়, দ্রুত বুড়িয়ে যাওয়া এবং হৃদ্‌রোগ ও স্ট্রোকের মতো কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। যাঁরা ১১ ঘণ্টা বা তার বেশি সময় অফিস করেন, তাঁদের মধ্যে কর্মক্ষেত্রে অসুস্থ হয়ে যাওয়ার সংখ্যাও অনেক।

আরও পড়ুন২৫ বছর ধরে অফিসে যাননি তিনি১৩ মার্চ ২০২৫যদি ১১ ঘণ্টা কর্মক্ষেত্রে থাকতেই হয়, তাহলে যেসব বিষয় খেয়াল রাখবেন

রাতে ৮ ঘণ্টা ঘুমাতেই হবে। তাতে শরীর ও মস্তিষ্ক দিনের শারীরিক ও মানসিক পরিশ্রমের ধকল কাটিয়ে ওঠার সুযোগ পাবে।

কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন। সবুজের দিকে তাকান। ডেস্কে গাছ রাখতে পারেন। উঠে একটু হাঁটুন। ব্যায়াম করুন। সহকর্মীর সঙ্গে চা খেতে খেতে গল্প করুন। গবেষণা জানাচ্ছে, ছোট ছোট বিরতি কাজে মনোযোগ পুনঃস্থাপন করতে সাহায্য করে এবং কাজের গুণমান বাড়ায়।

দুপুরে খাওয়ার পর একটা ন্যাপ নিতে পারেন।

২ লিটারের একটা বোতলে পানি রাখবেন। প্রতিদিন ১ বোতল পানি অবশ্যই শেষ করবেন। তা ছাড়া পানি, শরবত, জুস, ডাবের পানি, তরমুজ, শসা, আনারস ইত্যাদি খাবেন। হাইড্রেটেড থাকলে এনার্জি ধরে রেখে কাজ করা সহজ হয়।

প্রক্রিয়াজাত খাবার, কার্বোনেটেড ড্রিংক, চিনিযুক্ত খাবার বাদ দিন। এসব কেবল আপনার ক্লান্তি বাড়াবে।

আর সম্ভব হলে কর্মক্ষেত্রে কথা বলে আপনার কর্মঘণ্টা ৮ ঘণ্টায় নিয়ে আসতে পারলে তো কথাই নেই।

সূত্র: এনবিসি নিউজ

আরও পড়ুনঅফিসের বাড়তি কাজকে যেভাবে ‘না’ বলবেন১৩ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ