পরকীয়ার অভিযোগ, স্ত্রীকে শিকল বন্দী করলেন স্বামী
Published: 13th, April 2025 GMT
গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়া প্রেমের অভিযোগ তুলে নাসরিন বেগম (২৪) নামে এক গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্বামী আব্দুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। উপজেলার বাটিকামারি ইউনিয়নের আলিপুর গ্রামে ঘটনাটি ঘটে।
রবিবার (১৩ এপ্রিল) ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্ত নাসরিনকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল তার স্বামী। এর আগেও কয়েকবার তিনি নাসরিনকে মারধর করেছেন। আজ বিকেলে পরিবারের লোকরা বসবেন। প্রয়োজন হলে তারা মামলা করবেন।
ভুক্তভোগী নাসরিন উপজেলার বাটিকামারি ইউনিয়নের আলিপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। তিনি একই ইউনিয়নের বাহারা গ্রামের ওসমান শেখের মেয়ে।
আরো পড়ুন:
মাগুরার সেই শিশু ধর্ষণ মামলার চার্জশিট প্রস্তুত: আইন উপদেষ্টা
মহিষ লুট: কুষ্টিয়ায় বিএনপি নেতাসহ ১১ জন কারাগারে
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাড়ির একটি সিঁড়িতে নাসরিন বসে আছেন। তার কোমর শিকল দিয়ে বাঁধা। শিকলটি পিলারের সঙ্গে তালাবদ্ধ। পাশে ভুক্তভোগীর স্বামী আব্দুর রহমান বসে ছিলেন। চারপাশে উৎসুক জনতাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভিডিওতে।
নাসরিন জানান, ২০১৩ সালে সামাজিকভাবে আব্দুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। আব্দুর রহমান অন্য মেয়েদের সঙ্গে মোবাইলে কথা বলেন বলে কয়েক মাস আগে জানতে পারেন নাসরিন। এরপর নাসরিন ফেসবুকে টিকটক আইডি চালু করেন। এ নিয়ে আব্দুর রহমান নাসরিনকে মঝে মধ্যে মারধর করতেন। গত ২৫ ফেব্রুয়ারি মারধর করলে নাসরিন আর সংসার করবে না বলে জানান। ওইদিন তিনি বাড়ি থেকে বের হয়ে খুলনায় বোনের বাড়ি যান।
গতকাল শনিবার (১২ এপ্রিল) নাসরিনের ভাই মিটল শেখকে দিয়ে খুলনা থেকে নাসরিনকে এনে কোমরে শিকল দিয়ে বেঁধে রাখেন স্বামী আব্দুর রহমান। আজ রবিবার পুলিশ গিয়ে নাসরিনকে শিকল থেকে মুক্ত করে।
নাসরিনের বোন আসমা বেগম বলেন, “নাসরিনকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল তার স্বামী। এর আগেও কয়েকবার আমার বোনেকে মারধর করেছেন তিনি। আজ বিকেলে পরিবারের লোকদের নিয়ে বসব। প্রয়োজন হলে মামলা করব।”
নাসরিনের স্বামী আব্দুর রহমান বলেন, “নাসরিন অন্য ছেলেদের সঙ্গে পরকীয়া প্রেম করে। সে বাড়ি থেকে যাওয়ার সময় ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়। নাসরিনের নামে ব্যাংক হিসাবে আরো টাকা রয়েছে। সেই টাকা উত্তোলন করতে হবে একথা বলে তার ভাইকে দিয়ে খুলনা থেকে এনে শিকল বন্দি করে রাখি নাসরিনকে।”
মুকসুদপুর থানার ওসি মো.
ঢাকা/বাদল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ শ কল দ য়
এছাড়াও পড়ুন:
অফিসে আপনি কি ১১ ঘণ্টার বেশি কাজ করেন
প্ল্যান ওয়ান জার্নালে প্রকাশিত একটি গবেষণা নিয়ে চলছে আলোচনা। সেখানে দুই হাজার ফুলটাইম কর্মজীবীর ওপর একটা জরিপ পরিচালনা করা হয়। পেশাগত কাজ বা চাপের সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে পরিচালিত গবেষণাটি থেকে পাওয়া গেছে চমকপ্রদ তথ্য।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, যাঁরা কর্মক্ষেত্রে ১১ ঘণ্টা বা তার বেশি কাজ করেন, তাঁদের খাদ্যাভ্যাস তুলনামূলকভাবে অস্বাস্থ্যকর, তাঁরা অন্যদের তুলনায় মানসিক চাপে ভোগেন বেশি। ঠিকমতো পানি খাওয়ার প্রবণতা কম। পরিবার, প্রকৃতি ও পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানোর প্রবণতাও কম। কম ঘুমান। আর যেকোনো মানসিক আঘাত থেকে সেরে ওঠার পর্যাপ্ত সময় বা সুযোগ পান না। এই মানুষেরাই বেশি হতাশায় ভোগেন।
শুধু তা-ই নয়, দ্রুত বুড়িয়ে যাওয়া এবং হৃদ্রোগ ও স্ট্রোকের মতো কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। যাঁরা ১১ ঘণ্টা বা তার বেশি সময় অফিস করেন, তাঁদের মধ্যে কর্মক্ষেত্রে অসুস্থ হয়ে যাওয়ার সংখ্যাও অনেক।
আরও পড়ুন২৫ বছর ধরে অফিসে যাননি তিনি১৩ মার্চ ২০২৫যদি ১১ ঘণ্টা কর্মক্ষেত্রে থাকতেই হয়, তাহলে যেসব বিষয় খেয়াল রাখবেনরাতে ৮ ঘণ্টা ঘুমাতেই হবে। তাতে শরীর ও মস্তিষ্ক দিনের শারীরিক ও মানসিক পরিশ্রমের ধকল কাটিয়ে ওঠার সুযোগ পাবে।
কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন। সবুজের দিকে তাকান। ডেস্কে গাছ রাখতে পারেন। উঠে একটু হাঁটুন। ব্যায়াম করুন। সহকর্মীর সঙ্গে চা খেতে খেতে গল্প করুন। গবেষণা জানাচ্ছে, ছোট ছোট বিরতি কাজে মনোযোগ পুনঃস্থাপন করতে সাহায্য করে এবং কাজের গুণমান বাড়ায়।
দুপুরে খাওয়ার পর একটা ন্যাপ নিতে পারেন।
২ লিটারের একটা বোতলে পানি রাখবেন। প্রতিদিন ১ বোতল পানি অবশ্যই শেষ করবেন। তা ছাড়া পানি, শরবত, জুস, ডাবের পানি, তরমুজ, শসা, আনারস ইত্যাদি খাবেন। হাইড্রেটেড থাকলে এনার্জি ধরে রেখে কাজ করা সহজ হয়।
প্রক্রিয়াজাত খাবার, কার্বোনেটেড ড্রিংক, চিনিযুক্ত খাবার বাদ দিন। এসব কেবল আপনার ক্লান্তি বাড়াবে।
আর সম্ভব হলে কর্মক্ষেত্রে কথা বলে আপনার কর্মঘণ্টা ৮ ঘণ্টায় নিয়ে আসতে পারলে তো কথাই নেই।
সূত্র: এনবিসি নিউজ
আরও পড়ুনঅফিসের বাড়তি কাজকে যেভাবে ‘না’ বলবেন১৩ মার্চ ২০২৫