সরাইলে পরিবহনশ্রমিকদের হামলায় ‘বৈষম্যবিরোধী’ ৩ ছাত্র আহত, আটক ৬
Published: 17th, March 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাইক্রোবাসের শ্রমিকদের হামলায় তিন ছাত্র আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরাইল উপজেলার প্রধান সমন্বয়কারী হিসেবে পরিচয় দিয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করেছে।
হামলায় আহতরা হলেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইরফান খান (২২), সরাইল সরকারি কলেজের ছাত্র আরিফ মোহাম্মদ নাঈম (২০) ও মোহাম্মদ মোজাম্মেল (২০)। তাঁরা সবাই সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ইরফান খান বাদী হয়ে দ্রুত বিচার আইনে সরাইল থানায় মামলা করেছেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ ও ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরাইল উপজেলার প্রধান সমন্বয়কারী পরিচয় দিয়েছেন ইরফান। নাঈম ও মোজাম্মেলকে আন্দোলনে নিজের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের পারভেজ মিয়া (৩৩) ও রাজীব মিয়া (২৫) নামে দুজন সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের ধরন্তী এলাকা অতিক্রম করছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা আহত হন। বিষয়টি তাঁরা উপজেলা সদরের কয়েকজনকে অবহিত করেন। পরে স্থানীয় লোকজন উপজেলা সদরের হাসপাতাল মোড়ে গিয়ে মাইক্রোবাসটিকে চিহ্নিত করেন। বিষয়টি জানতে মাইক্রোবাস স্ট্যান্ডে যান ইরফান খানসহ তিন ছাত্র। সেখানে মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিক-মালিক সমিতির সভাপতি হেলাল মিয়া ও চালক ভাবন মিয়ার সঙ্গে এই তিন ছাত্রের বাগ্বিতণ্ডা হয়। এ সময় কয়েকজন শ্রমিক ছাত্রদের মারধর করেন এবং ইট দিয়ে আঘাত করেন। এতে তাঁরা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ইরফান খানের বাবা সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উছমান খান প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেসহ তিনজন বিষয়টি জানতে সেখানে গিয়েছিল। সেখানে তাদের মারধর করে ইট দিয়ে মাথায় আঘাত করেছে মাইক্রোবাস স্ট্যান্ডের লোকজন। ওই সময়ে ছাত্রদের ব্যবহৃত মুঠোফোনের সেট ও টাকা ছিনিয়ে নিয়েছে শ্রমিকেরা।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিক-মালিক সমিতির সভাপতি হেলাল মিয়ার মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি
আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি
জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।
ঢাকা/এমআর/রফিক