টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে হানিফ খান ওরফে সোহেল রানা (৪৫) নামে অবসরপ্রাপ্ত এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হানিফ বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, হানিফ মির্জাপুরের তরফপুর চকবাজার এলাকায় একটি গুম ও হত্যা মামলার তদন্তের নাম করে রোববার সেখানে যান। একপর্যায়ে তিনি কৌশলে আসামির কাছে চাঁদা দাবি করেন। তিনি ২ লাখ টাকায় মামলা নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন। তার কথাবার্তা এবং আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন পরিচয় জানতে চান। 

প্রথমে হানিফ নিজেকে টাঙ্গাইল র‌্যাব-১৪ এর সদস্য বলে জানালেও পরে অবসরপ্রাপ্ত আনসার সদস্য বলে স্বীকার করেন। তাঁর সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনতা তাঁকে আটকে রাখেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের ভিড় জমে যায়। এক এক করে তাঁর অপকর্ম প্রকাশ হতে থাকে।

হানিফ আগেও এলাকায় নিজেকে র‌্যাব, পিবিআই ও সেনা সদস্য পরিচয় দিয়েছেন বলে জানিয়েছেন। পুলিশের চাকরি দেওয়া, পাওনা টাকা তুলে দেওয়াসহ বিভিন্ন কাজের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে।

তরফপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাঈদ আনোয়ার বলেন, কয়েকদিন আগে অবসরপ্রাপ্ত এ আনসার সদস্য র‌্যাব পরিচয় দিয়ে মোবাইল ফোনে স্থানীয় কয়েকজনের কাছে টাকা দাবি করেন। রোববার টাকা দেওয়ার কথা বলে কৌশলে তাঁকে এলাকায় আনা হয়। তাঁকে আটকে পুলিশে দেওয়া হয়েছে।

এ ঘটনায় হানিফ খানসহ দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় দুই-তিন জনকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেছেন টাকিয়া কদমা গ্রামের ভুক্তভোগী আমিনুর সিকদার। 

মির্জাপুর থানার ওসি মো.

মোশারফ হোসেন বলেন, জনতার হাতে আটক র‌্যাব সদস্য পরিচয় দেওয়া হানিফের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: আনস র সদস য গ র প ত র কর এল ক য়

এছাড়াও পড়ুন:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন আনসার উদ্দিন খান

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ধারা ৪৯ অনুযায়ী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর (সমন্বয়ক) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আনসার উদ্দিন খান পাঠান ২০২২ সালের ২১ সেপ্টেম্বর অবসরে যান। সে সময় তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন আনসার উদ্দিন খান