এসএসসি পরীক্ষার্থী ছিল শহীদ আনাস-নাঈমা-সাফওয়ান, তাদের পরিবারে শুধুই হাহাকার
Published: 10th, April 2025 GMT
টেবিলে বইপত্র সব গুছিয়ে রাখা। কেউ নেড়েচেড়েও দেখেনি। অথচ এমন তো হওয়ার কথা ছিল না। এসএসসি পরীক্ষার সময় বাসায় হুলুস্থুল লেগে যাওয়ার কথা ছিল। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া এসএসসি পরীক্ষার্থীদের পরিবারে শুধুই হাহাকার। অন্য ছেলে-মেয়েরা পরীক্ষা দিতে গেল, চেয়ে চেয়ে সেই দৃশ্য দেখা ছাড়া আর কিছুই করার ছিল না শহীদদের মা–বাবা আর পরিবারের সদস্যদের।
বৃহস্পতিবার শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার সারা দেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। নাঈমা সুলতানা, শাহারিয়ার খাঁন আনাসদেরও এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তাদের রেজিস্ট্রেশন কার্ড, প্রাক্-নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্রসহ অন্যান্য নথি পরিবারের সদস্যদের কাছে এখন শুধুই স্মৃতি।
নাঈমা সুলতানার মা আইনুন নাহার বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত রাতে ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারিনি। বড় মেয়ে তাসপিয়া সুলতানা একাদশ শ্রেণিতে পড়ছে, আজ তারও পরীক্ষা ছিল। নাঈমা থাকলে দুই বোন রাত জেগে একসঙ্গে পড়ত। এ কথা মনে করে বড় মেয়েটা কান্না শুরু করে আর পড়তে পারেনি। নাঈমার রেজিস্ট্রেশন কার্ড এখন আমাদের কাছে শুধুই স্মৃতি, মনকে সান্ত্বনা দিই, আমার মেয়েটা বেঁচে থাকলে ও এবার এসএসসি পরীক্ষা দিত।’
নাঈমা উত্তরার মাইলস্টোন কলেজে দশম শ্রেণিতে পড়ত। কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরার ৯ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ির নিচে পুলিশ ছাত্র-জনতাকে ধাওয়া দেয়। নাঈমা তখন চার তলা ফ্ল্যাটের বারান্দা থেকে কাপড় আনতে গিয়েছিল। পুলিশের ছোড়া একটি গুলি নাঈমার মাথার বাঁ পাশে লেগে মাথার মগজ বেরিয়ে যায়।
আইনুন নাহার জানালেন, নাঈমা মারা যাওয়ার মাসখানেক আগে অনলাইনে চার ঘণ্টা কাজ করলে ২০ হাজার টাকা বেতন পাবে, কাজটি সে করবে কি না তা জানতে চেয়েছিল। তখন নাঈমার বাবা বলেছিলেন, এখন বাবা কষ্ট করে পড়াশোনার খরচ চালিয়ে নিতে পারবেন, তাই নাঈমাকে কাজ করতে হবে না। ভালো করে পড়াশোনা করে এসএসসিতে ভালো ফল করতে বলেছিলেন। তা তো আর হলো না।
নাঈমা প্রায়ই তাঁর মাকে বলত, তোমার মেয়ের পরিচয়ে একসময় তুমি পরিচিত হবে। আইনুন নাহার বলেন, ‘এখন সবাই আমাকে চেনে শহীদ নাঈমা সুলতানার মা হিসেবে।’
মাত্র ১৬ বছর ৯ মাস বয়সে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে পুলিশের গুলিতে শহীদ হয় শাহারিয়ার খাঁন আনাস। গেন্ডারিয়ার আদর্শ একাডেমি স্কুলের বিজ্ঞান বিভাগে দশম শ্রেণিতে পড়ত সে।
আনাসের মা সানজিদা খান বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় মনে হয়েছে, এখন ছেলের পরীক্ষার হলের সামনে থাকতাম। বেলা একটায় মনে হয়েছে, আনাসের পরীক্ষা শেষ হতো এখন। আজকে যাতে ঝামেলা না হয়, তাই হয়তো আগের দিনই ছেলের পছন্দের খাবার রান্না করে রাখতাম, যাতে ছেলে পরীক্ষা দিয়ে ফিরে খেতে পারে। প্রতি মুহূর্তে আমার পরিবারের প্রতিটি সদস্য আজ আনাসকে মনে করেছে। আমরা যা মনে করেছি, বাস্তবে তার কিছুই হয়নি।’
সানজিদা খান তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আজকের দিনটা আমার খুব ব্যস্ত থাকার কথা ছিল। আনাসের ১০ বছরের সাধনা। কত দোয়া, কত টেনশন, কত স্বপ্ন। আনাস আগেই বলেছিল, মা কফি খেতে হবে, নইলে পড়ব কেমন করে? টেবিলে সাজানো বই, ঘরে রাখা কফি, ফাইলে গোছানো রেজিস্ট্রেশন কার্ড, শুধু আনাসটাই নেই। নতুন বাংলাদেশের স্বপ্নে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে আনাস চলে গেছে জীবনের সকল পরীক্ষা অতিক্রম করে।’
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ত সাফওয়ান আখতার সদ্য। ৫ আগস্ট বিকেলে সাভারে সাফওয়ান পুলিশের গুলিতে বিদ্ধ হয়ে মারা যায়।
সাভারের বাসায় ৫ আগস্ট দুপুরে রান্না করছিলেন সাফওয়ানের মা খাদিজা বিন জুবায়েদ। সাফওয়ান পড়ার টেবিলেই ছিল। গৃহশিক্ষক অমিত সাহাকে সাফওয়ান নিজেই ফোন করে বলেছিল, ‘ভাইয়া, এখন আইসেন না, গুলি খেয়ে মরে যাবেন।’
শিক্ষককে সন্ধ্যা সাতটায় আসতে বলেছিল সে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর সাফওয়ানের বাবা মোহাম্মদ আখতারুজ্জামান স্ত্রী খাদিজা বিন জুবায়েদকে বিজয় মিছিলের খবর জানিয়ে ছেলেকে নিচে পাঠাতে বলেছিলেন।
সেদিন আনন্দমিছিলে অংশ নিয়ে সাভারের পাকিজা বাসস্ট্যান্ড পর্যন্ত সাফওয়ান তাঁর বাবার সঙ্গেই ছিল। দুপুরে খাওয়া হয়নি বলে বিকেল সাড়ে চারটার দিকে বাবা আখতারুজ্জামান বাসায় ফিরে এসেছিলেন। ছেলে বন্ধুদের সঙ্গে আরেকটু আনন্দ করতে চেয়েছিল।
মাগরিবের আজানের আগে সব সময় বাসায় ফেরা ছেলে আর ঘরে ফেরে না। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) বিভিন্ন ওয়ার্ডে সাফওয়ানকে খুঁজতে থাকেন সবাই। হাসপাতালের গাড়ি পার্কিংয়ের জায়গায় স্ট্রেচারে কয়েকটি লাশ ছিল। সন্ধ্যায় সাফওয়ানকে পড়াতে আসা সেই শিক্ষক একটি লাশ দেখে বলেন, সাফওয়ানের চেহারার সঙ্গে মিল আছে মনে হচ্ছে। বাবা কাছে গিয়ে দেখলেন, নিথর হয়ে পড়ে থাকা লাশটিই তাঁর সাফওয়ানের।
এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল সাফওয়ানের। স্কুলে প্রাক্-নির্বাচনী পরীক্ষার কয়েকটি পরীক্ষা দেওয়ার পর স্কুল বন্ধ হয়ে গিয়েছিল।
তানজিলা মোস্তাফিজের চোখের সামনেই জন্ম ও বড় হয়েছে মামাতো ভাই সাফওয়ান। তানজিলা সাভারে মামার বাসায় থেকেই পড়াশোনা করেছেন। তাই সাফওয়ানকে পড়ানোর দায়িত্বও ছিল তাঁর।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানজিলা প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইটা পড়াশোনায় খুব ভালো ছিল। শুধু বাংলা আর বায়োলজি পড়তে চাইত না। এসএসসিতে ভাই গোল্ডেন জিপিএ-৫ পাবে এটা ধরে নিয়েছিলাম। ভাইয়ের জন্য এইচএসসির বই, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গাইডও সংগ্রহ করে রেখেছিলাম। কত স্বপ্ন ছিল, কত পরিকল্পনা ছিল—ভেবেছিলাম পরীক্ষা শেষ হলে বলব, চল এবার নতুন স্বপ্নের পথে হাঁটা শুরু করি।’
তানজিলা জানালেন, সাফওয়ানের মা খাদিজা বিন জুবায়েদ মেসেঞ্জারের ফ্যামিলি গ্রুপে লিখেছেন—আজ সাফওয়ানের পরীক্ষা, সবাই দোয়া করো। তানজিলার সঙ্গে রাগ দেখিয়েছেন, তিনি কেন ফোন করে সাফওয়ানের পরীক্ষা কেমন হলো তা জানতে চাইলেন না।
এই মায়ের পাগলামী দেখে পরিবারের অন্য সদস্যদের চোখের পানি ফেলা ছাড়া আর কিছু করার ছিল না বলে জানালেন তানজিলা।
আরও পড়ুন‘তোকে ছাড়া আমি ভালো নেই বাপ’০১ জানুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র পর ক ষ স ফওয় ন র পর ব র র র পর ব র পর ক ষ র বল ছ ল সদস য
এছাড়াও পড়ুন:
সরকারি পলিটেকনিকে ভর্তি: ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণদের সুযোগ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করেছে। এ কার্যক্রমের আওতায় সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমে ভর্তিতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তির জন্য আবেদন করতে পারবেন ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। আবেদনের এ প্রক্রিয়া শুরু হবে আগামীকাল বুধবার (৩০ জুলাই) থেকে। আবেদনপ্রক্রিয়া চলবে ১৪ আগস্ট পর্যন্ত। আবেদনকারী শিক্ষার্থীরা ২১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ সেপ্টেম্বরে। একই দিনে শুরু হবে প্রথম পর্যায়ের নিশ্চয়ন কার্যক্রম, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে।
১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা। তালিকাভুক্ত শিক্ষার্থীদের সরাসরি ভর্তি কার্যক্রম চলবে ১৪ ও ১৫ সেপ্টেম্বরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে।
আরও পড়ুনপ্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়ছে১৫ ঘণ্টা আগেপরবর্তী সময়ে শিক্ষার্থীরা ২২ ও ২৩ সেপ্টেম্বর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন। শূন্য আসনের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে তৃতীয় পর্যায়ের ফলাফল। তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চিত করতে হবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এবং ভর্তি কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ হবে ২৯ সেপ্টেম্বর।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা পাওয়া যাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, টেকনিক্যাল এডুকেশন অধিদপ্তর এবং বিটিইবির ওয়েবসাইটে
আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও২৮ জুলাই ২০২৫