নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন সংক্রান্ত বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিতরা শহরে যানজট সৃষ্টির বিভিন্ন কারণ এবং তা সমাধান করার নানা উপায় তুলে ধরেন। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা.

এএফএম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোনাব্বর হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নীরব রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, শহরে যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, যততত্র যাত্রী ওঠানামা ও গাড়ি পার্কিং বন্ধ, সড়কে হকার বসতে না দেওয়া, রুট পারমিটবিহীন যানবাহন চলাচল বন্ধসহ আমরা আরও কয়েকটি উদ্যোগ নিয়েছি। আশা করছি, কিছুদিনের মধ্যেই শহরে যানজট কিছুটা হ্রাস পাবে। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ য নজট

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধার,  স্বামী পলাতক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঋতু আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে হাজীগঞ্জ এলাকার ইমামউদ্দিনের বাড়ির নিচতলার ভাড়াবাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নিহতের স্বামী মাসুম মিয়া তার শ্বশুরকে ফোন দিয়ে জানান, ঋতু আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে ওই বাসায় ভাড়া ওঠেন দম্পতি। প্রায় তিন বছর আগে প্রেমের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগেই থাকতো বলে জানা গেছে।
নিহতের বাবা মো. কাশেম মিয়ার অভিযোগ, তার মেয়েকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখেন ঘরের বাইরে তালা দেওয়া ছিল।

ফতুল্লা থানার এসআই সঞ্জীব জোয়াদ্দার জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ; হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ দফা দাবিতে নাসিককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি
  • নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
  • জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আটকাতে পারবে না
  • নারায়ণগঞ্জে টাইফয়েড টিাকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
  • দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‌্যাব মহাপরিচা
  • ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধার,  স্বামী পলাতক
  • পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নামে শিক্ষকদের কাছে চাঁদা দাবি
  • ডাকাত-মহাজনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
  • দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটর করা হচ্ছে: র‍্যাব মহাপরিচালক
  • পূজায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা: র‌্যাব