সোনারগাঁয়ে পুকুর থেকে বল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
Published: 28th, May 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবুর (৮) ও জুনায়েদ (৬) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার নয়াপাড়া এলাকায় এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত হাবিবুর নয়াপাড়া এলাকার হানিফের ছেলে এবং জুনায়েদ একই এলাকার বাদশা মিয়ার ছেলে।
হাবিবুরের বাবা হানিফ বলেন, ‘‘দুপুর ১টার দিকে বল নিয়ে বাড়ির পাশেই শিশুরা খেলাধুলা করছিল। দেড়টার দিকে এক প্রতিবেশী মহিলা ওই মাঠের পাশে একটি পুকুরে দুজনের লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা দৌড়ে গিয়ে ওদের পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে।’’
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান খান জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনিক//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫