জুলাই অভ্যুত্থান স্মরণে ওসমানী উদ্যানে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ
Published: 6th, May 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর ওসমানী উদ্যানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) দিয়ে এটি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে ডিএসসিসি স্মৃতিস্তম্ভের নকশাও চূড়ান্ত করেছে। দ্রুতই এটির নির্মাণকাজ শুরু ও শেষ করতে চায় ডিএসসিসি।
জানা যায়, গত নভেম্বরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওসমানী উদ্যান পরিদর্শনে গিয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেন। পরবর্তীতে এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ডিএসসিসিকে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড.
ইতোমধ্যে ডিএসসিসির পক্ষ থেকে তৈরি করা নকশায় দেখা গেছে, স্তম্ভের মূল স্থাপনা হবে ৯০ ফুট উঁচু। ব্রোঞ্জ দিয়ে এটি তৈরি করা হবে। এটিতে জুলাই অভ্যুত্থানের শহীদদের নাম খোদাই করে লেখা থাকবে। এছাড়া স্তম্ভের সম্মুখভাগ ঘিরে বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অবয়ব ফুটিয়ে তোলা হবে। সচিবালয় সন্নিকটে ওসমানী স্মৃতি মিলনায়তনের পাশে সুবিধাজনক স্থানে এটি তৈরি করা হবে। আর উদ্যানের প্রবেশমুখে তৈরি করা হবে ২৪–এর আদলে একটি ফটক। খুব শিগগিরই এটি তৈরির জন্য দরপত্র আহ্বান করা হবে বলে জানা গেছে।
ডিএসসিসির এক প্রকৌশলী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ল ই গণঅভ য ত থ ন স ম ত স তম ভ ড এসস স ওসম ন
এছাড়াও পড়ুন:
অন্তত পাঁচ বছরের জন্য জাতীয় ঐক্য দরকর: নুর
‘‘আগামীতে গণঅভ্যুত্থানের অংশীজন; বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন সবাই মিলে অন্তত ৫ বছরের জন্য একটি জাতীয় ঐক্য দরকর।’’ এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (৮ নভেম্বর) বিকালে দিনাজপুরে যাওয়ার পথে ফুলবাড়ী শহরের যমুনা ব্রিজ মোড়ে গণঅধিকার পরিষদের সংসদ সদস্যপ্রার্থী মো. শাহাজান চৌধুরীর আমন্ত্রণে পথসভায় এ কথা বলেন তিনি।
নুর বলেন, ‘‘আগামীতে গণঅভ্যুত্থানের অংশীজন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন সবাই মিলে অন্তত ৫ বছরের জন্য একটি জাতীয় ঐক্য দরকর। সবাই মিলে যদি আমরা একটা সরকার গঠন করতে পারি রাজপথে কোন আন্দোলন সংগ্রাম থাকবে না। সবার লক্ষ্য উদ্দেশ্য থাকবে দেশের কল্যাণ, মানুষের কল্যাণ।’’
‘‘আমাদের প্রশাসন যেন রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার না করে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিভিন্ন বিদেশী অপশক্তির সাথে অনেক সময় হাত মিলিয়ে দেশের ক্ষতি করে,’’ বলেন তিনি।
এ সময় উপজেলা গণঅধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/মোসলেম//