রণবীর বলেছিল তোমার শরীর, সিদ্ধান্তও তোমার: দীপিকা
Published: 8th, May 2025 GMT
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গত বছর কন্যাসন্তানের মা হয়েছেন। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তাঁদের মেয়ের নাম রেখেছেন ‘দুয়া’। মা হওয়ার পর কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন দীপিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর অন্তঃসত্ত্বার সময় এবং মাতৃত্বের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘গর্ভাবস্থার আট–নয় মাস খুব একটা সহজ ছিল না। অনেক জটিলতা ছিল, অনেক কিছু সহ্য করতে হয়েছে আমাকে। এই কঠিন সময়ে পরিবার ও বন্ধুদের সহযোগিতা না পেলে হয়তো এতটা সামলাতে পারতাম না। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।’
দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাসসেরা হওয়ার রেকর্ডও এখন শুবমান গিলের
ইংল্যান্ড সফরটা কী দুর্দান্তই না কেটেছে শুবমান গিলের। এক সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছোঁয়া গিল সেই সিরিজের পারফরম্যান্স দিয়ে আইসিসির জুলাই মাসের মাসসেরা ক্রিকেটার হয়েছেন। চতুর্থবারের মতো মাসসেরা হয়ে নতুন রেকর্ডও গড়লেন ভারত অধিনায়ক। গিলই পুরুষ ক্রিকেটে প্রথম খেলোয়াড়, যিনি চারবার জিতলেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার।
জুলাইয়ে ইংল্যান্ড সফরে তিন টেস্টে ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান করেছেন গিল। এর আগে তিনি ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জিতেছিলেন এই পুরস্কার। নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুসও সমান চারবার করে মাসসেরা হয়েছেন।
এজবাস্টনে দ্বিতীয় টেস্টে গিলের জোড়া সেঞ্চুরি (২৬৯ ও ১৬১) সিরিজে ভারতকে ১-১ সমতায় ফেরায়। ওই ম্যাচে গিলের ৪৩০ রান টেস্ট ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে তাঁর দ্বিতীয় ইনিংসের ১০৩ রান ম্যাচ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অ্যান্ডারসন–টেন্ডুলকার সিরিজে চতুর্থ সেঞ্চুরির পর ভারত অধিনায়ক শুবমান গিল