টাঙ্গাইলের ভুঞাপু‌রে যমুনা নদী‌তে অ‌বৈধভা‌বে বালু উত্তোলনের দা‌য়ে ৭ জন‌কে আটক ক‌রে যৌথবা‌হিনী। প‌রে আটককৃত‌দের ম‌ধ্যে ৫জন‌কে একমাস ক‌রে কারাদণ্ড ও ২ জন‌কে ৭‌দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট মো. তা‌রিকুল ইসলাম। 

বুধবার (৯ এপ্রিল) বি‌কে‌লে উপ‌জেলার সিরাজকা‌ন্দি এলাকায় অ‌ভিযান পরিচালনা করা হয়। প‌রে আটককৃত‌দের সাজা দি‌য়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়। ‌

কারাদণ্ডপ্রাপ্তরা হ‌লেন, উপ‌জেলার সিরাজকা‌ন্দি গ্রা‌মের মৃত সাত্তার মিয়ার ছে‌লে বাদশা মিয়া (৩৬), একই গ্রা‌মের লুৎফর রহমা‌নের ছে‌লে মো.

আক্তার (৩৬), মৃত হা‌বিবুর রহমা‌নের ছে‌লে মো. সুমন (৩০), মৃত জালাল উদ্দী‌নের ছে‌লে দিলদার হো‌সেন (৬০), একই গ্রা‌মের ওসমান (৪০) ও আবুল কা‌শেম (৪৮) এবং পলশিয়া গ্রা‌মের মৃত অহম আলীর ছে‌লে বেলাল হো‌সেন (৩৫)। 

জানা গে‌ছে, এরা যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দি‌য়ে দীর্ঘদিন ধ‌রে বালু উত্তোলন ক‌রে ট্রাক‌যো‌গে বি‌ক্রি কর‌ছিল। প‌রে খবর পে‌য়ে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে যৌথবা‌হিনী। এতে বালু উত্তোল‌নে জ‌ড়িত ৭ জন‌কে আটক করা হয়। এ সময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪‌টি ভেকু জব্দ করা হয়। 

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) একেএম ‌রেজাউল ক‌রিম জানান, যমুনা নদী‌তে অ‌বৈধভা‌বে বালু উত্তোলন ব‌ন্ধে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৭ জন‌কে ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্যমে বি‌ভিন্ন মেয়া‌দে সাজা দেওয়া হয়। আসামিদের বৃহস্প‌তিবার কারাগা‌রে পাঠা‌নো হ‌বে। 

ঢাকা/কাওছার/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ৭ জন ক

এছাড়াও পড়ুন:

গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

মেহেরপুরের গাংনীর তিনটি সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ১৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিএসএফ সদস্যরা তাদের সীমান্ত অতিক্রম করায়। পরে বিজিবি প্রবেশকারীদের আটক করে।

বিজিবি সূত্র জানায় আটককৃতরা ঠাকুরগাঁও, নড়াইল, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তারা বৈধ কাগজপত্র ছাড়াই লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে শিলিগুড়ি হয়ে হরিয়ানা প্রদেশে গিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে শিলিগুড়ি কারাগারে রাখে। সাজার মেয়াদ শেষ হওয়ায় ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। 

আরো পড়ুন:

বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে ঠেলে দিয়েছে বিএসএফ

ঝিনাইদহ সীমান্তে পৌনে ৬ কোটি টাকার স্বর্ণ জব্দ

গাংনীর কাজীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার হাবিবুর রহমান বলেন, “গাংনী উপজেলার মথুরাপুর সীমান্ত থেকে ছয়জন, শেওড়াতলা সীমান্ত থেকে তিনজন ও কাজীপুর সীমান্ত থেকে ৯ জনকে আটক করা হয়। বিএসএফ তারকাঁটার বেড়া পার করে তিনটি সীমান্ত দিয়ে আটককৃতদের বাংলাদেশে পাঠায়। আটককৃতদের গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, বিজিবি এখনো আটককৃতদের হস্তান্তর করেনি। হস্তান্তর করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ