গাজীপুরের কাপাসিয়ায় ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনাটি রাজনৈতিক কারণে হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে ওই ঘটনা নিয়ে একটি পোস্টে বলা হয়, নাটকের মঞ্চায়ন বাতিলের নেপথ্যে কোনো ধর্মীয় কারণ নেই। বিভিন্ন গণমাধ্যমে ওই ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদকে ‘বিভ্রান্তিকর’ বলেও উল্লেখ করা হয়।

পুলিশের ফেসবুক পোস্টে বলা হয়, ৩ এপ্রিল সকাল ১০টার দিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ঈদ সামনে রেখে ‘আপন দুলাল’ নামের একটি নাটক মঞ্চায়িত করার জন্য মহড়া অনুষ্ঠিত হয়। দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হকের নেতৃত্বে বাজারের লোকজন মিলে এই মহড়া দিচ্ছিলেন। নাটকটি স্থানীয় বিএনপির জুনিয়র নেতারা আয়োজন করার কারণে দলের সিনিয়র নেতাদের সঙ্গে ঝামেলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানের অনুরোধে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হককে নাটক মঞ্চস্থ করতে নিষেধ করা হয়। এরপর নাটকে অংশগ্রহণকারীরা তাঁদের সিনিয়র নেতার কথা মেনে নাটক মঞ্চস্থ করা থেকে বিরত থাকেন।

ওই দিন মঞ্চ ভাঙার কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে পুলিশ বলছে, নাটকে অংশগ্রহণকারীরা বিএনপির স্থানীয় জুনিয়র ও সিনিয়র নেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কা হওয়ায় সমঝোতার ভিত্তিতে নাটকটি মঞ্চস্থ করা থেকে বিরত থাকেন। পুলিশের ফেসবুক পোস্টে বলা হয়েছে, কিছু সংবাদপত্র বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। এছাড়া সংবাদপত্রে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব আজিজুল হকের যে উদ্ধৃতি ছাপা হয়েছে সেটি তিনি বলেননি বলে জানিয়েছেন।

পুলিশ বলছে, কাপাসিয়ার বিষয়টি মূলত রাজনৈতিক ইস্যু, কোনো ধর্মীয় ইস্যু নয়। এ ক্ষেত্রে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি)। পুলিশের ফেসবুক পোস্টের নিচে পাঁচটি সংবাদমাধ্যমের এ- সংক্রান্ত খবরের লিংক দেওয়া হয়। এই খবরগুলোকে ‘বিভ্রান্তিকর’ দাবি করা হয়।

রমজান মাসের শুরুতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ উদয়ন কিন্ডারগার্টেন স্কুল মাঠে নাটক মঞ্চায়নের কথা ছিল। স্থানীয় মুসল্লিদের বাধায় তা স্থগিত রাখতে বাধ্য হন আয়োজকরা। বুধবার একই জায়গায় মঞ্চ তৈরি করে বৃহস্পতিবার সকাল থেকে নাটকটি মঞ্চায়নের প্রস্তুতি চলছিল। আবারও মুসল্লিদের বাধায় নাটক মঞ্চে গড়াতে পারেনি।

রানীগঞ্জ বাজার মসজিদের সভাপতি ও ব্যবসায়ী মো.

সিরাজুল ইসলাম জানান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরার উপস্থিতিতে দুর্গাপুর ইউনিয়নের কোনো স্থানে অশ্লীল নৃত্য করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই মঞ্চের স্থানে সন্ধ্যায় কয়েকশ মুসল্লির অংশগ্রহণে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। গত কয়েক বছর ধরে এখানে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা নাটক মঞ্চায়নের নামে অশালীন কর্মকাণ্ড করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

নাটক আয়োজনের সঙ্গে যুক্ত উপজেলা যুবলীগের সাবেক সদস্য খন্দকার শাহাদাত হোসেন সেলিম জানান, বুধবার রাতে তারা বাজারে বসেছিলেন। এ সময় বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক তুষার, মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন মুসল্লি এসে নাটক মঞ্চায়ন করতে নিষেধ করেন। ‘চিরদিনের জন্য এখানে নাটক বন্ধ’ রাখার কথা বলেন। এর পর নাটকের জন্য তৈরি মঞ্চ ও প্যান্ডেল গতকাল সকাল ৯টার মধ্যে ডেকোরেটরের লোকজন খুলে নিয়ে যায়।

খন্দকার শাহাদাত হোসেন সেলিম দাবি করেন, ‘আপন দুলাল’ একটি গীতিনাট্য। এতে নারী চরিত্র বা অভিনয় নেই। পরিশীলিত নাটক। অথচ এই নাটক মঞ্চে গড়াতে দেননি তারা। এতদিনের প্রস্তুতি, শ্রম ও উদ্যোগ সব ভেস্তে গেছে।

এ বিষয়ে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক তুষার জানান, সমাজে খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় মুসল্লিরা আয়োজক কমিটিকে নাটক মঞ্চায়ন না করতে অনুরোধ করেন। তারাও সমাজের ভালোর জন্য শেষ পর্যন্ত সেই নাটক অনুষ্ঠান করেননি। এখানে এককভাবে কেউ নিষেধ করেননি। স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে আয়োজকদের অনুরোধ করেছেন।

কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, নাটক মঞ্চায়নের নামে কয়েক বছর ধরে রানীগঞ্জ বাজার এলাকায় মাদক ও অশালীন কর্মকাণ্ডের আসর বসত। তাই এটি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হয়েছে। ভবিষ্যতেও যেন কাপাসিয়াকে মাদকমুক্ত করা যায় সে লক্ষ্যে ইতোমধ্যে রানীগঞ্জ, ফুলবাড়িয়া, কামড়ামাশকসহ বেশ কয়েকটি স্থানে মাদকবিরোধী সমাবেশ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নাশেরা উচ্চ বিদ্যালয় মাঠে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, নাটক আয়োজক কিংবা বাধাদানকারী কোনো পক্ষ থানায় কিছু জানায়নি। তিনি কিছুই জানেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম জানান, তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব জ র মসজ দ র র ফ সব ক প ব এনপ র ন ত কর অন র ধ র জন য র ধ কর ন টক র উপজ ল

এছাড়াও পড়ুন:

এই সরকারও আমলাতন্ত্রের চাপে!

চব্বিশের গণ-অভ্যুত্থান নতুন যে জন-আকাঙ্ক্ষা তৈরি করেছে, সেখানে নিশ্চিত করেই জনপ্রশাসন সংস্কারের প্রশ্নটি নাগরিকদের কেন্দ্রীয় একটি চাহিদা। কিন্তু অন্তর্বর্তী সরকার যেভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মতোই পদ ছাড়া পদোন্নতি দিচ্ছে, তাতে উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ নেই। কেননা, আগের সরকার কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী হয়ে উঠেছিল যে কয়টা স্তম্ভের ওপর দাঁড়িয়ে, তার অন্যতম আমলাতন্ত্র।

জনপ্রশাসনকে রাজনীতিকরণের বৃত্ত ভেঙে জনবান্ধব করার একটা বড় সুযোগ এনে দিয়েছিল অভ্যুত্থান। কিন্তু শুরু থেকেই অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্রের ওপর অতিনির্ভরশীল হয়ে ওঠায় সেই সুযোগ অনেকটাই হাতছাড়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের বিরোধিতার কারণে জনপ্রশাসন সংস্কার কমিশনের বড় কোনো সুপারিশ বাস্তবায়ন করতে পারেনি সরকার। অন্যদিকে বেতন বাড়াতে গঠন করা হয়েছে বেতন কমিশন। কিছু মুখকে সরিয়ে দেওয়া ছাড়া জনপ্রশাসনে সেই পুরোনো চর্চা অব্যাহত রয়েছে। বিশেষ করে পদ ছাড়া পদায়নের ক্ষেত্রে জনপ্রশাসনে যেভাবে আগের সরকারের চর্চার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে, সেটা যারপরনাই দুঃখজনক।

প্রথম আলোর খবর জানাচ্ছে, উপসচিব স্তরে যেখানে আগে থেকেই পদের চেয়ে ৬০০ কর্মকর্তা বেশি রয়েছেন, সেখানে আগস্ট মাসে নতুন করে ২৬৮ জনকে এই পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব পদেও পদোন্নতির আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক সরকারের আমলে জনপ্রশাসনে হরেদরে পদোন্নতি দেওয়ার অনেক নজির আছে। এর কারণ একটাই, আমলাতন্ত্রকে তুষ্ট রাখা। অন্তর্বর্তী সরকার এই চর্চায় ছেদ ঘটাতে পারবে, সেটাই সবাই প্রত্যাশা করেছিল।

পরিহাসের বিষয় হচ্ছে, জনপ্রশাসনে পদ ছাড়া পদোন্নতি দেওয়ার পর বেশির ভাগ কর্মকর্তাকে আগের জায়গাতেই রেখে দেওয়া হয়। এর মানে হচ্ছে তাঁরা আগের দায়িত্বই পালন করেন, কিন্তু মাঝখান থেকে বেতন-ভাতা বাড়ে। উপসচিব পর্যায়ের কর্মকর্তারা তিন বছর চাকরি পাওয়ার পর বিনা সুদে গাড়ি কেনার জন্য ঋণসুবিধা পান। অন্তর্বর্তী সরকারের আমলে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তাদের যেভাবে পদোন্নতি দেওয়া হয়েছে, তার দৃষ্টান্তও খুব বেশি নেই। অবসরে যাওয়া প্রশাসন ক্যাডারের ‘বঞ্চিত’ ৭৬৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে ও অন্য ক্যাডারের ‘বঞ্চিত’ ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

জনপ্রশাসনের মেধাবী ও যোগ্য কর্মকর্তারা পদোন্নতি পেয়ে পরের ধাপে যাবেন, সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু পদ না থাকার পরও কেন পদায়ন করা হবে? এ ক্ষেত্রে সরকারকে পর্যালোচনা করে দেখা প্রয়োজন, জনপ্রশাসনের বিভিন্ন স্তরে পদ বাড়ানো যায় কি না। আবার যেখানে এমনিতেই পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা বেশি, সেখানে অবসরে যাওয়া কর্মকর্তাদের নিয়োগ দেওয়া কতটা যৌক্তিক?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ও জনপ্রশাসনবিশেষজ্ঞ সালাউদ্দিন এম আমিনুজ্জামান বলেছেন, জনপ্রশাসনে পদ ছাড়া পদোন্নতি দেওয়া যায় না। তবে বিশেষ ক্ষেত্রে মেধাবীদের পদোন্নতি দেওয়ার সুযোগ রয়েছে। এরপরও কেন এমন পদোন্নতি—সেই ব্যাখ্যায় তিনি বলেছেন, সরকার সম্ভবত আমলাতন্ত্রের চাপে রয়েছে। এই ধারণা শুধু তাঁর একার নয়, নাগরিক পরিসরের
বিস্তৃত একটি ধারণাও। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এর পরিষ্কার ব্যাখ্যা হাজির করা উচিত।

মাথাভারী আমলাতন্ত্র সরকারি সেবা নাগরিকের কাছে ঠিকভাবে পৌঁছানোর ক্ষেত্রে বড় একটা বাধা। অন্যদিকে সরকারকে এখানে বিশাল ব্যয়ের বোঝা বহন করতে হয়। ফলে মাঠ প্রশাসন থেকে শুরু করে সিনিয়র সচিব পর্যন্ত একটি সামঞ্জস্যপূর্ণ ও গতিশীল জনপ্রশাসনই সবাই প্রত্যাশা করে। জনপ্রশাসনের সব স্তরে পদোন্নতি রাজনৈতিক বিবেচনায় নয়, মেধার ভিত্তিতেই হতে হবে।

সম্পর্কিত নিবন্ধ