কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে চট্টগ্রামে বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠান চলছে। নগরের সিআরবি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন স্থানে উৎসব আয়োজিত হয়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত এসব জায়গায় নতুন বছরকে বরণ করে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

নববর্ষ উদ্‌যাপন পরিষদের উদ্যোগে নগরের সিআরবির শিরীষতলায় গতকাল রোববার বিকেল থেকে দুদিনের অনুষ্ঠান শুরু হয়। আজ দ্বিতীয় দিন সকাল সাড়ে সাতটায় বর্ষবরণের মূল আয়োজন শুরু হয় বেহালাবাদনের মধ্য দিয়ে। সকালের দিকে এখানে লোকসমাগম ছিল একেবারে নগণ্য। সকাল ১০টায়ও তেমন লোকজন দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে নারী-পুরুষের ভিড় বেড়েছে। পুলিশের কড়া নজরদারি রয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে। বিভিন্ন স্থানে তল্লাশিও চলছে।

দুপুরে এক ঘণ্টার বিরতির পর পুনরায় অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রচুর লোকসমাগম দেখা যায়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, আবৃত্তি সংগঠন ও নৃত্যের দল দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে। সন্ধ্যার আগে অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে। নববর্ষ উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ফারুক তাহের বলেন, ‘ডিসি হিলে হামলার ঘটনায় সকালের দিকে এখানেও লোকজন কম ছিল। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম বেড়েছে।’

নগরের শিল্পকলা একাডেমিতে দুদিনের চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান চলছে। আজ শেষ দিনে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন একাডেমির শিক্ষার্থীরা। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো.

জিয়াউদ্দীন।

নগরের জাতিসংঘ পার্কেও বর্ষবরণ উপলক্ষে পৃথক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ফুলকি প্রাঙ্গণে চলছে তিন দিনের বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মেলার শেষ দিন। তবে চট্টগ্রামে বর্ষবরণের প্রধান উৎসব অঙ্গন হিসেবে খ্যাত ডিসি হিলে এবার পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে না। অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার সময় রোববার সন্ধ্যায় দুর্বৃত্তদের মঞ্চ ভাঙচুরের পর ডিসি হিলের বর্ষবরণ অনুষ্ঠান বাতিল করে আয়োজক—সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদ। অনুষ্ঠান না হলেও ডিসি হিলের ফটকগুলোতে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থা। কিছু নারী-পুরুষ আসছেন। অনুষ্ঠান না হওয়ায় তাঁরা হতাশ হয়ে চলে যাচ্ছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন এক ড ম নগর র

এছাড়াও পড়ুন:

সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩

সুইডেনের উপসালা শহরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে ভাকসালা স্কোয়ারের কাছে একটি হেয়ার সেলুনে এই ঘটনা ঘটে।

বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী হামলার পরপরই একটি স্কুটারে করে পালিয়ে যান। হামলাকারীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হত্যার ঘটনাটির তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পাঁচটি গুলির শব্দ শুনেছেন এবং ওই এলাকার লোকজনকে দৌড়াতে দেখেন। 

রাজধানী স্টকহোমের উত্তরে অবস্থিত বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের জন্য সুপরিচিত উপসালা শহরে ওয়ালপার্গিস বসন্ত উৎসবের প্রাক্কালে এই ঘটনা ঘটে। এই উৎসবে সাধারণত শহরের রাস্তায় বিপুল সংখ্যক লোকের সমাগম হয়।

পুলিশের মুখপাত্র ম্যাগনাস জ্যানসন ক্লারিন টিভি৪ কে বলেন, বন্দুকধারীকে খুঁজে বের করার জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে। অনুসন্ধান কাজে পুলিশের একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘জনপদের বর্ষবরণ ১৪৩২’
  • উপহার পেল পহেলা বৈশাখে জন্ম নেওয়া জেরিনের পরিবার
  • জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় আটক তরুণ
  • সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩
  • রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে
  • রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায়  ৮ মে
  • সিডনিতে প্রতীতির বর্ষবরণে বাঙালিয়ানার জয়গান
  • ঐতিহ্য টিকিয়ে রাখতে উৎসবকে রাজনীতি মুক্ত রাখতে হবে: মোহাম্মদ আজম
  • দৃশ্যপটে ‘আনন্দ’, মঙ্গল কোথায়
  • যেকোনো উৎসবকে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রাখার আহ্বান বাংলা একাডেমির মহাপরিচালকের