দেশের অন্যতম বেসরকারি সংস্থা ব্র্যাক (এনজিও) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দক্ষতা উন্নয়ন কর্মসূচি বিভাগে ‘মার্কেটিং অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে ব্র্যাক। ২০ এপ্রিল আবেদন শুরু হয়েছে। মে মাসের ১ তারিখ পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। তবে মার্কেটিং অ্যাসোসিয়েট পদে কতজনকে নেওয়া হবে, তা নির্ধারিত নয়।

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুযোগ–সুবিধা: ব্র্যাকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।

কর্মস্থল: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম (মিরসরাই), নীলফামারী (নীলফামারী সদর)।

আরও পড়ুন৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে যে ৪ গুরুত্বপূর্ণ নির্দেশনা১৩ ঘণ্টা আগে

আবেদনের যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

প্রকল্পের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন তৈরিতে দক্ষতা থাকতে হবে।

ন্যূনতম এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে মার্কেটিংয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।

আবেদন যেভাবে

কাজের ক্ষেত্র, আবেদনের পদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন৬০০ বৃত্তির সুযোগ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে, জেনে নিন বিস্তারিত১৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ