নোয়াখালী সদর উপজেলার কালাদরাফ ইউনিয়নে একটি মাজারে হামলা ও ভাঙচুর চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় হওয়া মামলার বাদীর বাবা, দুই সাক্ষীসহ চারজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে ওই ইউনিয়নের ডুবাইর বাজারে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ব্যক্তিদের দাবি, হামলাকারীরা বাদীর বাবা ও সাক্ষীদের চিকিৎসায় বাধা দেন। তাঁদের কাছ থেকে জোর করে খালি স্ট্যাম্পে সই আদায় করেন।

খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ সেখান থেকে কাউকে আটক করতে পারেনি। পরে আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন। তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী মাজার ভাঙচুরের মামলার বাদীর বাবাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া ও বাদীর দুই ফুফাতো ভাইকে মারধরের সত্যতা পাওয়া গেছে। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান। তাই হামলায় জড়িত কাউকে আটক করা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০ ফেব্রুয়ারি বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে কয়েক শ ব্যক্তি কালাদরাফ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুন্সিরতালুক এলাকার শাহ সুফি আইয়ুব আলী দরবেশের মাজারে হামলা ও ভাঙচুর চালান। এ সময় মাজারের সবকিছু গুঁড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীরা এ মাজারে থাকা খাদেমসহ লোকজনদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। ওই ঘটনায় স্থানীয় জামাল উদ্দিন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে মামলার আসামিরা নানাভাবে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ জামাল উদ্দিনের। মুঠোফোনে তিনি বলেন, গতকাল রাত আনুমানিক আটটার দিকে তাঁর বাবা চাঁন মিয়াকে (৬৫) বাড়ির পাশ থেকে তুলে পাশের ডুবাইর বাজারে বিএনপির ক্লাব নামে পরিচিত একটি ঘরে নিয়ে যান একদল লোক। সেখানে তাঁকে মারধর করে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন। খবর পেয়ে তাঁর (জালাল উদ্দিন) ফুফাতো ভাই এমরান হোসেন ও মো.

রিয়াদ এবং আরেক আত্মীয় শাহ আলম যান। তখন হামলাকারীরা তাঁদের তিনজনকেও মারধর করে আটকে রাখেন।

জামাল উদ্দিনের অভিযোগ, হামলাকারীরা এ সময় তাঁর বাবা ও ফুফাতো ভাইদের কাছ থেকে জোর করে অলিখিত স্ট্যাম্পে সই আদায় করেন। তাঁরা মামলার সাক্ষী। মারধরের পর তাঁদের চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে যেতে বাধা দেন হামলাকারীরা। বিষয়টি মুঠোফোনে সুধারাম থানার পুলিশকে জানান তিনি। পুলিশ এসে সবাইকে উদ্ধার করলেও হামলার ঘটনায় জড়িত কাউকে আটক করেনি।

মামলার বাদী জামাল উদ্দিনের অভিযোগ, মাজারে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আরাফাত, আবু নোমান ও দেলোয়ারের নেতৃত্বে একদল লোক গতকাল রাতে তাঁর বাবা ও আত্মীয়দের মারধর করেছেন।

তবে অভিযোগের বিষয়ে আরাফাত হোসেন বলেন, মামলা প্রত্যাহার নিয়ে কোনো ঘটনা ঘটেনি। পাওনা টাকার লেনদেনকে কেন্দ্র করে জামাল উদ্দিনের বাবাসহ আত্মীয়দের সঙ্গে স্থানীয় আরেকটি পক্ষের হাতাহাতি হয়েছে। ওই ঘটনায় তাঁদের ওই পক্ষের তিনজন আহত হয়েছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঘটন য় ম রধর

এছাড়াও পড়ুন:

বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল

এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।

ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগে

ভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’

২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা

সম্পর্কিত নিবন্ধ