বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের সাজা সাত বছর
Published: 21st, March 2025 GMT
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মতো অপরাধে জড়ালে সর্বোচ্চ সাত বছর জেল হতে পারে। এ বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে উপদেষ্টা পরিষদ।
গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অধিকতর কার্যকর করার লক্ষ্যে নতুন খসড়া তৈরি করা হয়েছে। এটি গত সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হয়। নীতিগত অনুমোদন দেয় পরিষদ। এর পর অংশীজনের মতামত পর্যালোচনা করা হয়। গতকাল উপদেষ্টা পরিষদ বৈঠকে খসড়া অধ্যাদেশটি অধিকতর পরিমার্জন করা হয়। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়।
সংশোধিত অধ্যাদেশে মৌলিক বিধানগুলো হলো– ধর্ষণের সংজ্ঞা সংশোধন। বিয়ের প্রলোভন বা অন্যবিধ প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক করার শাস্তি। শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন। অধ্যাদেশটি জারি হলে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর অধীন অন্যান্য অপরাধের দ্রুত বিচার করা সম্ভব।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধর্ষণের মামলায় সংজ্ঞাগত দুর্বলতার কারণে মামলা প্রমাণিত হয় না। বেশির ভাগ মামলায় তদন্তকারী কর্মকর্তা বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা উল্লেখ করেন, যা বিচারকে দুর্বল করে তোলে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন বলেন, ‘আইনে ধর্ষণের সংজ্ঞায় ভুল ছিল। বিয়ের প্রলোভন দেখানো– এটাকেও ধর্ষণের সংজ্ঞায় ঢুকিয়ে রেখেছে। প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) লেখা হয়– বিয়ের লোভ, প্রেম বা প্রতারণা করে শারীরিক সম্পর্ক করা হয়েছে। এতে ধর্ষণের মতো গুরুতর অপরাধকে ছোট করা হয়।’
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ককে ধর্ষণের আওতাভুক্ত করা চরম ভুল এবং আইনের মূল নীতির পরিপন্থি। ধর্ষণের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হলো সম্মতি। বিয়ের প্রলোভনের নামে শারীরিক সম্পর্ক এবং পরে বিয়েতে অস্বীকৃতি বড়জোর প্রতারণার অপরাধ হতে পারে, ধর্ষণ নয়।’
বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার মধ্যেই থাকবে। আলাদা একটা সেকশনে বিচার হবে। এটা আলাদা অপরাধ না, একই অপরাধ। একই আইনের আওতায় পৃথকভাবে এটা হলো। অর্থাৎ এ অপরাধটির অভিযোগে আলাদা করে মামলা হবে।’
বৈঠকে আইন নিয়ে ঘণ্টাখানেক আলোচনা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, আইনে বলাৎকারের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এ মামলাগুলোর জন্য ডিএনএ টেস্ট একটি বিলম্বের কারণ ছিল। সেই জায়গাগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
শতভাগ দরপত্র অনলাইনে
বর্তমানে সরকারি কাজের দরপত্রের ৬৫ শতাংশ হয় অনলাইনে। এটি শতভাগে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া প্রাক্কলিত দরের ১০ শতাংশের কম হলে দরপত্র প্রস্তাব বাতিল করা যেত। সেই বিধান বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এসব বিধান রেখে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেখা যেত সিন্ডিকেট করে কয়েকটি মন্ত্রণালয়ে দু-তিনটি প্রতিষ্ঠান বেশির ভাগ ক্ষেত্রে কাজ পাচ্ছিল। এটি যাতে না হয়, সে জন্য আইনে সংশোধনী আনা হয়েছে। সংশোধনীতে আগের কাজের মূল্যায়নে নতুন শর্ত যুক্ত করা হবে। পুরোনো পদ্ধতিতে একই প্রতিষ্ঠান বারবার কাজ পেত। এতে করে সিন্ডিকেট ভাঙা সম্ভব।
সরকারি পরিত্যক্ত বাড়ি বরাদ্দ পাওয়া ব্যক্তিরা আগে নিজ নামে নামজারি করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে।
ঈদের ছুটি ৯ দিন
ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য ছুটি এক দিন বাড়িয়েছে সরকার। আগামী ৩ এপ্রিল ছুটি ঘোষণা করায় (২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত) টানা ৯ দিনের ছুটি (সাপ্তাহিক ছুটিসহ) পাবেন কর্মকর্তা-কর্মচারী।
ঢাকা থেকে ভিসা দেবে অস্ট্রেলিয়া
বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া হাইকমিশন ঢাকা কার্যালয়। গতকাল অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তাঁর কাছে এ অনুরোধ করেছিলেন। এর আগে বাংলাদেশিদের ভিসা ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ইস্যু করত অস্ট্রেলিয়া।
চৈত্রসংক্রান্তিতে তিন জেলায় ছুটি
এ বছর চৈত্রসংক্রান্তিতে পার্বত্য খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে এক দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শফিকুল আলম বলেন, পহেলা বৈশাখের সরকারি ছুটি তো থাকবে। কিন্তু তিন পার্বত্য জেলায় ওই সময় বিজু, বৈসাবি ও সাংগ্রাই উৎসব পালিত হয়। এ কারণে নির্বাহী আদেশে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তাসহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠী এ ছুটির আওতায় থাকবে।
আম, কাঁঠাল ও পেয়ারা নেবে চীন
প্রেস সচিব বলেন, চীন আমাদের এখান থেকে তিনটি কৃষি পণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। এগুলো হচ্ছে আম, কাঁঠাল এবং পেয়ারা। আমরা আশা করছি, চীনে রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের আম চীনের নাগরিকরা পছন্দ করেছেন। প্রধান উপদেষ্টার চীন সফরের মাধ্যমে এর বাজার উন্মুক্ত হবে। কাঁঠালও পছন্দ করেন চীনারা। এটিও আমরা আশা করি, খুব বড় আকারে রপ্তানি করতে পারব। আমের মান নিশ্চিত করতে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আমাদের ৪০ লাখ ডলার দিচ্ছে।
প্রেস সচিব বলেন, মুহাম্মদ ইউনূস চাচ্ছেন চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে। এ রকম হলে আমরা ঢাকাসহ বড় বড় শহরে তাদের সেবা পাব। এটার জন্য বিশেষ একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা চাই, স্বাস্থ্যসেবা ইস্যুতে চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হোক। এটা প্রধান উপদেষ্টা আগেও আলোচনা করেছেন। এবারের সফরে সেটা অগ্রাধিকারে থাকবে।
ভারতের সঙ্গে বাণিজ্য বেড়েছে
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। অন্তর্বর্তী সরকারের সাত মাসে ভারতের সঙ্গে বাণিজ্য বেড়েছে। তবে ভিসা নিয়ে জটিলতা আছে, সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে।
গতকালের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর। আবুল কালাম আজাদ জানান, আগামীকাল শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন।
উৎস: Samakal
কীওয়ার্ড: স বর ষ ট র র উপদ ষ ট সরক র গতক ল অপর ধ
এছাড়াও পড়ুন:
লামিনে ‘মেসি’ ইয়ামাল
১৭ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো: ১৯ ম্যাচ, ৫ গোল, ৪ গোলে সহায়তা।
১৭ বছর বয়সী লিওনেল মেসি: ৯ ম্যাচ, ১ গোল, গোলে সহায়তা নেই।
১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল: ১০০ ম্যাচ, ২২ গোল, ৩৩ গোলে সহায়তা।
মেসি–রোনালদোর সঙ্গে তুলনা নয়, লামিনে ইয়ামালের শুরুটা বোঝাতে এই পরিসংখ্যান হাজির করেছে টিএনটি স্পোর্টস। ধূমকেতুর মতো শুরু হলেও ধূমকেতুর মতোই মিলিয়ে যাওয়ার পাত্র তিনি নন।
বার্সেলোনার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে গত রাতের ম্যাচটি স্মরণ করতে পারেন। ৬ গোলের থ্রিলার, যেখানে বার্সেলোনা–ইন্টার মিলান সেমিফাইনাল প্রথম লেগের ‘ক্লাসিক’ লড়াই ৩–৩ গোলে অমীমাংসীত। দুই দলের হয়েই ‘সুপার হিরো’ ছিলেন বেশ কজন। ইন্টারের যেমন ডেনজেল ডামফ্রিস ও মার্কাস থুরাম, বার্সার তেমনি রাফিনিয়া, ফেরান তোরেসরা। কিন্তু সবাইকে ছাপিয়ে ঠিকই রবির কিরণের মতো আলো দিয়েছেন এক কিশোর—লামিনে ইয়ামাল নাসরাউয়ি এবানা। সংক্ষেপে লামিনে ইয়ামাল।
আরও পড়ুন৬ গোলের থ্রিলারে বার্সেলোনা–ইন্টার সেয়ানে সেয়ানে টক্কর৮ ঘণ্টা আগে২৪ মিনিটে ইয়ামালের করা গোলটির প্রসঙ্গে পরে আসা যাবে। যেভাবে খেলেছেন তাতে গোলটি না করলেও লোকে কাল রাতে তাঁর পারফরম্যান্স মনে রাখতেন। পরিসংখ্যান বলছে ১০২টি টাচ, একটি গোল, ২টি গোল হওয়ার মতো পাস, ৬টি শট (পোস্টে মেরেছেন দুবার) এবং ১০টির মধ্যে ৬টি সফল ড্রিবলিং।
কিন্তু পরিসংখ্যানে এ তথ্য নেই—মাঠে ডান প্রান্তকে ইয়ামাল ফাইনালে ওঠার হাইওয়ে বানিয়ে যতবার কাট–ইন করে ইন্টারের বক্সে ঢুকেছেন, সেটা আসলে ইতালিয়ান ক্লাবটির রক্ষণের জন্য দুঃস্বপ্নের। প্রতিবারই মৌমাছির মতো ছেঁকে ধরা হয়েছে ইয়ামালকে। কিন্তু আটকানো কি সম্ভব হয়েছে? রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ভাসছে। সেসব আসলে ইয়ামালের পায়ের কারুকাজে ইন্টারের রক্ষণকে স্রেফ খোলামকুচির মতো উড়িয়ে দেওয়ার ভিডিও।
ইয়ামাল কত ভয়ংকর সেটা এই এক ছবিতেই পরিস্কার। সবাই ছেঁকে ধরেও তাঁকে আটকাতে পারেননি