২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের ওপর শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের আজ রোববারের কার্যতালিকায় ১৩ নম্বর ক্রমিকে ওঠে। ক্রমানুসারে বিষয়টি উঠলে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ শুনানির এ দিন ধার্য করেন।

এর আগে গত ২৭ এপ্রিল আপিল বিভাগ এক দিনের জন্য বিষয়টি মুলতবি রাখেন। এর ধারাবাহিকতায় বিষয়টি আজ শুনানির জন্য কার্যতালিকায় ওঠে।

আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা ও অনীক আর হক উপস্থিত ছিলেন।

পরে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘আপিল বিভাগ আগামী মঙ্গলবার লিভ টু আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে সেদিন শুনানি হবে।’

আরও পড়ুন২১ আগস্ট গ্রেনেড হামলা: আসামিদের দণ্ড বহাল থাকবে কি না, জানা যেতে পারে আজ ০১ ডিসেম্বর ২০২৪

দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল, জেল আপিল ও বিবিধ আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান।

গত বছরের ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৯ পৃষ্ঠা করে পৃথক দুটি মামলার (হত্যা ও বিস্ফোরক মামলা) পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করে।

গত ১৩ মার্চ আবেদন দুটি আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। চেম্বার আদালত সেদিন আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। এর ধারাবাহিকতায় আবেদন দুটি একসঙ্গে আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক নেতা-কর্মী।

আরও পড়ুন২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরসহ সব আসামি খালাস০১ ডিসেম্বর ২০২৪আরও পড়ুন২১ আগস্ট কোথায় ছিলাম.

..২১ আগস্ট ২০২২

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আপ ল ব ভ গ র শ ন ন র জন য র ষ ট রপক ষ ড স ম বর ব চ রপত আগস ট

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় আইনজীবীকে মারধর করে পুলিশে সোপর্দ, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ

  • ২১ আগস্ট গ্রেনেড মামলা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ৬ মে
  • ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ‘ভুয়া’
  • আজ হচ্ছে না চিন্ময় দাসের জামিন শুনানি
  • নারীবিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট
  • জ্যেষ্ঠ আইনজীবী ফারুকীর প্রতি শ্রদ্ধায় আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ আধা বেলা বন্ধ থাকবে
  • চিন্ময় দাসের জামিন শুনানি আজ
  • মারা গেছেন প্রবীণ আইনজীবী এম আই ফারুকী
  • উপস্থিত থেকেও উদ্ধার না করায় দায় এড়ানোর সুযোগ নেই: হাইকোর্ট
  • নেত্রকোনায় আইনজীবীকে মারধর করে পুলিশে সোপর্দ, বিএনপির বিরুদ্ধে অভিযোগ