ফরিদপুর শহরতলীর কানাইপুরে ঈদের জুতা ক্রয়ের পর তা পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরতলীর কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে। তবে জুতা ক্রেতা, ব্যবসায়ী ও আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের এক ব্যক্তি কানাইপুর বাজারের রহমান সু-স্টোর থেকে শনিবার রাতে এক জোড়া জুতা কেনেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে তিনি ওই জুতা পরিবর্তন করতে গেলে দোকানদারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার ওই ক্রেতাকে মারধর করেন।

এর জের ধরে ওই ক্রেতা কিছু সময় পর তার লোকজন নিয়ে এসে দোকানদারের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এসময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত সাত জন আহত হন। গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফরিদপুর কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আসাদুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/তামিম/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ

এছাড়াও পড়ুন:

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের শ্রমিক সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এই সমাবেশ শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সমাবেশ ঘিরে বেলা ১২টা থেকে রাজধানী এবং এর আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

এদিকে সমাবেশ শুরুর আগে জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশন শুরু করেন। গানে অংশ নেন কণকচাঁপা, মৌসুমীসহ বেশ কয়েকজন শিল্পী।

এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীর রঙিন টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন। 

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ