ইসলাম মিয়ার মায়ের দশম মৃত্যু বার্ষিকী আজ
Published: 14th, May 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের গলাচিপা ডিএন রোড এলাকার নিবাসী বিশিষ্ট সমাজসেবক মরহুম কাজী নূর হোসেন মিয়ার স্ত্রী মরহুমা শাহিদা বেগমের ১০ম মৃত্যু বার্ষিকী আজ।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন হয়েছে। মরহুমা শাহিদা বেগম মৃত্যু বার্ষিকীতে তার স্নেহধন্য পুত্র আলহাজ্জ্ব কাজী মো. ইসলাম মিয়ার নিজ বাস ভবনে কোরআন খানী, দোয়া, কাঙ্গলাী ভোজসহ বাদ ফজর মাসদাইর কবরস্থানে কবর জিয়ারত করা হয়।
মরহুমের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের আত্বীয় স্বজন ও শুভাকাঙ্গীদের বাদ যোহর তার নিজ বাস ভবনে মিলাদ ও দোয়ায় উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ই মে এই দিনে তিনি সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান। মরহুমা শাহিদা বেগম দৈনিক সচেতন ও সচেতন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্জ্ব কাজী মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ মরহ ম
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে সওজ’র কলোনি থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সওজ’র কলোনি থেকে সাবিনা আক্তার লাকি (৩২) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আবাসিক টিনসেড কলোনির একটি বাসা থেকে ওই গৃহবধূর লাশটি গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। তিনি স্থানীয় রুবেল মিয়ার স্ত্রী।
সংশ্লিষ্টরা বলছেন, এ টিনসেড কলোনির বরাদ্দকৃত বাসায় সওজের কর্মচারীদের অধিকাংশই নিজেরা না বসবাস করে ঘরগুলো বাইরের লোকজনের কাছে ভাড়া দিয়ে রেখেছেন। এতে করে এ কলোনিটি বহিরাগতদের নিয়ন্ত্রনে চলে যায় এবং মহাসড়কের পাশে হওয়ায় মাদক, সন্ত্রাসী, ছিনতাইকারী ও পতিতাতের অভয়ারন্য হয়ে উঠেছে।
যে বাসায় এ হত্যাকান্ড ঘটেছে তা সওজ ভিটিকান্দি সড়ক উপ-বিভাগ নারায়ণগঞ্জ এর উচ্চমান সহকারী মো. আবু তাহেরের নামে বরাদ্দ নেয়া। তিনি বাসাটি ভাড়া দিয়ে অনত্র বসবাস করেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লাকি আক্তারের স্বামী রুবেল মিয়া হলেও তিনি দীর্ঘদিন ধরে নিরব নামে এক প্রতিবেশীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। প্রায়শ নিরবের বাসায় যাতায়াত করতেন। মঙ্গলবার রাতেও তিনি নিরবের বাসায় যান। আর বুধবার সকালে তার লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে নিরব পলাতক রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, আমরা নিরবের বাসা থেকে লাকির লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
ওসি শাহিনূর আলম বলেন, নিহতের সন্তানরা ছোট হওয়ায় ঘটনার বিস্তারিত বলতে পারছে না। স্বামী রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগ হয়েছে, তিনি থানায় আসছেন।