নারায়ণগঞ্জ শহরের গলাচিপা ডিএন রোড এলাকার নিবাসী বিশিষ্ট সমাজসেবক মরহুম কাজী নূর হোসেন মিয়ার স্ত্রী মরহুমা শাহিদা বেগমের ১০ম মৃত্যু বার্ষিকী আজ।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন হয়েছে। মরহুমা শাহিদা বেগম মৃত্যু বার্ষিকীতে তার স্নেহধন্য পুত্র আলহাজ্জ্ব কাজী মো. ইসলাম মিয়ার নিজ বাস ভবনে কোরআন খানী, দোয়া, কাঙ্গলাী ভোজসহ বাদ ফজর মাসদাইর কবরস্থানে কবর জিয়ারত করা হয়।

মরহুমের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের আত্বীয় স্বজন ও শুভাকাঙ্গীদের বাদ যোহর তার নিজ বাস ভবনে মিলাদ ও দোয়ায় উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ই মে এই দিনে তিনি সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান। মরহুমা শাহিদা বেগম দৈনিক সচেতন ও সচেতন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্জ্ব কাজী মো.

ইসলাম মিয়ার মাতা।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ মরহ ম

এছাড়াও পড়ুন:

আওয়ামী দোসরদের বিরুদ্ধে ২ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের দেওভোগে আওয়ামী লীগ নেতা তিন ভাইয়ের বিরুদ্ধে বোনের ২ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জাল ওয়ারিশ সনদ তৈরী করে এসব সম্পত্তি আত্মসাত করেন তারা। শুধু তাই নয় বিগত আওয়ামীলীগ সরকারের প্রভাবে মামলা দিয়ে হয়রানিও করেছেন ওই নেতারা।

বুধবার (১৪ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মামাদের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কারোড এলাকা বাসিন্দা শাহ আল মোমেন।

সংবাদ সম্মেলনে শাহ আল মোমেন অভিযোগ করেন, ২০১২ সালে তার মা মোমেনা বেগমের মৃত্যুর পর থেকেই  মামাদের মধ্যে শুরু হয় সম্পত্তি নিয়ে টানাটানি। মেঝো মামা খাজা রহমতউল্লাহ  ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা, বড়  মামা খাজা আহসানুল্লাহ ও খাজা অলিউল্লাহ মাসুদ  সাবেক বিদ্যুত মন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠজন।  মেজ মামা খাজা রহমতুল্লাহর স্ত্রী   নাদিয়া বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার  উপদেষ্টা এস এ মালেকের কন্যা।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামারা তিন ভাই মা সহ খালারা চার বোন, মামা নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সেই প্রভাব খাটিয় মা ও খালাদের ওয়ারিশ সম্পত্তি জাল সনদ করে অন্যত্র বিক্রি করে দেয় ।

আমার মায়ের নামে থাকা নারায়ণগঞ্জের মাসদাইর, নয়ামাটি এবং দেওভোগে  প্রায় ২ কোটি টাকার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় আমাদেও দুই ভাই একবোনকে । অভিযুক্তরা আওয়ামীলীগের প্রভাবশালি নেতা হওয়ায় বিগত ৫ ই আগস্ট এর আগে আমারা   ন্যায়বিচার পাইনি। ভেবেছিলাম ৫ আগস্ট এর পর সঠিক বিচার পাবো।

তিনি অভিযোগ করে বলেন, তৎকালীন সিটি কর্পোরেশনের কাউন্সিলর বিভা হাসানকে মিথ্যা তথ্য দিয়ে ওয়ারিশের জাল সনদ তৈরি করেছেন এবং ওই সনদের মাধ্যমে জমি অন্যতম বিক্রি করে দিয়েছেন এই মামারা।   

জাল সনদের বিষয়ে আদালতে মামলা করলে আদালত সিআইডিকে তদন্ত দেয়  তদন্ত সিআইডি  প্রমাণ পায যে, জাল ওয়ারিশ সনদদের মাধ্যমে আমার মায়ের সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে।   আত্মসাৎ এর  প্রমাণের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা মামার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। 
জাল সনদ কান্ড  পারিবারিকভাবে বা সামাজিকভাবে সমঝোতা করে দেবেন এমন আশ্বাসে জামিন নিয়ে  আওয়ামী লীগ নেতা মামা  মুঠোফোনে খাজা অলিউল্লাহ মাসুদ আমাকে  হত্যার হুমকি দেয়। সম্পত্তি ফেরতসহ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান তিনি।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ
  • আওয়ামী দোসরদের বিরুদ্ধে ২ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
  • টাঙ্গাইল মাতালেন নগর বাউল জেমস
  • টাঙ্গাইলে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক 
  • ক্যাম্পাসজুড়ে জুলাই অভ্যুত্থানের গল্প
  • মহাসড়ক ও আশপাশে ২১৭ পশুহাট, আশঙ্কা যানজটের
  • নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছি : নৌ পুলিশ না’গঞ্জ 
  • ১৭ ও ২৪ জুন আদালত খোলা থাকবে, ১১ ও ১২ জুন ছুটি
  • ঢাবি প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের দশক পূর্তি