আক্রমণে ঝড় তুলেও কাঙ্ক্ষিত জয় পায়নি লিওনেল মেসির ইন্টার মায়ামি। স্থানীয় সময় বুধবার রাতে গোলের পর গোলের এক রুদ্ধশ্বাস ম্যাচে সান হোসে আর্থকোয়েকসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তারা। উভয় দলের রক্ষণভাগ কখনও ভেঙে পড়েছে, আবার কখনও দুর্দান্ত ভাবে সামলে নিয়েছে প্রতিপক্ষের ধাক্কা। তবে এই গোলবন্যা ম্যাচেও নিষ্প্রভ ছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি।

ম্যাচ শুরু হতেই সান হোসের দর্শকরা চমকে উঠলেন। প্রথম মিনিটেই মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিয়ানো ফ্যালকন গোল করে এগিয়ে দেন দলকে। কিন্তু সান হোসের জবাব আসে দ্রুত, মাত্র দুই মিনিট পরেই গোল করেন আরাঙ্গো। শুরুতেই স্কোরলাইন ১-১।

এরপর ম্যাচে রীতিমতো পাল্টাপাল্টি আক্রমণের প্রদর্শনী চলে। ৩৭ মিনিটে বিউ লেরক্সের গোলে সান হোসে এগিয়ে যায় ২-১ ব্যবধানে। তবে বিরতির আগে ৪৪ মিনিটে তাদিও অ্যালেন্ডে সমতা ফেরান (২-২)। অতিরিক্ত সময়ে ইয়ান হার্কস আবারও সান হোসেকে এগিয়ে দেন, ফলে প্রথমার্ধেই দেখা মেলে পাঁচটি গোলের।

আরো পড়ুন:

মায়ামিতে সবচেয়ে বড় হারের স্বাদ পেলেন মেসি

মেসি গোল করলেই জেতে মায়ামি

বিরতির পর বদলি খেলোয়াড় রদ্রিগেজের পাস থেকে আবারও গোল করেন অ্যালেন্ডে। এটি ছিল তার ব্যক্তিগত দ্বিতীয় গোল। ৫২ মিনিটে গোল করে ম্যাচে আবার সমতা ফেরান (৩-৩)। এরপর উভয় দলই সুযোগ তৈরি করলেও আর বল জালে জড়াতে পারেনি।

লিওনেল মেসির পা থেকে জাদু বের হয়নি এদিন। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও একবারও গোলের দেখা পাননি তিনি। ফ্রি-কিক, ওপেন প্লে কিংবা ডান পায়ের শট—সবকিছুতেই বাধা হয়ে দাঁড়িয়েছেন সান হোসের গোলরক্ষক দানিয়েল। শেষ মিনিটেও মেসির শটে ডাইভ দিয়ে দলকে রক্ষা করেন এই গোলরক্ষক।

এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ইন্টার মায়ামির পয়েন্ট দাঁড়ায় ২২, অবস্থান চতুর্থ। অপরদিকে, সান হোসে ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে ষোলো নম্বরে। শীর্ষে রয়েছে ২৮ পয়েন্ট নিয়ে সিনসিনাটি। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফিলাডেলফিয়া ও কলম্বাস যথাক্রমে ২৬ পয়েন্ট নিয়ে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল গ ল কর

এছাড়াও পড়ুন:

স্মার্টফোনে বেডটাইম বা স্লিপ মোড চালু করবেন যেভাবে

রাতে ঘুমানোর আগে স্মার্টফোনে কল বা বার্তা এলে মনোযোগে সমস্যা হয় অনেকের। শুধু তা-ই নয়, ঘন ঘন কল বা নোটিফিকেশন এলে ঘুমও ভেঙে যায়। এ সমস্যা সমাধানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রয়েছে বেডটাইম মোড বা স্লিপ মোড সুবিধা। সুবিধাটির মাধ্যমে নির্দিষ্ট সময়ে কল বা বার্তা আসা বন্ধ রাখার পাশাপাশি ফোনের পর্দার উজ্জ্বলতা কমিয়ে রাখা যায়, ফলে ঘুমে ব্যাঘাত হয় না। অ্যান্ড্রয়েড ফোনে নির্দিষ্ট সময় পর্যন্ত বেডটাইম মোড বা স্লিপ মোড সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নির্দিষ্ট সময় পর্যন্ত বেডটাইম মোড বা স্লিপ মোড সুবিধা চালুর জন্য প্রথমে সেটিংসে প্রবেশ করে ‘ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস’ অপশনে ক্লিক করতে হবে। এবার বেডটাইম মোড নির্বাচনের পর পাশে থাকা টগলটি চালু করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর সেটআপ বেডটাইম মোড অপশনে ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার সময় নির্ধারণ করতে হবে। এবার ‘ডান’ অপশনে ক্লিক করলেই বেডটাইম মোড চালু হয় যাবে।

স্যামসাংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ফোনে বেডটাইম মোড সুবিধাটি স্লিপ মোড নামে পাওয়া যায়। সুবিধাটি চালুর জন্য প্রথমে সেটিংস অপশনে গিয়ে মোডস অ্যান্ড রুটিনস নির্বাচন করতে হবে। এরপর স্লিপ অপশনে গিয়ে টার্ন অন অটোমেটিক্যালিতে প্রেস করে স্লিপ শিডিউলে গিয়ে ঘড়িতে ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার সময় নির্ধারণ করতে হবে। এবার সেভ বাটনে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে স্লিপ মোড চালু হবে। এ ছাড়া তাৎক্ষণিকভাবে স্লিপ মোড চালু করতে স্লিপ অপশনের নিচে থাকা টার্ন অন বাটনে ক্লিক করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • আলাস্কা শীর্ষ বৈঠক: ট্রাম্পের হার-জিত না হলেও বড় জয় পুতিনের
  • শেষ ৫৩ রানের ৪৮-ই ম্যাক্সওয়েলের, ২ উইকেটের জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
  • স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শোনার উপকারিতা
  • ভিডিওতে দেখা যাচ্ছে খুনিদের, তবু ধরছে না পুলিশ—ক্ষোভ রূপলালের স্ত্রীর
  • ফুটবল দলবিহীন শেষ দেশ মার্শাল দ্বীপপুঞ্জের ঐতিহাসিক অভিষেক
  • স্মার্টফোনে বেডটাইম বা স্লিপ মোড চালু করবেন যেভাবে
  • সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টি
  • জিৎ যেভাবে সিনেমায় এলেন
  • সম্পর্ক অস্বীকার, ‘বাচ্চা চোর’ অপবাদ দিয়ে নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন
  • চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো