ব্র্যাকে নিয়োগ, চাকরি মানিকগঞ্জ–নারায়ণগঞ্জ–চট্টগ্রাম–নীলফামারীতে
Published: 21st, April 2025 GMT
দেশের অন্যতম বেসরকারি সংস্থা ব্র্যাক (এনজিও) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দক্ষতা উন্নয়ন কর্মসূচি বিভাগে ‘মার্কেটিং অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে ব্র্যাক। ২০ এপ্রিল আবেদন শুরু হয়েছে। মে মাসের ১ তারিখ পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। তবে মার্কেটিং অ্যাসোসিয়েট পদে কতজনকে নেওয়া হবে, তা নির্ধারিত নয়।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ–সুবিধা: ব্র্যাকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম (মিরসরাই), নীলফামারী (নীলফামারী সদর)।
আরও পড়ুন৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে যে ৪ গুরুত্বপূর্ণ নির্দেশনা১৩ ঘণ্টা আগেআবেদনের যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
প্রকল্পের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন তৈরিতে দক্ষতা থাকতে হবে।
ন্যূনতম এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে মার্কেটিংয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।
আবেদন যেভাবে
কাজের ক্ষেত্র, আবেদনের পদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন৬০০ বৃত্তির সুযোগ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে, জেনে নিন বিস্তারিত১৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে: এনসিপি
সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, তাঁদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ–আলোচনার ভিত্তিতেই কমিশন সুপারিশ উপস্থাপন করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব বলেন, সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ–আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ-লুডো খেলছে। তিনি বলেন, ‘আমরা ৯৬-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার তিনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এ অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।’
অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের অভিপ্রায় স্বয়ংক্রিয়ভাবে যেন বাস্তবায়িত হয়, সেই সুপারিশ বাস্তবায়ন করতে হবে।