বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উৎসবমুখর পরিবেশে ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে সোমবার (১৪ই এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হয় বৈশাখী শোভাযাত্রা, বর্ষবরণ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা।

দিবসটি পালনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল ৭টায় কেআর মার্কেট থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

এ কে ফজলুল হক ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, প্রক্টর অধ্যাপক মো. আব্দুল আলীম প্রমুখ।

শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান। এরপর সকাল ৮টায় শিক্ষক সমিতির পরিচালনায় শিশু-কিশোর কাউন্সিল, সংগীত সংঘ ও সাহিত্য সংঘ ও মহিলা সংঘের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া নববর্ষ উপলক্ষে ছিল শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা, বালিশ খেলা, হাডুডু খেলা, যেমন খুঁশি তেমন সাঁজোসহ নানা ধরনের বর্ণীল আয়োজন।

বর্ষবরণ অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এই দেশের মাটি আর বাতাসে গড়ে ওঠা একজন সাধারণ মানুষ হিসেবে বৈশাখের আগমন সবসময়ই আমাকে আলোড়িত করে। এই আয়োজন আমাদের আবহমান বাংলার ঐতিহ্য বহন করে। প্রতিবছর এই উৎসব নতুনের বার্তা নিয়ে আসে।”

তিনি বলেন, “আনন্দ উদযাপনে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও আবাসিক এলাকাবাসীর কথা মাথায় রেখে সীমিত শব্দে ও নিয়মশৃঙ্খলার মধ্যেই উৎসব পালন করা উচিত।”

পরে দুপুর দেড়টায় দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশ্ববিদ্যালয়ের মসজিদ ও মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা/লিখন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন উদয প

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • ‘মবের’ পিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের বিয়ে আজ
  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • ভালো ফলনের আশায় গাছকে খাওয়ান তাঁরা
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়