‘ফিয়ারলেস, নট কেয়ারলেস ক্রিকেট’, পাকিস্তান অধিনায়কের সতর্কবার্তা
Published: 28th, May 2025 GMT
টানা দুই সিরিজে হারের পর চাপে পাকিস্তান। এবার দলেও নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কিংবা শাহীন শাহ আফ্রিদির মতো নিয়মিত মুখ। নতুন এই দলকে নেতৃত্ব দেবেন সালমান আগা। এর আগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও এবার পুরোপুরি নতুন চেহারার পাকিস্তান দলকে পথ দেখানোর দায়িত্ব তার কাঁধে।
আজ লাহোরে বাংলাদেশের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ ঘিরে সালমান আগা বলেছেন, তারা খেলবে ‘ভয়ডরহীন কিন্তু দায়িত্বশীল’ ক্রিকেট। তার ভাষায়, ‘ফিয়ারলেস, নট কেয়ারলেস ক্রিকেট’।
এমন মন্তব্যে যেন কিছুটা বার্তাই দিয়ে রাখলেন বাংলাদেশের জন্য, নিজেদের মাঠে পাকিস্তান এই সিরিজে ঘুরে দাঁড়াতে চায় যেকোনোভাবে। সালমান বলেন, “আমরা নির্দিষ্ট কিছু পরিকল্পনার মধ্যে থেকে আক্রমণাত্মক ক্রিকেটকে আমাদের কৌশলের অংশ করতে চাই, যাতে সেটা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজে দেয়।”
আরো পড়ুন:
বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখা যাবে যেসব চ্যানেলে
পাকিস্তানে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ
এদিকে এই সিরিজে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবস্থাটি থাকছে না। পিসিবি জানায়, পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে যারা পিএসএলে ডিআরএস পরিচালনা করতেন, তারা এখনো পাকিস্তানে ফেরেননি। ফলে এই সিরিজেও ডিআরএস ছাড়াই মাঠে গড়াবে খেলা।
তবে পাকিস্তান অধিনায়ক আস্থা রাখতে চান মাঠের আম্পায়ারদের ওপর। তিনি বলেন, “ডিআরএস না থাকায় কিছুটা কঠিনতা থাকবে, তবে আগে তো ডিআরএস ছাড়াই ক্রিকেট চলেছে। আম্পায়ারদের ওপরই আমাদের ভরসা রাখতে হবে। আশা করি, সবাই ভালো আম্পায়ারিং দেখতে পাবেন।”
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ডিআরএস কেন নেই, কারণ কি জয় শাহ
ফখর জামানের বিরুদ্ধে শরীফুল ইসলাম এলবিডব্লুর আবেদন করতেই আঙুল তুললেন আম্পায়ার। ফখর কিছুটা দ্বিধায়, আসলেই কি আউট! তবে সংশয় থাকলেও রিভিউ নেওয়ার সুযোগ ছিল না পাকিস্তান ওপেনারের। কারণ, এই ম্যাচে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) নেই।
শুধু গতকালের ম্যাচটিতেই নয়, বাংলাদেশ-পাকিস্তান চলমান তিন টি-টোয়েন্টি সিরিজেই ডিআরএস নেই। এমনকি কিছুদিন আগে শেষ হওয়া পিএসএলের শেষ দিকেও ডিআরএস ছিল না। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের দাবি, আইসিসি চেয়ারম্যান জয় শাহর কারণেই ডিআরএস নেই। যে প্রতিষ্ঠান ডিআরএস সেবা দিয়ে থাকে, তাদের পাকিস্তানে না যেতে চাপ দিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এই সাবেক সচিব।
গত মাসে শুরু হওয়া পিএসএলের প্রথম থেকেই ডিআরএস প্রযুক্তি ব্যবহার হয়েছে। তবে চলতি মাসের প্রথম দিকে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় জড়ালে পিএসএল স্থগিত করা হয়। ওই সময় বিদেশি খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্য ও সম্প্রচার ক্রুরা পাকিস্তান ছেড়ে যান। এক সপ্তাহ পর পিএসএল শুরু হলেও ডিআরএস প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আর পাকিস্তানে ফেরেননি। ডিআরএস প্রযুক্তির সঙ্গে যুক্ত বেশির ভাগ কর্মীই ছিলেন আবার ভারতীয়।
গত রোববার পিএসএল শেষ হওয়ার পর বুধবার শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। গাদ্দাফি স্টেডিয়ামের এই সিরিজেও ডিআরএস নেই। সামাটিভি অনলাইনে একটি সূত্রের বরাতে বলা হয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর চাপে পিএসএল ও বাংলাদেশ সিরিজে ডিআরএস প্রযুক্তি নেই।
আরও পড়ুন২০০ রান তাড়ায় এ কেমন ব্যাটিং বাংলাদেশের৪ ঘণ্টা আগেসূত্র জানিয়েছে, যে কোম্পানি ডিআরএস প্রযুক্তির হক-আই সরবরাহ করে, তাদের পাকিস্তানে না যেতে চাপ দেওয়া হয়েছে। পরে কোম্পানিটি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তাদের অপারগতার কথা জানায়।
হক-আই কোম্পানি পাকিস্তানে নিরাপত্তা শঙ্কা জানানোর পর পিসিবির পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। এমনকি বিদেশি খেলোয়াড়দের জন্য থাকা প্রেসিডেনশিয়াল-মর্যাদার নিরাপত্তা হক-আই স্টাফদেরও দেওয়া হবে—এমন আশ্বাসেও তাঁরা রাজি হননি।
আরও পড়ুন‘পদত্যাগ’ করতে পারেন বিসিবি সভাপতি ফারুক১৫ ঘণ্টা আগে