শিক্ষা দপ্তরকে কী লিখেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, যাতে খেপেছেন ট্রাম্প
Published: 15th, April 2025 GMT
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে জ্ঞানার্জন, জ্ঞানের প্রচার ও প্রসারে নিবেদিতপ্রাণ একটি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অ্যালান গারবার। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের দাবি–দাওয়াগুলো তাঁর প্রতিষ্ঠানের এসব মূল্যবোধকে হুমকিতে ফেলেছে। গতকাল সোমবার এক চিঠিতে তিনি এ কথা বলেছেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি বাদ দেওয়া, কিছু বিভাগে নিরীক্ষা চালানোসহ মার্কিন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কাছে শুক্রবার বেশ কিছু দাবি জানিয়েছিল শিক্ষা অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতে গতকাল চিঠিটি প্রকাশ করেছেন গারবার।
চিঠিতে গারবার লিখেছেন, ‘ক্ষমতায় যে দলই থাকুক না কেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কী পড়াতে পারবে, কাকে ভর্তি ও কাকে নিয়োগ দিতে পারবে এবং পড়াশোনা ও অনুসন্ধানের কোন ক্ষেত্রগুলো অনুসরণ করতে পারবে, তা কোনো সরকারেরই নির্ধারণ করা উচিত নয়।’
এ ব্যাপারে শিক্ষা দপ্তরের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা লাখ লাখ ডলার ফেডারেল তহবিল স্থগিত করেছে। নীতিমালা ও অন্যান্য পরিবর্তন আনতে প্রতিষ্ঠানগুলোকে চাপ দেওয়ার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন মনে করে, এসব শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষের ঘটনা ঠেকাতে ব্যর্থ হয়েছে।
ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপকে বাক্ ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতার ক্ষেত্রে বাধা হিসেবে উল্লেখ করে উদ্বেগ জানানো হয়েছে।
২০২৩ সালে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা ও পরবর্তী সময়ে গাজায় ইসরায়েলি হামলার পর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এরপরই ইহুদিবিদ্বেষের প্রসঙ্গটি সামনে আসে।
হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস এক বিবৃতিতে বলেন, ‘অনিয়ন্ত্রিত ইহুদিবিদ্বেষ বন্ধ এবং কেন্দ্রীয় করদাতারা যেন হার্ভার্ডের বিপজ্জনক জাতিগত বৈষম্য বা বর্ণবাদী সহিংসতার সমর্থনে তহবিল না দেন, তা নিশ্চিত করার মধ্য দিয়ে উচ্চশিক্ষাকে আবারও উন্নত করার লক্ষ্যে কাজ করছেন ট্রাম্প।’
হার্ভার্ডের সঙ্গে প্রায় ৯০০ কোটি ডলারের ফেডারেল চুক্তি এবং অনুদানের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পর্যালোচনা আটকাতে গত সপ্তাহে প্রতিষ্ঠানটির কয়েকজন অধ্যাপক মামলা করেছেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গারবার বলেছেন, ট্রাম্প প্রশাসনের বিরোধী বামপন্থী চিন্তাবিদদের শনাক্ত করতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের দৃষ্টিভঙ্গি ‘পরীক্ষা’ করার যে দাবি জানানো হয়েছে, তা স্পষ্টতই বিশ্ববিদ্যালয়ে বাক্স্বাধীনতা চর্চার অধিকারের লঙ্ঘন।
চিঠিতে গারবার লিখেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের স্বাধীনতাকে সমর্পণ করবে না বা তাদের সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে ছাড় দেবে না।
ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ মোকাবিলায় হার্ভার্ড কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে বলে উল্লেখ করেছেন গারবার। আর এমন সময়ে আইনবহির্ভূতভাবে ক্ষমতার জোর দেখানো হলে সে পদক্ষেপ বাস্তবায়িত হবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু দাবি গতকাল সোমবার প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডের এমন অবস্থান গ্রহণের কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, তারা বিশ্ববিদ্যালয়টির জন্য ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ব ধ নত পদক ষ প গ রব র কর ছ ন সরক র
এছাড়াও পড়ুন:
বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল
এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।
ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগেভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’
২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা