ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার  ফিলিস্তিনিদের ভিড়ের উপর গুলি চালালে কমপক্ষে একজন বেসামরিক লোক নিহত এবং ৪৮ জন আহত হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় খাদ্য সরবরাহের জন্য ইসরায়েলের নির্বাচিত দলটি তাদের বিতরণ কেন্দ্রের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরেই ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ভিড়ের উপর গুলি চালায়। এ ঘটনায় একজন বেসামরিক লোক নিহত এবং ৪৮ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ বিতরণ স্থানের চারপাশের বেড়া ভেঙে যাওয়ার পর ইসরায়েলি বাহিনী গুলি চালাতে শুরু করে। একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে গুলি চালানোর শব্দ পাওয়া গেছে। একটি ভিডিওতে, নারী ও শিশুসহ আতঙ্কিত বেসামরিক লোকদের ত্রাণ বিতরণ স্থান থেকে পালিয়ে যেতে দেখা গেছে।

ফিলিস্তিনি অঞ্চলের জন্য জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রধান অজিত সুংহাই জানিয়েছেন, আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে একজন নিহত হয়েছে।

ইসরায়েল মার্চ মাসে গাজা অবরোধ করে এবং ত্রাণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেয়। চলতি মাসের শুরুতে একটি বিশ্বব্যাপী ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকার পাঁচ লাখ মানুষ অনাহারের মুখোমুখি।

১১ সপ্তাহের অবরোধ এবং ইসরায়েলের অব্যাহত কঠোর অবরোধের ফলে গাজার বেশিরভাগ মানুষ চরম ক্ষুধার্ত। বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের চিকিৎসক এবং সাহায্য কর্মীরা কয়েক মাস ধরে বলে আসছেন, অপুষ্টি ছড়িয়ে পড়ছে, রান্নার গ্যাসের অভাবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত বেকারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং দোকান ও বাজারে খাবারের দাম বেড়ে যাচ্ছে।

আন্তর্জাতিক সমালোচনার মুখে গত সপ্তাহে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা পূর্ণ নয়, বরং সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ করতে দেবেন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য

এছাড়াও পড়ুন:

চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’

যুক্তরাষ্ট্রের বাসিন্দা আনিয়া বানাখ, একজন গলফ খেলোয়াড়। তিনি একটি বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন দেখতেন। নিজ দেশের আরেকজন গলফ খেলোয়াড়কে দেখে তিনি বুঝে যান, নিজের স্বপ্ন পূরণ করতে হলে তাঁকে ঠিক কী করতে হবে। যেমন ভাবনা, তেমন কাজ।

২০২৪ সালের ৯ নভেম্বর ক্যালিফোর্নিয়ার কার্লসব্যাড শহরে আনিয়া বসে যান তাঁর বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন পূরণে। সেদিন নিজের মাথা ও চুলের বেণিতে তিনি একে একে গুঁজে দেন ৭১১টি গলফ ‘টি’। এই গলফ ‘টি’ হলো গলফ বল রাখার ছোট স্ট্যান্ড বা খুঁটি।

আনিয়া বানাখের বয়স ৪৫ বছর। তাঁর বন্ধুরা ৪৭ মিনিট ধরে কাঠের গলফ টিগুলো আনিয়ার চুলে গুঁজে দেন। এত দিনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁকে বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতি দিয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে আনিয়া বলেন, ‘আমি সব সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে জায়গা পাওয়ার স্বপ্ন দেখেছি। এটা একেবারেই আমার নিজস্ব স্বপ্ন ছিল। আমি গলফ খেলা ঘিরে কিছু একটা করতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল, এটা দারুণ একটা আইডিয়া হবে।’

আনিয়ার এই রেকর্ড গড়ার অনুপ্রেরণা ছিলেন জোয়েল স্ট্রাসার। একাধিক বস্তু দাড়িতে গুঁজে রাখার বেশ কয়েকটি রেকর্ডের মালিক তিনি। আনিয়া বলেন, ‘জোয়েল (স্ট্রাসার) নিঃসন্দেহে দাড়ি-সংক্রান্ত রেকর্ডে সর্বকালের সেরা একজন। আমি তাঁর ওই যাত্রা অনুসরণ করেছি। আর সত্যি বলতে, তাঁর অভিনব, সৃজনশীল আর মজার স্বভাব আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।’

‘তাঁর সৃজনশীলতাই আমাকে উজ্জীবিত করেছিল। তাই ভাবলাম, আমিও কিছু পাগলামি করি। আমি তো হতে পারি গলফে জোয়েলের নারী রূপ।’

চুল নিয়ে এমন মজার কিছু করতে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই নারী জোয়েলকে ধন্যবাদও দিয়েছেন।

অন্যদের অনুপ্রেরণা দিতে গিয়ে আনিয়া বলেন, ‘আপনি যদি কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে সেটা পূরণ করে ফেলুন—স্বপ্ন পূরণে বেরিয়ে পড়ুন, ভয় পাবেন না। চুলে গলফ টি গোঁজা হোক বা অন্য কিছু—নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। হয়তো একদিন আপনার নাম উঠবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।’

সম্পর্কিত নিবন্ধ

  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি গাজায়
  • চীনে ভারী বৃষ্টিপাতে ৪ জনের মৃত্যু, ১১টি প্রদেশে বন্যার সতর্কতা জ
  • বিজিবিতে সিপাহি পদে নিয়োগ, জিপিএ–২.৫ হলে আবেদন