হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তভাবে বাতিল করে গাজা উপত্যকায় সর্বাত্মক গণহত্যা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া কেবল সময়ের ব্যাপার ছিল। রাতারাতি ইসরায়েলি সেনাবাহিনী একের পর এক হামলা শুরু করে। যার ফলে এখন পর্যন্ত কমপক্ষে ৪০৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৬২ জন আহত হয়েছেন।

উদাহরণ দেওয়া যাক। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক ঘোষণা করেছেন, ইসরায়েলি আক্রমণ ‘ট্র্যাজেডির ওপর ট্র্যাজেডি যোগ করবে’। আর ‘ইসরায়েল সামরিক শক্তি প্রয়োগ বাড়ালে ইতোমধ্যে বিপর্যস্ত ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর দুর্দশা চরম পর্যায়ে পৌঁছাবে।’ 

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর একমত– ইসরায়েলি আক্রমণ গাজার জনগণের জন্য ‘একটি বড় ট্র্যাজেডি’। তাদের অনেকেই ‘তাঁবুতে ও ধ্বংসাবশেষে দিনযাপন করে।’ তাঁর পক্ষ থেকে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প এক্স-এ মতামত দিয়েছেন, ‘মানবিক সাহায্য অবশ্যই অভাবীদের কাছে পৌঁছাতে হবে এবং সব শত্রুতার স্থায়ী নিরসন করতে হবে।’ সুইজারল্যান্ড ‘অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসা’র আহ্বান জানিয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র গাজায় নতুন করে ইসরায়েলি হামলার নিন্দা করার কোনো প্রয়োজন মনে করেনি। দেশটির পক্ষ থেকে একটি অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখা গেছে, যারা শুরু থেকেই গণহত্যাকে সহায়তা ও উস্কানি দিয়ে আসছে। প্রথমে জো বাইডেন প্রশাসনের অধীনে এবং এখন ডোনাল্ড ট্রাম্প সেই কাজটি করে যাচ্ছেন। 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট নিশ্চিত করেছেন, সর্বশেষ হামলা নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেছে। তিনি আরও বলেন, ট্রাম্প ‘স্পষ্ট করে দিয়েছেন’– হামাস ও ‘যারা কেবল ইসরায়েলকেই নয়, বরং যুক্তরাষ্ট্রকেও ভয়ংকর করে তুলতে চায়, তাদের সবাইকে এর মূল্য দিতে হবে।’ হামাসের প্রতি ট্রাম্পের পূর্ববর্তী হুমকির ব্যাখ্যা করে লিভিট সতর্ক করে বলেছেন, ‘সমগ্র নরক ভেঙে পড়বে।’

তবুও যে কোনো বস্তুনিষ্ঠ মানদণ্ড অনুসারে, গাজা উপত্যকায় ইতোমধ্যে নরক ভেঙে পড়েছে। দৃঢ় মার্কিন সহায়তায় ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত কমপক্ষে ৪৮ হাজার ৫৭৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যখন ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি দুর্বল যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সরকারি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ফেব্রুয়ারিতে গাজায় মৃতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে। এ ছাড়া সব জায়গায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হয়। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে গাজা দৃশ্যত ইসরায়েলি বোমা বর্ষণ থেকে কিছুটা মুক্তি পেলেও, ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের হত্যা ও চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে। সর্বোপরি যুদ্ধবিরতি কখনও ইসরায়েলের কৌশল ছিল না।

মার্চের গোড়ায় যখন ইসরায়েল গাজা উপত্যকায় সব মানবিক সাহায্য বন্ধ করে দেয়, যা জোরপূর্বক অনাহার ও একটি স্পষ্ট যুদ্ধাপরাধের সমান একটি কৌশল। সে সময় যুক্তরাষ্ট্র সাহায্য বন্ধ করার জন্য মূল হোতাদের চিহ্নিত না করে হামাসকে দায়ী করে, যা আমাদের প্রত্যাশা ছিল। ইউরোপীয় ইউনিয়নও হামাসের নিন্দা করে ‘গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের সম্প্রসারণ মেনে নিতে অস্বীকৃতি’র অভিযোগ তোলে। 

যেহেতু ইসরায়েল সরাসরি চুক্তির শর্তাবলি পরিবর্তন করেছে, বাস্তবে এটি হামাসের ‘অস্বীকৃতি’ ছিল না। বরং ইসরায়েল একতরফাভাবে গোলপোস্টগুলো সরিয়েছে, যেমনটি তারা বারবার করেছে। পরবর্তী সময়ে ইইউ উল্লেখ করেছে, ইসরায়েলের ‘গাজায় সব মানবিক সাহায্য প্রবেশ বন্ধ করার সিদ্ধান্তের ফলে আশঙ্কাজনক মানবিক বিপর্যয় ঘটতে পারে।’ এত কিছুর পরও সব দোষ হামাসের। যখন ইসরায়েলের নতুন করে বর্বরতার নিন্দা শোনা যাচ্ছে, তখন এটা বোঝা কঠিন নয়– কেন ইসরায়েল আন্তর্জাতিক আপত্তিগুলো কম গুরুত্ব দেবে। দিন শেষে গাজায় ‘ট্র্যাজেডি’ বন্ধ করার জন্য এই আনুষ্ঠানিকতা ও আবেদন ইসরায়েলের স্বেচ্ছাচারিতা ও গণহত্যা বন্ধ করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না।

ইসরায়েলি সন্ত্রাসে আজকের হতাহতের মধ্যে অনেক শিশুও রয়েছে। ইসরায়েল গাজা উপত্যকার বিভিন্ন পর্যায়ে নতুন করে জোরপূর্বক ভিটে ছাড়ার আদেশ জারি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রক্তদানের জন্য জরুরি আবেদন জারি করেছে। সব মিলিয়ে মনে হচ্ছে, যুদ্ধবিরতি বহাল রাখা নির্বিঘ্নে উপেক্ষা করা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য আরও একটি সুবিধা রয়েছে। তিনি বর্তমানে জালিয়াতি, ঘুষ ও বিশ্বাস ভঙ্গের সঙ্গে জড়িত কমপক্ষে তিনটি দুর্নীতির মামলার মুখোমুখি। আজ টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর নির্ধারিত সাক্ষ্য গ্রহণ ‘গাজায় আকস্মিক হামলা চলমান থাকায় বাতিল’ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মতে, গাজায় নতুন করে অভিযান পরিচালনা নিয়ে সরকারকে ‘জরুরি নিরাপত্তা পরামর্শ’ পরিচালনা করতে সক্ষম করে তোলার জন্য আইন কর্মকর্তারা এই বাতিলকরণকে অনুমোদন করেছেন। গাজা উপত্যকায় আবারও বর্বর ট্র্যাজেডি শুরু হওয়ায় আন্তর্জাতিকভাবে এটি বন্ধ করতে অস্বীকৃতি জানানো নিজেই এক বর্বর ট্র্যাজেডি।

বেলেন ফার্নান্দেজ: আলজাজিরার কলামিস্ট; আলজাজিরা থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ন ইসর য গণহত য ত ন কর র জন য

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

আজ বুধবার ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েল এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে গণহত্যা অব্যাহত রেখেছে। তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী সকলকে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

আরো পড়ুন:

ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’

ফিলিস্তিন সংকট সমাধান: সবার দৃষ্টি জাতিসংঘের বিশ্ব সম্মেলনে

পররাষ্ট্র উপদেষ্টা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুর্নব্যক্ত করে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। 

গাজা পুনর্গঠনে আরব পরিকল্পনাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে প্রস্তত রয়েছে। তিনি গাজায় জাতিসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম বাধা দেয়ার যেকোনো প্রচেষ্টা সর্বাত্বকভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।

২০২৩ সালের অক্টোবরের পর হতে গাজায় অব্যাহত ইসরায়েলি আক্রমণের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি একাত্মতা প্রকাশ এবং একটি স্থায়ী সমাধানের পথ সুগম করতে জাতিসংঘের সদস্যদের সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ‘জাতিসংঘ হাইলেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোয়েশ্চেন অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সল্যুশন’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের এই সম্মেলন আয়োজন করা হয়।

এতে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।

ঢাকা/হাসান/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
  • ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষায় পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
  • ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
  • দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি গাজায়
  • গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ছাড়াল
  • গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি রেজাউল করীমের