ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর স্কুলমাঠ। আগে এখানে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলত আড্ডা। ভবনের বারান্দা থেকে মাঠের বিভিন্ন কোণ দখলে থাকত আড্ডাবাজদের। বৈদ্যুতিক আলো না থাকায় মাদকের আড্ডা বসত বলেও অভিযোগ রয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান স্থানীয় লোকজন।
অবশেষে মাঠটির অন্ধকার দূর হয়েছে। এলাকাবাসীর অনুরোধে গত বৃহস্পতিবার দুই পাশে বসানো হয়েছে উচ্চ ক্ষমতার লাইট। পৌরসভা কর্তৃপক্ষের এমন উদ্যোগে মাঠটি এখন রাতেও থাকছে আলো ঝলমলে। মাদকের আড্ডা বন্ধ হওয়ায় ছোট-বড় সবাই সন্ধ্যার পরও খেলাধুলায় মেতে উঠছেন। 
অনেকে চাকরি বা কাজ শেষে সন্ধ্যায় মাঠে এসে বসে ক্লান্তি দূর করছেন। খেলাধুলা উপভোগ করছেন তারা। প্রতিদিন সন্ধ্যায় খেলা দেখতে এলাকার মানুষও ভিড় করছেন। 
স্থানীয় বাসিন্দারা বলছেন, এ মাঠে এখন বাজে আড্ডার পরিবর্তে খেলাধুলা হয়; লাইট লাগানোয় পরিবেশ ভালো হয়েছে। অন্ধকার মাঠ আলো ঝলমলে করে দেওয়ায় পৌর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
স্থানীয় ক্রীড়া সংগঠক খন্দকার তৌফিক আলম সোহেলের ভাষ্য, অন্ধকার থাকায় মাঠের পরিবেশ বাজে হয়ে উঠেছিল। পৌর কর্তৃপক্ষ আলোর ব্যবস্থা করায় এখন খেলাসহ ভালো পরিবেশ ফিরেছে। পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, স্কুলমাঠের এ অবস্থা বজায় রাখতে ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়া হবে।
পৌরসভার প্রশাসক এবং ইউএনও সুবীর কুমার দাশ বলেন, সুশীল সমাজের দাবি ছিল, স্কুলমাঠকে আলোময় করার। তাদের অনুরোধ রক্ষার পর মাঠে মাদকের আড্ডার পরিবর্তে আলোর সুবিধা পেয়ে স্থানীয় যুবকরা খেলাধুলা করছেন বলে তিনি জেনেছেন।

.