দিন চারেক আগেই চ্যাম্পিয়নস লিগে ডাচ ক্লাব পিএসভিকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্সেনাল। ফর্মের তুঙ্গে থাকায় সমর্থকরা আশা করছিল রবিবার (৯ মার্চ, ২০২৫) ম্যানচেস্টার ইউনাইটেডকেও হেসেখেলেই হারাবে গানারসরা। তবে হারানো তো পরের কথা, উল্টো একটুর জন্য ম্যাচ হেরে যাওয়ার হাত থেকে রক্ষা পেল মিকেল আর্তেতার দল।

অন্যদিকে ঘরের মাঠে এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাণকর্তা হিসেবে আরও একবার আবির্ভূত হলেন মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেজ। প্রথমে গোল করে এগিয়ে দেওয়ার পর সমতায় ফেরে আর্সেনাল। ম্যাচের অন্তিম মুহূর্তে দলকে প্রায় জিতিয়েই ফেলেছিলেন ফের্নান্দেজ। তবে তার শটটি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গানারস গোলরক্ষক ডেভিড রায়া। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচএই পর্তুগিজ তারকার শটটি ড্র হয় ১-১ গোলে। ম্যাচ শেষে ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম বলেছেন, ‘আরও ব্রুনো’ প্রয়োজন।

ঘরের মাঠ অল্ড ট্রাফোর্ডে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে গোল পায় ইউনাইটেড। ম্যাচের ৭৪ মিনিটে সেই গোলটা শোধ করেন আর্সেনাল মিডফিল্ডার দেকলান রাইস। রায়াতে বাধা না পেলে ইউনাইটেড প্রায় জিতেই গিয়েছিল ম্যাচটি।

আরো পড়ুন:

‘শেষ চারে টিকে থাকার যোগ্যতা, আকাশ থেকে পড়বে না’

ম্যানসিটিতে ‘নতুন মেসি’ নিয়ে আসলেন গার্দিওলা 

ফের্নান্দেজের পারফরম্যান্সেই এই মৌসুমে ইউনাইটেড ১৪তম স্থানে থাকতে পেরেছে। অন্যথায় তারা তলানিতে থাকত। চলমান মৌসুমে ইতিমধ্যেই ১২ গোলের পাশাপাশি ১৩ অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার। প্রিমিয়ার লিগে সমান ৭ গোল ও অ্যাসিস্ট।

আমোরিম বলেছেন, ফের্নান্দেজ দলের জন্য সব পজিশনে খেলতে রাজি, “আমি মনে করি (ফের্নান্দেজ) সব সময় এগিয়ে আসে। কখনও-কখনও সে হতাশা প্রকাশ করে ফেলে। আসলে খারাপ মুহুর্তগুলো অন্যদের চেয়ে তাকে বেশি ব্যথিত করে। সে জিততে চায়, বিভিন্ন পজিশনে খেলতে সব সময় প্রস্তুত থাকে। যখন দলকে একটি গোল বা সহায়তার প্রয়োজন হয়, সে সব সময় সেখানে থাকে এবং একটি ভালো উদাহরণ সেট করে।”

ফের্নান্দেজের গুণাবলী এই ৩৯ বছর বয়সী পর্তুগিজ ম্যানেজার স্কোয়াডের বর্তমান এবং সম্ভবত গ্রীষ্মে দলে টানার লক্ষ্যে থাকা ফুটবলারদের উদ্দেশ্য করে বলেছেন, “যে কোনও কোচই যখন খেলোয়াড় আনতে চান, সেরা প্রত্যাশা করেন। আমি যা বলতে পারি তা হলো, আমাদের আরও ব্রুনোর প্রয়োজন, কেবল তার মতো চরিত্র নয়। তার মতো ম্যাচ উপলব্ধি করার ক্ষমতা এবং বল নিয়ে দক্ষতা দেখানোর ক্ষমতাও থাকতে হবে।”

এই ম্যাচ ড্র করার ফ লে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে এক প্রকার বের হয়ে গেল আর্সেনাল। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে, ২৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৫। লিভারপুলের সঙ্গে ব্যবধান তাদের এখন ১৫ পয়েন্টের।

অন্যদিকে স্মরণকালের সবচেয়ে বাজে পারফরম্যান্স করা ম্যানইউ যেন কোনোমতে অবনমন এলাকা থেকে দূরে থাকতে পারলে বাঁচে। ২৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দলটি এখন অবস্থান করছে ১৪তম স্থানে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আর স ন ল

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ 

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। 

আগামী বছরের ১-২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ১২ দলের এই টুর্নামেন্টের ড্র সিডনিতে অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে। যেখানে শক্তিশালী গ্রুপে পড়েছে বাংলাদেশ। 

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। জাঁকজমকপূর্ণ ড্রতে বাংলাদেশ ছিল চার নম্বর প্লটে। সঙ্গী ছিল ইরান ও ভারত। গ্রুপিং ড্রতে টুর্নামেন্টের একমাত্র অভিষিক্ত দল বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় দল নির্বাচিত হয়। 

পরের রাউন্ডে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হয় উজবেকিস্তান। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হয়। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল। 

ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র‌্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র‌্যাঙ্কিং ৫৫)। র‌্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না। 

প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে জুয়েল, অর্থাভাবে অনিশ্চিত ভুটান যাত্রা
  • রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে
  • সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য
  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
  • অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ