বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার মালদ্বীপের
Published: 28th, March 2025 GMT
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
গত বুধবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেন, “দুই দেশের পারস্পরিক বোঝাপড়া, আঞ্চলিক স্থিতিশীলতা এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মালদ্বীপ প্রতিশ্রুতিবদ্ধ।”
মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘস্থায়ী সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার কথা উল্লেখ করেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে অভিন্ন মূল্যবোধ ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরো দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন।
মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সম্প্রসারিত সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।
ঢাকা/হাসান/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কমিয়ে এনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
তিনি বলেন, স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন।
পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, পুলিশ বাহিনীকে সেই ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে হবে।
ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সূত্র-বাসস