জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শ্রমিক উইংয়ের কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য গঠিত এ কমিটির সমন্বয়কারী করা হয়েছে মহিউদ্দিন জিলানীকে।

গতকাল মঙ্গলবার এনসিপির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানোন হয়।

কমিটিতে ১০ জনকে যুগ্ম সমন্বয়কারী, ২৬ জনকে সংগঠক ও ৫২ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মনসুর আলম, রেজাউল করিম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আজিজ মিয়া, রাজিব হোসেন, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, শামীম হোসেন, আব্দুল আউয়াল ফয়সাল ও সাজিম রহমান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প জ ত য় ন গর ক প র ট

এছাড়াও পড়ুন:

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের বিএইটিইর স্বীকৃতি অর্জন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই) আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। এর ফলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকেরা বিশ্বব্যাপী পেশাদার প্রকৌশলী হিসেবে স্বীকৃতি পাবেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই অর্জনকে উদ্‌যাপন করতে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে অভিনন্দন জানানো হয়। প্রতিনিধিদলে আরও ছিলেন উপাচার্য অধ্যাপক শামস রহমান, সহ-উপাচার্য অধ্যাপক এম আশিক মোসাদ্দিক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আহমেদ ওয়াসিফ রেজা।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন মো. নাইমুল হক এবং বিভাগের অন্য শিক্ষকেরা অতিথিদের স্বাগত জানান। তাঁদের মতে, এই স্বীকৃতি বিশ্বমানের প্রকৌশল শিক্ষা প্রদানে এবং শিক্ষার্থীদের বৈশ্বিক পরিবেশে নিজেদের উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অবদানকে তুলে ধরবে।

সম্পর্কিত নিবন্ধ