কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে চট্টগ্রামে বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠান চলছে। নগরের সিআরবি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন স্থানে উৎসব আয়োজিত হয়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত এসব জায়গায় নতুন বছরকে বরণ করে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

নববর্ষ উদ্‌যাপন পরিষদের উদ্যোগে নগরের সিআরবির শিরীষতলায় গতকাল রোববার বিকেল থেকে দুদিনের অনুষ্ঠান শুরু হয়। আজ দ্বিতীয় দিন সকাল সাড়ে সাতটায় বর্ষবরণের মূল আয়োজন শুরু হয় বেহালাবাদনের মধ্য দিয়ে। সকালের দিকে এখানে লোকসমাগম ছিল একেবারে নগণ্য। সকাল ১০টায়ও তেমন লোকজন দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে নারী-পুরুষের ভিড় বেড়েছে। পুলিশের কড়া নজরদারি রয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে। বিভিন্ন স্থানে তল্লাশিও চলছে।

দুপুরে এক ঘণ্টার বিরতির পর পুনরায় অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রচুর লোকসমাগম দেখা যায়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, আবৃত্তি সংগঠন ও নৃত্যের দল দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে। সন্ধ্যার আগে অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে। নববর্ষ উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ফারুক তাহের বলেন, ‘ডিসি হিলে হামলার ঘটনায় সকালের দিকে এখানেও লোকজন কম ছিল। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম বেড়েছে।’

নগরের শিল্পকলা একাডেমিতে দুদিনের চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান চলছে। আজ শেষ দিনে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন একাডেমির শিক্ষার্থীরা। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো.

জিয়াউদ্দীন।

নগরের জাতিসংঘ পার্কেও বর্ষবরণ উপলক্ষে পৃথক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ফুলকি প্রাঙ্গণে চলছে তিন দিনের বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মেলার শেষ দিন। তবে চট্টগ্রামে বর্ষবরণের প্রধান উৎসব অঙ্গন হিসেবে খ্যাত ডিসি হিলে এবার পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে না। অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার সময় রোববার সন্ধ্যায় দুর্বৃত্তদের মঞ্চ ভাঙচুরের পর ডিসি হিলের বর্ষবরণ অনুষ্ঠান বাতিল করে আয়োজক—সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদ। অনুষ্ঠান না হলেও ডিসি হিলের ফটকগুলোতে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থা। কিছু নারী-পুরুষ আসছেন। অনুষ্ঠান না হওয়ায় তাঁরা হতাশ হয়ে চলে যাচ্ছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন এক ড ম নগর র

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • ‘মবের’ পিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের বিয়ে আজ
  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • ভালো ফলনের আশায় গাছকে খাওয়ান তাঁরা
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়