রাজধানীর নিউ ইস্কাটনের বিসিএস প্রশাসন কল্যাণ সমিতি (বিয়াম ফাউন্ডেশন) ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা এখনও রহস্যে ঘেরা। সেদিন প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

এদিকে দগ্ধ গাড়িচালক ফারুক মীর (৪০) বুধবার বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। ২৭ ফেব্রুয়ারি রাতে তিনি দগ্ধ হন। একই ঘটনায় দগ্ধ হয়ে সেদিনই মারা যান বিয়ামের অফিস সহকারী আবদুল মালেক খান।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ্ উদ্দিন সমকালকে বলেন, সেখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেটি এসি বিস্ফোরণ, নাকি অন্য কিছু তা তদন্তের পর বলা যাবে। প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত পায়নি ফায়ার সার্ভিস।

পুলিশ কর্মকর্তারা এখনই সুনির্দিষ্ট কিছু বলতে রাজি নন। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছেন তারা। গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত চলছে।

বিস্ফোরণের দিন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছিলেন, এসি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা। তবে পরে বলা হয়, এসি বিস্ফোরিত হয়েছে নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত শেষে বলা যাবে।

এরই মধ্যে বিয়াম বিবৃতিতে জানায়, বিস্ফোরণের আগে রাত আড়াইটার দিকে মাস্ক ও ক্যাপ পরা এক যুবক ভবনে ঢোকেন, যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। বিস্ফোরণের পর তাকে বের হয়ে যেতে দেখা যায়। সার্বিক পর্যবেক্ষণে তাদের ধারণা, এটি পরিকল্পিত নাশকতা।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ফারুকের শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হওয়ায় শুরু থেকেই আশঙ্কাজনক ছিলেন। বুধবার তাঁর আরও অবনতি হতে শুরু করে। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে মৃত্যু হয়।

ফারুকের ছোট ভাই তোফায়েল মীর জানান, তাদের বাড়ি ভোলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর গ্রামে। বাবার নাম মফিজ মীর। তার ভাই মাস্টার রোলে বিয়াম কার্যালয়ে সচিব পদমর্যাদার কর্মকর্তা মোশারফ হোসেনের গাড়িচালক ছিলেন। ফারুক বিয়াম ভবনেই থাকতেন। আগে তিনি প্রায় ১৫ বছর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়িচালক ছিলেন। তাঁর স্ত্রী ফারজানা আক্তার ফাহিমা, এক মেয়ে ও দুই ছেলে গ্রামের বাড়িতে থাকেন।

গত ২৭ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে বিয়াম ভবনের পঞ্চমতলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনাকে বোমা হামলা দাবি করে ১ মার্চ বিবৃতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ‘ভুল তথ্যের ভিত্তিতে বিবৃতি’ দেওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর, তিন দিনেই জয় রাজশাহীর

জাতীয় ক্রিকেট লিগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনদিনেই জয় পেয়েছে রাজশাহী বিভাগ। ৭ উইকেটে তারা হারিয়েছে খুলনা বিভাগকে। এদিকে সিলেটে সেঞ্চুরির অপেক্ষায় জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। ডানহাতি ব্যাটসম্যান ৯৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

তার ব্যাটে ভর করে ঢাকা বিভাগের বিপক্ষে লড়ছে সিলেট। ঢাকার করা ৩১০ রানের জবাবে সিলেটের ৭ উইকেটে রান ২৬০। ৫০ রানে পিছিয়ে তারা। ১৭০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৯৩ রান করে অপরাজিত আছেন মুশফিকুর। তার সঙ্গে ৫ রানে অপরাজিত আছেন ইবাদত হোসেন। এছাড়া শাহানুর ৩০ ও তোফায়েল ২৭ রান করেন।

আরো পড়ুন:

মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ

স্বীকৃতির ১০ বছর পর জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ

মিরপুরে খুলনার দ্বিতীয় ইনিংসের ব্যাটিংও যুৎসই হয়নি। এবার ২৫৫ রানে থেমে যায় তাদের ইনিংস। ১ উইকেটে ৬৮ রানে দিন শুরু করে তারা। এনামুলের ইনিংস থেমে যায় ৩৪ রানে। মোহাম্মদ মিথুন খুলতে পারেননি রানের খাতা। মিরাজ ৪৮ ও জিয়াউর এবং ইয়াসির মুনতাসির ৩২ রানের দুটি ইনিংস খেলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও তাদের স্কোর বড় হয়নি।

১৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২৫৫ রানের বেশি করতে পারেনি। তাতে ১০৯ রানের লক্ষ্য পায় রাজশাহী। ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল।

হাবিবুর রহমান সোহান ৬৮ বলে ৬২ রান করেন ৪ চার ও ৩ ছক্কায়। ২৫ রান আসে সাব্বির হোসেনের ব্যাট থেকে। সাব্বির রহমান ১২ ও মেহরব ৪ রানে অপরাজিত থেকে জয় নিয়ে ফেরেন। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল তারা।

কক্সবাজারে ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগের ম্যাচ বাজে আউটফিল্ডের কারণে ভেস্তে যায়। একটি বলও মাঠে গড়ায়নি। ২ উইকেট হারিয়ে রংপুরের রান ১৮। এখনও তারা ৫৩৭ রানে পিছিয়ে। ময়মনসিংহ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করে।

পাশের মাঠে ঘণ্টাখানেকের বেশি সময় খেলা হয়েছে। আগের দিনের ২ উইকেটে ১১৫ রানের সঙ্গে ৫১ রান যোগ করেন বরিশাল বিভাগ। খেলা হয়েছে কেবল ১৫ ওভার। জাহিদুজ্জামান খান ৩২ ও সালমান হোসেন ইমন ৭৫ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে এখনও তারা ১৯২ রানে পিছিয়ে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর, তিন দিনেই জয় রাজশাহীর