কর্মসংস্থান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ থাকতে হবে
Published: 26th, May 2025 GMT
সর্বশেষ গত দুই–তিন বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় ও দেশীয় মুদ্রার অবমূল্যায়নের কারণে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এই সংকটের কারণে মানুষের খরচ করার সামর্থ্য ও প্রত্যাশা উভয়ই কমে গেছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে হিমশিম খাওয়া সাধারণ মানুষ এখন সবজি, ফল ও আমিষ খাওয়া কমিয়ে দিয়েছেন। আমরা দেখছি, মানুষের মাথাপিছু ভোগ কমেছে এবং পুষ্টির ঘাটতি বেড়েছে। এতে নিম্ন, নিম্ন মধ্যম এবং কিছু ক্ষেত্রে মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা ভুক্তভোগী হচ্ছেন। ফলে খুচরা বিক্রেতা হিসেবে আমাদের প্রত্যাশা, আগামী বাজেটে যেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আর্থিক সক্ষমতা বাড়ে। সেই সঙ্গে সাধারণ মানুষের পুষ্টির ঘাটতি কমানোর বিষয়টিকেও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
আর্থিক সক্ষমতা বাড়ানোর উপায় হচ্ছে—যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান বাড়ানো। আর এ জন্য প্রয়োজন নতুন বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে যেমন ব্যবসা ও শিল্প গড়ে ওঠে, তেমনি কাজের সুযোগও তৈরি হয়। তাতে মানুষের ভোগ বাড়ে, গতি আসে অর্থনীতিতে। আগামী বাজেটে কর্মসংস্থান তৈরিতে বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, এটাই আমাদের প্রত্যাশা। বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকঋণের উচ্চ সুদ একটি বড় প্রতিবন্ধকতা। এতে বিনিয়োগ প্রবাহ কমে গেছে। যেহেতু গত কয়েক মাসে মূল্যস্ফীতি কিছুটা নিম্নমুখী প্রবণতায় রয়েছে তাই সুদহার কিছুটা কমানো উচিত। বাজেটে এই ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা প্রত্যাশা করছি।
দ্বিতীয়ত, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও সরবরাহব্যবস্থার দুর্বলতাগুলো কমানোর উদ্যোগ নিতে হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল