কেশবপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারপিটের অভিযোগ
Published: 20th, April 2025 GMT
যশোরের কেশবপুরে খবর প্রকাশ করার জেরে সোহেল পারভেজ নামের এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত সাংবাদিকের বাবা আজ রোববার দুপুরে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
হামলার শিকার সাংবাদিক সোহেল পারভেজ দৈনিক সকালের সময়ের কেশবপুর প্রতিনিধি এবং কেশবপুর থেকে প্রকাশিত দেশ জনতার কথা পত্রিকার মফস্সল সম্পাদক হিসেবে কাজ করেন। তাঁর বাড়ি উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামে।
জানতে চাইলে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.                
      
				
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বুড়ুলিয়া বাঁধের ওপর একটি চায়ের দোকানে বসেছিলেন সোহেল পারভেজ। এ সময় স্থানীয় বাসিন্দা ইমরান গাজী, তৈয়বুর শেখ, শাহিন বিশ্বাস, সাদ্দাম বিশ্বাস, ফারুক সরদারসহ কয়েকজন তাঁর ওপর চড়াও হন। কেন বিভিন্ন সময়ে খবর লেখেন এবং এলাকার একটি সালিস বিষয়ে হস্তক্ষেপ করেছেন—এ কথা জানতে চেয়ে তাঁকে বেধড়ক মারধর শুরু করেন। লাঠিসোঁটা দিয়ে তাঁকে পেটানো হয়। তিনি রাস্তায় পড়ে গেলে টেনেহিঁচড়ে মাঠের মধ্যে নিয়ে আরেক দফা মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন জায়গা ফুলে গেছে। বুকের বাঁ পাশে আঘাত লেগে রক্ত জমাট বেঁধে গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরান গাজী বলেন, গ্রামের লোকজন একটি সালিস করেছিলেন। ওই সালিসে তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছিল। সোহেল পারভেজ সেখান থেকে ৫০ হাজার টাকা চাঁদার দাবি করেছিলেন। এ কারণে এলাকার লোকজন তাঁকে মারধর করেছেন। তিনি মারধরের সময় উপস্থিত ছিলেন, তবে গায়ে হাত দেননি বলে দাবি করেন।
আহত সোহেল পারভেজ বলেন, এলাকার চিহ্নিত ওই ব্যক্তিরা দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। তাঁরা দুর্ধর্ষ প্রকৃতির মানুষ। তিনি বিভিন্ন সময় অপকর্মের খবর লিখলে তাঁরা তাঁকে অব্যাহতভাবে হুমকি দিতে থাকেন। এর জেরে শুক্রবার সন্ধ্যায় তাঁকে ঘিরে ধরে মারধর করেন। এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অ্যাম্বুলেন্স আনার পথে তাঁরা অ্যাম্বুলেন্সের গতিরোধ করেন। এরপর অ্যাম্বুলেন্সটি অন্য পথ দিয়ে ঘুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোহেল পারভেজকে নিয়ে আসা হয়। এ ঘটনার পর তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। চাঁদা দাবির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক শবপ র এল ক র উপজ ল ম রধর
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।