এসএসসি পরীক্ষা-২০২৫—তথ্য ও যোগাযোগপ্রযুক্তি: মডেল টেস্ট-১ (অ্যাপ্রুভ)
Published: 22nd, April 2025 GMT
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনটি শাখার ছাত্র–ছাত্রীদের পরীক্ষা দিতে হবে। মোট নম্বর ৫০। বহুনির্বাচনি ২৫ এবং ২৫ নম্বর ব্যবহারিক।
[পূর্ণমান ২৫, সময় ২৫ মিনিট]
১. ই-গভর্ন্যান্সের মূল বিষয় কোনটি?
ক. জেলায় জেলায় অনলাইন কেন্দ্র স্থাপন করা
খ. তথ্যের ডিজিটাইলেজশন করা
গ. নাগরিকদের জীবনমান উন্নত করা
ঘ.
২. সর্বপ্রথম ইন্টারনেট প্রটোকল ধারণা দেন কে?
ক. স্টিভ জবস খ. মার্ক জাকারবার্গ
গ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন ঘ. বিজ্ঞানী মার্কনি
৩. জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি?
ক. সৃজনশীলতা খ. বিপ্লব করার ক্ষমতা
গ. চিন্তা-ভাবনা ঘ. তথ্য এবং যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা
৪. কম্পিউটার ভাইরাস কী?
ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার
গ. ব্রাউজার ঘ. হার্ডডিস্ক
৫. সুশাসন প্রতিষ্ঠার জন্য দরকার কোনটি?
ক. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা খ. স্বচ্ছ ব্যবস্থা
গ. অব্যবস্থা ঘ. আধুনিক ব্যবস্থা
৬. বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমটির বেশি ব্যবহার দেখা যায়?
ক. মোবাইল ফোন খ. ফেসবুক
গ. চিঠি ঘ. টেলিভিশন
৭. ই-সার্ভিসের মাধ্যমে যে কেউ মাধ্যম ব্যবহারে সেবা গ্রহণ করতে পারে—
i. ইন্টারনেট
ii. মোবাইল ফোন
iii. অনলাইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয়?
ক. তথ্য সংরক্ষণের জন্য
খ. তথ্যের নিরাপত্তার জন্য
গ. কম্পিউটার সচল করার জন্য
ঘ. সার্ভার খোলা রাখার জন্য
৯.ডিস্ক ডিফ্র্যাগমেন্টার কী কাজে ব্যবহার করা হয়?
ক. হার্ডডিস্কের জায়গা পূর্ণ করতে
খ. কাজের গতি কমাতে
গ. টেম্পোরারি ফাইল তৈরি করতে
ঘ. কম্পিউটারের কাজের গতি বাড়াতে
১০. ‘ইনফো-গ্রাফিকস’ কী?
ক. টেক্সট কনটেন্ট খ. ভিডিও কনটেন্ট
গ. ইমেজ কনটেন্ট ঘ. অডিও-ভিডিও কনটেন্ট
১১. কিন্ডল (kindle) কী?
ক. একটি প্রতিষ্ঠানের নাম খ. একটি কার্টুনের নাম
গ. একটি ই-বুক রিডারের নাম ঘ. একটি সার্চ ইঞ্জিনের নাম
১২.ডেটাবেজে তারিখ সংযোজনের জন্য কোন ফিল্ড ব্যবহৃত হয়?
ক. Text খ. Trumber
গ. Date/Time ঘ. x ও y
১৩. ডকুমেন্ট সেভ করার কিবোর্ডে কমান্ড কোনটি?
ক. Ctrl+P খ. Ctrl+Q
গ. Ctrl+S ঘ. Ctrl+X
১৪. কপিরাইট আইনের আওতায় একজন কপিরাইট হোল্ডার কোন সুবিধাটি পায়?
ক. সৃষ্টিকর্মের একচ্ছত্র অধিকার খ. মূল্য পাবার অধিকার
গ. পরিমার্জনা করার অধিকার ঘ. কপি করার অধিকার
১৫. তথ্য অধিকার আইন নিশ্চিত করে—
i. কপিরাইট অধিকার প্রদান
ii. তথ্য অধিকার সংরক্ষণ
iii. জনগণের তথ্য প্রাপ্তির অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. স্লাইডে যুক্ত ভিডিও ফাইলটি কী আকারে দৃশ্যমান থাকে?
ক. থাম্বনেইল খ. আইকন
গ. বোতাম ঘ. টেক্সট
১৭. ৫০% ক্ষেত্রে মনিটরে ডিসপ্লে না হওয়ার কারণ—
ক. রাম এর সমস্যা খ. এজিপি কার্ডের সমস্যা
গ. সিপিইউ এর সমস্যা ঘ. পাওয়ার বাটনের সমস্যা
১৮. কোন স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায়?
ক. নিস্ক্রিয় স্লাইডে খ. ১ম স্লাইডে
গ. সক্রিয় স্লাইডে ঘ. শেষ স্লাইডে
১৯. ‘কনটেন্ট’ আসলে কী?
ক. প্রতিলিপি খ. তথ্য আধেয়
গ. উপাত্ত ঘ. ডেটাবেজ
২০. ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্যই কি হবে?
ক. ডিজিটাল কনটেন্ট খ. ডিজিটাল লাইব্রেরি
গ. অ্যানিমেশন ঘ. ই-বুক
২১. কোনটি ভিডিও শেয়ারিং সাইট?
ক. গুগল খ. ইউটিউব
গ. ইয়াহু ঘ. ই-বুক
২২. কোনটি অডিও কনটেন্ট?
ক. ইন্টারনেট খ. কার্টুন
গ. ইনফো গ্রাফিকস ঘ. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট
২৩. ই-বুক পড়তে ব্যবহৃত বিশেষ ধরনের রিডারকে কী বলা হয়?
ক. স্মার্ট ফোন খ. রিডার
গ. ই-বুক রিডার ঘ. কম্পিউটার
২৪. রেখা বা পাথ মোটা চিকন করার পরিমাপককে কী বলে?
ক. স্ট্রোক খ. পিক্সেল
গ. রেজুলেসন ঘ. অ্যাংকর
২৫. ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয়—
i. কর্মসংস্থান হ্রাস
ii. দক্ষ জনশক্তি তৈরি
iii. জনসাধারণের অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
মিলিয়ে নাও সঠিক উত্তর:
১.গ ২.গ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.খ ৯.ঘ ১০.গ ১১.গ ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.গ ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ক ২১.খ ২২.ঘ ২৩.গ ২৪.ক ২৫.গ
লেখক: প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কনট ন ট ব যবস থ র সমস য র ক নট র জন য
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের রূপালি ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। মঙ্গলবার (২৯ জুলাই) সেই চিঠি দেওয়া হয়েছে কলকাতার ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে।
আর মাত্র ২ মাসের কম সময় বাকি দুর্গোৎসবের। আগামী সেপ্টেম্বরের শেষে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, এরপর ভারতজুড়ে কালীপূজা, দীপাবলি ইত্যাদি। এই উপলক্ষে গত কয়েক বছর ধরে পূজা মৌসুমে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে থাকে বাংলাদেশ সরকার। যদিও তা করা হয় ভারতের অনুরোধে। আর এবারও সেই অনুরোধের ব্যতিক্রম হলো না।
গত বছর পূজা মৌসুমে পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপের কারণে ইলিশ এসেছিল ভারতে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে কৃতজ্ঞতা প্রকাশ করে ওই চিঠিতে লেখা হয়েছে, “অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে যে, গত বছর আপনার হস্তক্ষেপের ফলে, ভারত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মৎস প্রেমীদের জন্য একটি সুস্বাদু এবং জনপ্রিয়।”
আরো পড়ুন:
সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
শেষ ম্যাচের আগে ভারতের শিবিরে ধাক্কা, বিশ্রামে বুমরাহ
এরপরই লেখা হয়েছে, “দুর্গাপূজা-২০২৫ এর কাউন্টডাউন শুরু হওয়ায়, আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য এ বছর দুর্গাপূজা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পড়েছে।”
তবে প্রতিবছর অনুমোদিত ইলিশের সম্পূর্ণ কোটা রপ্তানি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছে সংগঠনটি। চিঠিতে উল্লেখ করা হয়, “গত বছর আপনার অফিস কর্তৃক প্রদত্ত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগের বছর (২০২৩) ৩ হাজার ৯৫০ মেট্রিক টনের মধ্যে মাত্র ৫৮৭ মেট্রিক টন, ২০২২ সালে ২ হাজার ৯০০ মেট্রিক টনের মধ্যে ১ হাজার ৩০০ মেট্রিক টন এবং ২০২১ সালে ৪ হাজার ৬০০ মেট্রিক টনের মধ্যে ১২শ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছি।”
এই সমস্যার কারণ হিসেবে রপ্তানির জন্য বেঁধে দেওয়া সময়সীমাকে দায়ী করা হয়েছে। ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই। কারণ রপ্তানি পারমিটগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যেমন ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয়। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলে যথেষ্ট নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, যে দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হোক।”
চিঠিতে অন্তর্বর্তী সরকারের এক বছর সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।
বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে আরো শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেছে ব্যবসায়ীদের এ সংগঠন।
ঢাকা/সুচরিতা/ফিরোজ