ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে জন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ভারতের সঙ্গে সীমান্তবর্তী ৩০টি ও মিয়ানমারের সঙ্গে ৩টি জেলা রয়েছে। ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে জন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুলিশ চেষ্টা করবে ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে যেন বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর (জনসংযোগ) শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা ২০২৪ সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। সেখানে আইজিপি বাহারুল আলম প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের সভাপতি মো.

মোস্তফা কামাল।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রানার্সআপ হয়েছে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ৫ থেকে ৭ মে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে অংশ নেয়।

প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মধে৵ পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথিরা এবং অংশগ্রহণকারী শুটাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ আইজ প

এছাড়াও পড়ুন:

প্রথম প্রান্তিকে লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ১৪.২৮ শতাংশ

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৪.২৮ শতাংশ।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৭ মে) লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪০ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.২০ টাকা বা ১৪.২৮ শতাংশ।

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.২৫ টাকা।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ