মুকুলে আশা জাগিয়ে গুটিতে স্বপ্নভঙ্গ
Published: 12th, April 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরে প্রায় শতভাগ আম গাছে মুকুল এসেছিল। এতে চাষিরা আমের বাম্পার ফলন নিয়ে দারুণ আশাবাদী ছিলেন। কিন্তু আবহাওয়াজনিত কারণে এবার আশানুরূপ গুটির দেখা পাওয়া যায়নি। প্রাকৃতিকভাবে এবার বেশি ফলনের বছর হলেও আমের গুটি এসেছে খুবই কম। গুটিতে স্বপ্নভঙ্গ হওয়ায় কাঙ্খিত আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। তারপরেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ধারণা চলতি মৌসুমে জেলায় ৭০-৭৫ শতাংশ গাছে টিকতে পারে আম।
কৃষি সম্প্রসারণের পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চাঁপাইনবাবগঞ্জে এবার ১০০ হেক্টর বাগান কমে যাওয়ায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম চাষাবাদ হচ্ছে। পাঁচ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আম চাষ হচ্ছে শিবগঞ্জে। এখানে ২০ হাজার ১০০ হেক্টর জমিতে আম গাছ রয়েছে। এছাড়া ভোলাহাট উপজেলাতে ৩ হাজার ৬৩৪ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। যা উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে কম জমিতে আম চাষ। চলতি বছর প্রতি হেক্টরে ১০ দশমিক ৩ মেট্রিক টন হিসেব করে ৩ লাখ ৮৬ হাজার ২৯০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
বাগান মালিকরা জানান, গতবারের তুলনায় এবার ছোটবড় মিলিয়ে বাগানের প্রায় সব গাছে আমের মুকুল হয়েছিল। ইতিমধ্যে ডালে ডালে শোভা পাচ্ছে আমের গুটি। কিন্তু আবহাওয়ার কারণে এবার সবগাছের মুকুল ফোটেনি। আবার যেটুকু গুটি বেরিয়েছে সেখান থেকেও ঝরে পড়ছে। আগামীতে খরা বাড়লে গুটি আরও ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া মৌসুমি ঝড় ও শিলাপাততো আছেই। সবমিলিয়ে মুকুলে আশাবাদী হওয়া গেলেও আমের গুটিতে আশানুরীপ ফল পাওয়ায় চিন্তিত চাষিরা।
বাগান মালিক আতিক মাহফুজ বলেন, ‘‘এবার বাগানের প্রতিটি গাছে মুকুল এসেছিল। মুকুল দেখে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম। প্রাকৃতিকভাবে এবার বেশি ফলনের বছর (অন ইয়ার) হওয়ার পরেও গাছে মুকুল এসেছে অফ ইয়ারের মতই। আবহাওয়ার কারণে মুকুল ফুটে গুটি বের হয়নি।’’
তিনি আরও বলেন, ‘‘ডিসেম্বরের মাঝামাঝি গাছে মুকুল আসা শুরু হয়। কিন্তু সেসময় কুয়াশার কারণে অনেক গাছের মুকুল নষ্ট হয়েছে। যে সময় আমের জন্য বৃষ্টি দরকার ছিল, তা হয়নি। খরায় আমের গুটি ঝরে পড়ছে। খিরশাপাত গাছে আশানুরূপ গুটি থাকলেও আশ্বিনা, ফজলি, ল্যাংড়া-বোম্বাই আমের গাছগুলোতে প্রায় ৬০ শতাংশ আমের গুটি ঝরে গেছে।’’
চাঁপাইনবাবগঞ্জের কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, ‘‘এবার অন ইয়ার হলেও যতটা আম হওয়ার কথা ছিল, তা হয়নি। মুকুলের সময় হালকা বৃষ্টি, রাতের তাপমাত্রা কমে যাওয়া, দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় সব মিলিয়ে প্রতিকূল আবহাওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।’’
এদিকে আবহওয়ার কারণে গুটি ঝরে পড়ায় বাগানে বেশি পরিচর্যা করতে হচ্ছে। সার-বিষের পাশাপাশি গুটি ঝরা রোধ করতে সেচ দিতে হচ্ছে বারবার। তারপরেও আছে শ্রমিক সংকটও। গত বছরের তুলনায় তাই খরচও বেড়েছে কয়েকগুণ।
বরেন্দ্র এলাকার ৩০ বিঘা জমিতে আম চাষ করেছেন গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘মুকুল আসা থেকে শুরু করে গুটি আসা পর্যন্ত সাতবার কীটনাশক স্প্রে করেছি। বাজারে আম আসা পর্যন্ত আরও চার থেকে পাঁচবার স্প্রে করতে হবে। গতবারের তুলনায় এবার খরচ বেড়েছে দিই থেকে তিনগুণ। গতবারের থেকে বাড়তি মজুরি দিয়েও মিলছে না শ্রমিক।’’
আম চাষি আক্তারুল ইসলাম বলেন, “গত বছরের তুলনায় এবার ইউরিয়া সারের দাম বেড়েছে ২৫-২৮ শতাংশ। কীটনাশকগুলো দামও চড়া। এগুলোর দাম বেড়েছে প্রকারভেদে ৩০ শতাংশ পর্যন্ত। এছাড়া শ্রমিকের মজুরি গতবার ছিল ৩৫০- ৪০০ টাকা। কিন্তু এবার ৫০০ থেকে ৬০০ টাকা।’’
এসব বিষয়গুলো নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.
তিনি বলেন, “কোনো কোম্পানি যদি সার-বিষের দাম বাড়ায় তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে খতিয়ে দেখা হবে। সারের দাম বৃদ্ধির সুযোগ নেই।’’
তিনি আরও বলেন, ‘‘খরার কারণে যারা সেচ দেয়নি তাদের বাগানে কিছু গুটি ঝরেছে। তবে যারা সেচ দিয়েছে তাদের বাগানে কোনো সমস্যা হয়নি। জেলায় এবার ৭০ থেকে ৭৫ শতাংশ গাছে আম উৎপাদন হতে পারে।’’
ঢাকা/শিয়াম/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ আম র গ ট আম চ ষ গতব র
এছাড়াও পড়ুন:
গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিলু মিয়া (৪২) নামের পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিলু মিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের ওহিদ মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
ভবেরচর হাইওয়ে থানার ডিউটি অফিসার শফিউল ইসলাম বলেন, “জিলু মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যবর্তী ডিভাইডারে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
আরো পড়ুন:
ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় নারী নিহত, আহত শাশুড়ি-ননদ
লোহাগড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলচালক নিহত
ঢাকা/রতন/রাজীব