হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তভাবে বাতিল করে গাজা উপত্যকায় সর্বাত্মক গণহত্যা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া কেবল সময়ের ব্যাপার ছিল। রাতারাতি ইসরায়েলি সেনাবাহিনী একের পর এক হামলা শুরু করে। যার ফলে এখন পর্যন্ত কমপক্ষে ৪০৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৬২ জন আহত হয়েছেন।

উদাহরণ দেওয়া যাক। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক ঘোষণা করেছেন, ইসরায়েলি আক্রমণ ‘ট্র্যাজেডির ওপর ট্র্যাজেডি যোগ করবে’। আর ‘ইসরায়েল সামরিক শক্তি প্রয়োগ বাড়ালে ইতোমধ্যে বিপর্যস্ত ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর দুর্দশা চরম পর্যায়ে পৌঁছাবে।’ 

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর একমত– ইসরায়েলি আক্রমণ গাজার জনগণের জন্য ‘একটি বড় ট্র্যাজেডি’। তাদের অনেকেই ‘তাঁবুতে ও ধ্বংসাবশেষে দিনযাপন করে।’ তাঁর পক্ষ থেকে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প এক্স-এ মতামত দিয়েছেন, ‘মানবিক সাহায্য অবশ্যই অভাবীদের কাছে পৌঁছাতে হবে এবং সব শত্রুতার স্থায়ী নিরসন করতে হবে।’ সুইজারল্যান্ড ‘অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসা’র আহ্বান জানিয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র গাজায় নতুন করে ইসরায়েলি হামলার নিন্দা করার কোনো প্রয়োজন মনে করেনি। দেশটির পক্ষ থেকে একটি অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখা গেছে, যারা শুরু থেকেই গণহত্যাকে সহায়তা ও উস্কানি দিয়ে আসছে। প্রথমে জো বাইডেন প্রশাসনের অধীনে এবং এখন ডোনাল্ড ট্রাম্প সেই কাজটি করে যাচ্ছেন। 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট নিশ্চিত করেছেন, সর্বশেষ হামলা নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেছে। তিনি আরও বলেন, ট্রাম্প ‘স্পষ্ট করে দিয়েছেন’– হামাস ও ‘যারা কেবল ইসরায়েলকেই নয়, বরং যুক্তরাষ্ট্রকেও ভয়ংকর করে তুলতে চায়, তাদের সবাইকে এর মূল্য দিতে হবে।’ হামাসের প্রতি ট্রাম্পের পূর্ববর্তী হুমকির ব্যাখ্যা করে লিভিট সতর্ক করে বলেছেন, ‘সমগ্র নরক ভেঙে পড়বে।’

তবুও যে কোনো বস্তুনিষ্ঠ মানদণ্ড অনুসারে, গাজা উপত্যকায় ইতোমধ্যে নরক ভেঙে পড়েছে। দৃঢ় মার্কিন সহায়তায় ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত কমপক্ষে ৪৮ হাজার ৫৭৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যখন ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি দুর্বল যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সরকারি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ফেব্রুয়ারিতে গাজায় মৃতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে। এ ছাড়া সব জায়গায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হয়। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে গাজা দৃশ্যত ইসরায়েলি বোমা বর্ষণ থেকে কিছুটা মুক্তি পেলেও, ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের হত্যা ও চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে। সর্বোপরি যুদ্ধবিরতি কখনও ইসরায়েলের কৌশল ছিল না।

মার্চের গোড়ায় যখন ইসরায়েল গাজা উপত্যকায় সব মানবিক সাহায্য বন্ধ করে দেয়, যা জোরপূর্বক অনাহার ও একটি স্পষ্ট যুদ্ধাপরাধের সমান একটি কৌশল। সে সময় যুক্তরাষ্ট্র সাহায্য বন্ধ করার জন্য মূল হোতাদের চিহ্নিত না করে হামাসকে দায়ী করে, যা আমাদের প্রত্যাশা ছিল। ইউরোপীয় ইউনিয়নও হামাসের নিন্দা করে ‘গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের সম্প্রসারণ মেনে নিতে অস্বীকৃতি’র অভিযোগ তোলে। 

যেহেতু ইসরায়েল সরাসরি চুক্তির শর্তাবলি পরিবর্তন করেছে, বাস্তবে এটি হামাসের ‘অস্বীকৃতি’ ছিল না। বরং ইসরায়েল একতরফাভাবে গোলপোস্টগুলো সরিয়েছে, যেমনটি তারা বারবার করেছে। পরবর্তী সময়ে ইইউ উল্লেখ করেছে, ইসরায়েলের ‘গাজায় সব মানবিক সাহায্য প্রবেশ বন্ধ করার সিদ্ধান্তের ফলে আশঙ্কাজনক মানবিক বিপর্যয় ঘটতে পারে।’ এত কিছুর পরও সব দোষ হামাসের। যখন ইসরায়েলের নতুন করে বর্বরতার নিন্দা শোনা যাচ্ছে, তখন এটা বোঝা কঠিন নয়– কেন ইসরায়েল আন্তর্জাতিক আপত্তিগুলো কম গুরুত্ব দেবে। দিন শেষে গাজায় ‘ট্র্যাজেডি’ বন্ধ করার জন্য এই আনুষ্ঠানিকতা ও আবেদন ইসরায়েলের স্বেচ্ছাচারিতা ও গণহত্যা বন্ধ করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না।

ইসরায়েলি সন্ত্রাসে আজকের হতাহতের মধ্যে অনেক শিশুও রয়েছে। ইসরায়েল গাজা উপত্যকার বিভিন্ন পর্যায়ে নতুন করে জোরপূর্বক ভিটে ছাড়ার আদেশ জারি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রক্তদানের জন্য জরুরি আবেদন জারি করেছে। সব মিলিয়ে মনে হচ্ছে, যুদ্ধবিরতি বহাল রাখা নির্বিঘ্নে উপেক্ষা করা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য আরও একটি সুবিধা রয়েছে। তিনি বর্তমানে জালিয়াতি, ঘুষ ও বিশ্বাস ভঙ্গের সঙ্গে জড়িত কমপক্ষে তিনটি দুর্নীতির মামলার মুখোমুখি। আজ টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর নির্ধারিত সাক্ষ্য গ্রহণ ‘গাজায় আকস্মিক হামলা চলমান থাকায় বাতিল’ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মতে, গাজায় নতুন করে অভিযান পরিচালনা নিয়ে সরকারকে ‘জরুরি নিরাপত্তা পরামর্শ’ পরিচালনা করতে সক্ষম করে তোলার জন্য আইন কর্মকর্তারা এই বাতিলকরণকে অনুমোদন করেছেন। গাজা উপত্যকায় আবারও বর্বর ট্র্যাজেডি শুরু হওয়ায় আন্তর্জাতিকভাবে এটি বন্ধ করতে অস্বীকৃতি জানানো নিজেই এক বর্বর ট্র্যাজেডি।

বেলেন ফার্নান্দেজ: আলজাজিরার কলামিস্ট; আলজাজিরা থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ন ইসর য গণহত য ত ন কর র জন য

এছাড়াও পড়ুন:

বিশ্বনেতাদের সতর্ক দৃষ্টির সামনেই ঘটছে গণহত্যা

হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে আলোচকরা বিশ্বনেতাদের সমালোচনা করেছেন। তারা মনে করেন, বিশ্বনেতাদের সতর্ক দৃষ্টির সামনেই ইসরায়েল মানবতার বিরুদ্ধে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। মানুষ হত্যা, ধ্বংসযজ্ঞকে তারা অপরাধ বলে স্বীকারই করে না। কোনো দেশ, সংস্থা এমনকি জাতিসংঘই যদি ইসরায়েলি নিকৃষ্ট হামলার প্রতিবাদ করে, তাহলে তাদের দখলদারদের রোষানলে পড়তে হয়। এমনকি আইসিজেও ইসরায়েলের হাত থেকে রক্ষা পায়নি।

বিবিসি বলেছে, গতকাল দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের প্রধান জেন ডাঙ্গর আইসিজেতে দ্বিতীয় দিনের শুনানিতে বক্তব্য দেন। তিনি বলেন, বিশ্বের নজরদারির অধীনে, ফিলিস্তিনিরা নৃশংসতা, অপরাধ, নিপীড়ন, বর্ণবাদ এবং গণহত্যার শিকার হচ্ছে। ফিলিস্তিনিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কোনো সহায়তা পাচ্ছে না।  

মানবাধিকার সংস্থা ল ফর প্যালেস্টাইনের গভর্নিং কাউন্সিলের সদস্য আনিশা প্যাটেল আলজাজিরাকে বলেন, আইসিজের শুনানি কেবল ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএর ভবিষ্যৎ নিয়েই নয়, এটি ফিলিস্তিনি জনগণের অধিকার এবং অস্তিত্বের ব্যাপার। একদিকে আন্তর্জাতিক আদালতে শুনানি চলেছে, অন্যদিকে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েই যাচ্ছে।  

আলজাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় ৫০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গত ১৮ মাসে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫২ হাজার ৩৬৫ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৭ হাজার ৯০৫ জন আহত হয়েছেন। 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় ‘গণহত্যার লাইভ স্ট্রিমিং’ করছে। বেশির ভাগ জনসংখ্যাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। ইচ্ছা করেই মানবিক বিপর্যয় তৈরি করা হয়েছে। 

আইসিজেতে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ সৌদ আল নাসের গাজায় ‘ইসরায়েলের জঘন্য আচরণের’ নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল আইসিজের রায় উপেক্ষা করার ঘোষণা দিয়ে নিজেকে আইনের ঊর্ধ্বে বিবেচনা করছে। 

এদিকে বাইডেনের কর্মকর্তারা স্বীকার করেছেন, তারা কখনও ইসরায়েলকে যুদ্ধবিরতির জন্য চাপ দেননি। বরং যুদ্ধে বাইডেন প্রশাসনের জড়িত থাকার বিষয়টি প্রমাণ হয়েছে ইসরায়েলি চ্যানেল-১৩-এর এক তদন্ত প্রতিবেদেন।  

গাজায় খাদ্যাভাবে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা নারী-শিশুর করুণ পরিণতি ডেকে আনছে। ৫৫ হাজার প্রসূতি নারীর ২০ শতাংশই অপুষ্টিতে ভুগছেন। ৬০ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি কারাগারে আটক ৫০ জনের বেশি সাহায্যকর্মীকে নির্যাতন করা হয়েছে।  

এদিকে হামাসের সঙ্গে গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার কোনো সম্ভাবনা ইসরায়েলের নেই বলে জানিয়েছেন এক কর্মকর্তা। গাজায় হামলা নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধ ও দ্বন্দ্বের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের শীর্ষ নির্বাহী রোনেন বার।  


  
 

সম্পর্কিত নিবন্ধ

  • অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদনের সময় বৃদ্ধি, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন
  • গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত
  • বিশ্বনেতাদের সতর্ক দৃষ্টির সামনেই ঘটছে গণহত্যা
  • রাখাইনে করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদ হেফাজতের
  • সুদানের এল-ফাশারে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ৪১ বেসামরিক
  • স্বাস্থ্যকর খাদ্যাভাস গড়ে তুলতে চান?
  • ইয়েমেনে মার্কিন হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে নিন্দা ইরানের
  • মার্জিন ঋণ নিতে বিনিয়োগ লাগবে কমপক্ষে ১০ লাখ টাকা
  • পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, ৩ দিনে নিহত ৭১
  • পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ৭১