ভারত চাইলে সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনায় বসবে পাকিস্তান
Published: 28th, May 2025 GMT
ভারতের সাথে কাশ্মীর বিরোধ এবং সন্ত্রাসবাদ দমনে আলোচনায় পাকিস্তান আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার পাকিস্তান-তুরস্ক-আজারবাইজান ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
ভারতের সাথে সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তানের প্রতি তুরস্ক ও আজারবাইজানের সমর্থনের জন্য সম্মেলনে তাদের প্রশংসা করেছেন শেহবাজ।
শেহবাজ বলেছেন, “আমি সম্পূর্ণ বিনয়ের সাথে বলেছি যে আমরা এই অঞ্চলে শান্তি চাই এবং এর জন্য এমন বিষয়গুলোতে আলোচনার প্রয়োজন যেগুলো জরুরি মনোযোগ ও বন্ধুত্বপূর্ণ সমাধানের প্রয়োজন। এগুলো হচ্ছে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে এবং কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষা অনুসারে কাশ্মীরের সমস্যা।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিষয়টিও তুলে ধরেন।
তিনি বলেন, “আমি আন্তরিকভাবে বলেছি যে ভারত যদি আন্তরিকতার সাথে সন্ত্রাসবাদ মোকাবেলায় কথা বলতে চায়, তাহলে পাকিস্তানও এই বিষয়ে ভারতের সাথে কথা বলতে ইচ্ছুক। কিন্তু এটা বাস্তবতা যে, আমরা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার; গত কয়েক দশক ধরে আমরা পাকিস্তানে ৯০ হাজার মূল্যবান জীবন হারিয়েছি এবং ১৫০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছি।”
তিনি আরো বলেন, “আগামীকালের জন্য এই হুমকিকে (সন্ত্রাসবাদ) পরাজিত করার জন্য এর চেয়ে বড় প্রতিশ্রুতি ও উদ্দেশ্য আর হতে পারে না এবং ভারত যদি আন্তরিকতার সাথে সৎ সহযোগিতা চায়, তাহলে পাকিস্তান ভারতের সাথে বাণিজ্য করতেও ইচ্ছুক হবে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা দরকার।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি