সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার আহ্বান জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘কোনো রাজনৈতিক দলকে এন্টারটেইন করা সরকারি দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে না। সে ক্ষেত্রে সরকারের দিক থেকে আপনাদের প্রতি কোনো চাপ আসবে না। আপনারাও কোনো রাজনৈতিক দলকে এন্টারটেইন করবেন না।’

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘কোনো সৎ পদক্ষেপের জন্য এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে গিয়ে যদি কোনো কঠিন পদক্ষেপ নিতে হয়, সেই পদক্ষেপকে আমরা সুরক্ষা দেব। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা মেরুদণ্ড শক্ত করে কাজ করবেন। যাঁর যাঁর যেই প্রতিষ্ঠান আছে, সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। আপনার অফিসের ভেতরে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীগত পরিচয়কে এন্টারটেইন করবেন না এবং আপনি নিজেও অন্য কাউকে সুযোগ দেবেন না। যাঁরা সরকারি কর্মকর্তা আছেন, তাঁরা রাজনৈতিক পরিচয় অফিসের বাইরে রেখে দপ্তরে প্রবেশ করবেন।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, ‘কৃষিজমির উপরিভাগের টপ সয়েল তৈরি হতে ২৫ থেকে ৩০ বছর সময় লাগে। কিন্তু বিভিন্ন স্থানে এই মাটি বিক্রি করে ইটভাটায় যাচ্ছে। রাতের অন্ধকারে কৃষিজমির টপ সয়েল লোপাট হয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশকে কৃষিজমির মাটি লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর হতে হবে। তাঁদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। ভূমিদস্যুদের শক্ত শাস্তির আওতায় আনতে হবে। ব্যবস্থা নিতে গিয়ে রাজনৈতিক চাপ এলে সেটকে মোকাবিলা করতে হবে। মনে রাখবেন, পলিটিক্যাল প্রেশারকে এন্টারটেইন করা আপনাদের কাজ না, পলিটিক্যাল সরকার এলে সেটা পরে দেখা যাবে।’

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আপনাদের অফিসে বসে না থেকে মাঠে গিয়ে কাজের তদারকি করতে হবে। অন্তত হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে হলেও কাজটা সঠিকভাবে হচ্ছে কি না, তদারকি করতে হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে পুরোনো কাঠামো পরিবর্তন করা না গেলে আবার স্বৈরাচার ফিরে আসতে পারে। চেষ্টা চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে মতপার্থক্য দূর করে একটা জাতীয় সনদ প্রণয়ন করার। যার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে।

কুমিল্লার জেলা প্রশাসক মো.

আমিরুল কায়ছারের সভাপতিত্ব পর্যালোচনা সভায় বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত র জন ত ক আপন দ র ক জ কর সরক র করব ন

এছাড়াও পড়ুন:

টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”

স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
  • টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১