গ্যাগারিন বিজ্ঞান উৎসবে রকেট মডেল তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত
Published: 11th, April 2025 GMT
ঢাকাস্থ রাশিয়ান হাউজের আয়োজনে গ্যাগারিন বিজ্ঞান ও শিল্প উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উৎসবের তৃতীয় দিনে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে সৃজনশীলতা ও উদ্ভাবন উদযাপনের জন্য একটি আকর্ষণীয় রকেট মডেল তৈরি প্রতিযোগিতা এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ রাশিয়ান হাউজ বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই প্রাণবন্ত প্রতিযোগিতার আয়োজন করে যেখানে অংশগ্রহণকারীদের উদ্ভাবনী দক্ষতা, কারিগরি দক্ষতা এবং মহাকাশ গবেষণায় উৎসাহ তুলে ধরা হয়।
এতে প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী, ঢাকা ও আশপাশের শিক্ষক, এনজিও সদস্য এবং প্রবীণ নাগরিকরা অংশ নেন। তাদের কাগজের রকেট মডেলগুলি কেবল প্রযুক্তিগত জ্ঞানই নয়, কল্পনা, দলবদ্ধভাবে কাজ করা এবং ইউরি গ্যাগারিনের ঐতিহাসিক মহাকাশ যাত্রার দ্বারা অনুপ্রাণিত একটি অগ্রণী মনোভাবকেও প্রতিফলিত করে।
আরো পড়ুন:
বৃহস্পতিবার তুরস্কে আবারো বৈঠকে বসছে রাশিয়া-যুক্তরাষ্ট্র
জেলেনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮
অংশগ্রহণকারীদের উদ্দেশে ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভোইচেনকভ তাদের অসামান্য সৃজনশীলতা ও অংশগ্রহণের জন্য সবাইকে অভিনন্দন জানান।
তিনি বলেন, “আজকের কাগজের রকেট তৈরির কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা একদিন সত্যিকারের রকেট বা আরো উন্নত মহাকাশযান তৈরিতে অনুপ্রাণিত হতে পারে।”
তিনি আরো বলেন, “এ ধরনের উদ্যোগ তরুণদের মনকে বিজ্ঞান ও প্রযুক্তির আকর্ষণীয় জগতের কাছাকাছি নিয়ে আসে। অনুসন্ধানের চেতনা পরবর্তী প্রজন্মের অনুসন্ধানকারী, প্রকৌশলী এবং উদ্ভাবকদের মধ্যে বেঁচে আছে।”
পরিচালক শিক্ষামূলক উদ্যোগে সমর্থন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক জোরদারে প্রতিষ্ঠানটির আত্মনিবেদনের কথা পুনর্ব্যক্ত করেন।
দভোইচেনকভ ব্যক্তিগতভাবে সব অংশগ্রহণকারীকে তাদের উদ্ভাবন এবং সাফল্যের স্বীকৃতি হিসাবে সনদপত্র প্রদান করে অনুষ্ঠানটি শেষ হয়।
ঢাকা/হাসান/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এবার লন্ডনে পুরস্কার জিতল ‘প্রিয় মালতি’
শঙ্খ দাশগুপ্তের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতি’। এটি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীরও প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। গত ডিসেম্বরে ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পায় সিনেমাটি। এবার লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শক পুরস্কার অর্জন করেছে ‘প্রিয় মালতি’।
গত ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই উৎসবে ‘প্রিয় মালতি’ দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায়।
সামাজিক মাধ্যমে খবরটি জানিয়ে শঙ্খ দাসগুপ্ত লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ‘প্রিয় মালতি’ লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের দর্শক পুরস্কার জিতেছে। আমাদের গল্পে যারা বিশ্বাস রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা আর সমর্থনেই এটা সম্ভব হয়েছে। চলুন আরও এমন গল্প তৈরি করি, যা সীমানার গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়কে যুক্ত করে।”
‘প্রিয় মালতী’ নির্মাণের পাশাপাশি এর গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত নিজেই। সিনেমায় বাস্তব জীবনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ‘প্রিয় মালতি’ একটি গভীর আবেগঘন নাটকীয় চলচ্চিত্র, যেখানে এক গর্ভবতী নারীর হঠাৎ ঘটে যাওয়া নাটকীয় জীবনের মোড়ের গল্প তুলে ধরা হয়েছে।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পাশাপাশি এতে অভিনয়ে করেছেন নাদির চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বোরুন, শাহজাহান সম্রাট এবং রিজভী রিজুসহ আরও অনেকে।
প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল বার্বিকান সিনেমায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছবিটি প্রদর্শিত হয়। এছাড়া ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়ালি প্রদর্শিত হয়। আন্তর্জাতিক উৎসবে ঘুরে আসার পর গত ২০ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি।