সাবেক আইজিপিসহ তিনজনকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে
Published: 7th, May 2025 GMT
রাজধানীর কল্যাণপুরে ২০১৬ সালে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণ নিহতের ঘটনায় করা মামলায় পুলিশ সাবেক প্রধান একেএম শহীদুল হকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এ আদেশ দেন। পাশাপাশি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ জুলাই পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
জানা গেছে, আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক আইজিপি শহীদুল হককে ২৫ মে, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে ২৭ মে এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি জসীম উদ্দীন মোল্লাকে ২৯ মে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানিতে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় প্রার্থনা করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে সময় ও জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। এ সময় সাবেক আইজিপি শহীদুল হকসহ তিন আসামি ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ি নামে একটি ভবনে ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয় ৯ জন। নিহতের পরিবারের দাবি, জঙ্গি নাটক সাজিয়ে তাদের ‘হত্যা’ করা হয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ রাতে ব্যালন ডি’অর: কীভাবে বেছে নেওয়া হয় বিজয়ীদের
প্যারিসের বিখ্যাত থিয়াত্র দ্যু শাতলে-তে আজ ঘোষণা করা হবে ফুটবলে ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। বাংলাদেশ সময় আজ রাত ১২টায় শুরু হবে অনুষ্ঠান, যা সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস টেন ১ চ্যানেলে। চলুন দেখা যাক, এ পুরস্কার কারা দেয়, কীভাবে বেছে নেওয়া হয় বিজয়ীদের—
সেরাদের জন্য ফিফার পুরস্কার আছে, আছে উয়েফারও। কিন্তু ফুটবলে এখনো ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে সম্মানজনক পুরস্কার মনে করা হয় ব্যালন ডি’অরকে। ১৯৫৬ সাল থেকে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল এই পুরস্কার দিয়ে আসছে। এর পর থেকে গত সাত দশকে এই পুরস্কার নানা বিবর্তনের মধ্য দিয়ে গেছে, তবে এর আবেদন কমেনি একটুও। এখনকার ফুটবলে এত পুরস্কারের ভিড়েও তাই ব্যালন ডি’অর ফুটবলারদের কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত।
কীভাবে শুরুদুই ফরাসি ক্রীড়া সাংবাদিক—গ্যাব্রিয়েল আনো আর জ্যাক ফেরাঁর মাথায় প্রথমে বছরের সেরা ফুটবলারকে এ রকম একটা পুরস্কার দেওয়ার ভাবনা আসে। দুজনই ছিলেন লেকিপের সাংবাদিক। ফেঁরা আবার ফ্রান্স ফুটবল সাময়িকীর পরিচালক হিসেবেও কাজ করেছেন। শুধু ব্যালন ডি’অরই নয়, এখন যেটা চ্যাম্পিয়নস লিগ, যে টুর্নামেন্টের শুরুটা হয়েছিল ইউরোপিয়ান কাপ নামে, সেটাও এই দুই সাংবাদিকের ভাবনাপ্রসূত। দুজনের ভাবনা বাস্তবায়িত হতে বেশি সময় লাগেনি, ১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া শুরু করে।
ফ্রান্স ফুটবলের প্রচ্ছদে ২০০৫ সালের পুরস্কারজয়ী রোনালদিনিও